পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 এতদিন আমরা আকাশপথে সৌর জগতের গতি ও পথ লইয়াই সন্তুষ্ট ছিলাম। নক্ষত্রগুলিও স্থিরই ভাবিতাম, তাহারা এতই দূরে যে দুই চারি সহস্ৰ বৎসরেও তাঁহাদের স্থানভ্রষ্ট হইবার বিশেষ পরিচয় লক্ষ্য করিতে পারি নাই। তাহাদের রাসায়নিক গঠনোপাদান (Chemical composition) তাপ চাপ পরিমাণ ইত্যাদি ভৌতিক অবস্থা চিস্তাবিজ্ঞানের বাহিরে, বরঞ্চ কবিকল্পনারই যোগ্য বিষয় বলিয়া ধারণা ছিল। অধুনা আলোকবিশ্লেষণ যন্ত্রের সাহায্যে বর্ণচ্ছত্র পরীক্ষার ফলে শুধু যে সূর্য্যে পৃথিবীস্থিত অনেক মূলধাতুর অস্তিত্ব প্রমাণিত হইয়াছে তাহ নয়, স্বৰ্য্যপৃষ্ঠে আবার পৃথিবীতে অনাবিষ্কৃত মূলধাতুরও সন্ধান পাওয়াগিয়াছে । করনিয়মের (Coronium ) সন্ধান আজও পৃথিবীতে পাওয়া যায় নাই । সাধারণতঃ নক্ষত্ৰলোকের বর্ণচ্ছত্র জলজান বাম্পের (Hydrogen) বর্ণচ্চত্রের অনুরূপ, আবার অনেক তার কালোক স্বৰ্য্যালোকের অনুরূপ । নীহারিক (Nebula) সমূহের বাস্তবতা সম্বন্ধে বহুদিনাবধি আমাদের নানারূপ ধারণা ছিল । দূরবীক্ষণ তাহাদের সম্বন্ধে আমাদিগকে স্থিরনিশ্চয় কিছু বলিতে পারে নাই—তাহার এতই দুরে যে পুঞ্জীকৃত তারকