পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--------------------محسمی محیح అన8 স্বহস্তনিক্ষিপ্ত মৃত্তিকার অন্তরালে শাস্তিলাভ করিলেন। ঈতিওক্লিস্, কি নিৰ্ম্মম! কি কৰ্ত্তব্যপরায়ণ! মৃত্যুর দ্বারেও তিনি অমৃতের অধিকারী ! বীরশ্রেষ্ঠ স্পার্টানজাতি, বীরশ্ৰেষ্ঠ লিওনিদাস ঈতিওক্লিসের বিজয়বিঘোষিত ক্ষেত্রেই জাগিয়াছিলেন। “পারসী” নাটক স্বাধীনতা হরণের পাপে অভিশপ্ত, আর “সপ্তম” নাটক স্বাধীনতা রক্ষার গৌরবে গৌরবান্বিত। এস্কাইলাসের প্রমিথিয়স বাউণ্ড (PrometheusBound) নামক নাটকে কঠোর দণ্ডে দণ্ডিত দেববীর প্রমিথিয়সের সমক্ষে ত্রিদিবের দেবতা অত্যাচারী জুসের চিত্র স্নান হইয় পড়িয়াছে। ক্রোনস যখন ত্রিলোকের অধিপতি ছিলেন, তখন দেবতাদের মধ্যে দুইটী দলের স্বষ্টি হয় । একদল ক্রোনসের পক্ষ ও প্রমিথিয়স-প্রমুখ, অন্তদল তৎপুত্র জ্বাসের পক্ষ সমর্থন করেন । এই বিবাদে শেষে জুসের জয়লাভ হয়। কিন্তু জ্বাস আধিপত্য লাভ করিয়াক্ট মানবজাতির প্রতি অত্যাচার আরম্ভ করিয়া দিলেন। পরন্তু প্রমিথিংস হ্যায়ের অনুরোধে মানবের অশেষ কল্যাণ সাধনের জন্য ব্যগ্র হইয়া উঠিলেন। তিনি তাহাদিগকে জ্যোতিষরঙ্কস্ত, সংখ্যাতত্ত্ব, লিখনপদ্ধতি, হলকর্ষণ, রথচালন, পোতনিৰ্ম্মাণ প্রভৃতি সভ্যতার উপাদানসমুহ শিক্ষা দিলেন। তিনি আশা দিয়া নশ্বর মানুষের মৃত্যুর ভয় দূর করিলেন। স্মৃতিশক্তি দিয়া মানবকে অস্তুতকৰ্ম্ম করিয়া তুলিলেন । এবং সৰ্ব্বশেষ বিশ্বজ্যোতিঃ হরণ করিয়া মানবকে অমরতার সুফল প্রদানে সচেষ্ট হইয়া উঠিলেন । এই শেষোক্ত অপরাধে জ্বাস বিশ্বকৰ্ম্মার সাহায্যে তাহাকে সাগরতীরে নির্জনশৈলে হস্তপদবদ্ধ করিয়া রাখিলেন। বিজ্ঞ বরুণ দেব র্তাঙ্কাকে রাজশক্তির চরণে মস্তক নত করিবার জন্ত অনুরোধ করিলেন, সাগরবালাগণও র্তাহাকে সেই উপদেশ প্রদান করিল, ও তাছাকে শক্তিমান দেবরাজের প্রতি ভক্তিমান ও ংযতবাক হইয়া যন্ত্রণামুক্ত হইতে অনুরোধ করিল। কিন্তু নিগড়বদ্ধ প্রমিথিয়স সগৌরবে বলিয়া উঠিলেন, “তার চেয়ে মৃত্যু ভাল –কিন্তু তিনি মৃত্যুরও অতীত। ইহাতে র্তাঙ্গর যন্ত্রণা শতগুণ বাড়িয়া উঠিল সৰ্ব্বশেষে দেবদূত আসিয়া ক্ষম ভিক্ষা করিবার জন্য র্তাহাকে উপদেশ দিল । SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAAAASAASAASAASAASAASAAAS প্রবাসী—চৈত্র, ১৩১৭ [ ృంపె ভাগ, ২য় খণ্ড SAASAASAASAASAASAASAAAS مسی*** جام.. • م... -- حs.... . .•***.... •۔ তিনি অন্তায়ের চরণে কিছুতেই মস্তক অবনত করিবেন না। গুগ্রচঞ্চুদষ্ট নিত্যবৰ্দ্ধিত যকৃৎ লইয়া মানবহিতাকাঙ্ক্ষী প্রমিথিয়স ভাবী মুক্তির আশায় সাগরকুলে বহুদিন যাপন করিলেন। সৰ্ব্বশক্তিমান দেবরাজের প্রতাপ ও ক্ষমতা গ্রমিথিয়সের সহগুণের ও আত্মসন্মানের কাছে উপহাসের বস্তু হইয়া পড়িল । দ্যায় যাহা বুঝিব, তাহার জন্ত জগতের স্বথসম্পদ, স্বদেশ, সুবিধা, এমন কি দেবরাজের অনুগ্রহ পর্য্যস্ত বিসর্জন দিয়া সুথের পরিবর্তে দুঃখ, স্নেহের পরিবর্তে ঘৃণা, সম্পদের পরিবর্তে বিপদ, স্বদেশের পরিবর্তে বিদেশের নির্জনশৈল, অধীনতার পরিবর্তে স্বাধীনতার ক্রর নিগড় গ্রহণ করিতে এই জগতে কাছার আছেন ? যাহারা আছেন, তাহারা দেবতা । হীরাদেবীর মন্দিরের পুরোদ্ধারের পরিচারিক ঠনেকাসের কন্যা আঙ্গও (Io) পরম রূপবতী মানবদুহিতা । দেবরাজ তাহার রূপমোহে মুগ্ধ হইয়া সেক্ট যৌবনভারাক্রান্ত বালিকাকে পিতৃগৃহ পরিত্যাগ পূর্বক তাহার অঙ্কশায়িনী হইবার জন্য স্বপ্রাবস্থা হইতে প্রবুদ্ধ করিয়া তুলিয়াছেন। হীরা এই তথ্য অবগত হঠয়া আইওকে গাভীতে পরিবৰ্ত্তিত করিলেন, এবং যাচাতে আইও কোথাও মুখশাস্কিতে মুহূৰ্ত্তকাল বিশ্রাম করিতে ন পারে, সেইজন্ত ডাশ পোকা তাহার পশ্চাতে লাগাইয়া দিলেন । আচও নানাদেশ ভ্রমণ পূর্বক প্রমিথিয়সের আদেশে শেষে মিশর দেশে গমন করিলেন। পরে একদিন জুসের করম্পর্শে গর্ভবতী হইয়া বংশ বিস্তার করিলেন। উত্তরকালে তাহার বংশে দনে এবং ঈজিপ্তাস নামক দুই পুত্র জন্মে । দনেীর পঞ্চাশ কষ্ঠ ঈজিপ্তাসের বলদপিত পঞ্চাশ পুত্রের প্রেমআবাহন উপেক্ষা করিয়া এথেন্স নগরের সাগরোপকণ্ঠে নিৰ্ম্মিত দেবমন্দিরে আশ্রয় গ্রহণ করে । সগোত্র বিবাহ এই কন্যাদিগের কাছে বড়ই ঘৃণার বস্তু ছিল । পিলাস্জাস তখন সমগ্র গ্রীসের অধিপতি, তিনি প্রজাসাধারণের অনুমতি লইয়া সেই পঞ্চাশ কস্তাকে ঈঙ্গুিপ্তাসের পঞ্চাশ পুত্রের করকবল হইতে রক্ষা করিলেন। “সাপ্লিসেস” (Supplices) নামক নাটকের ইহাই উপখ্যানভাগ। এথেন্সবাসী এস্কাইলাস এই উপলক্ষে আপন জন্মভূমির যে মোহন চিত্র অঙ্কিত করিয়াছেন, তাহাতে র্তাহার লেখনী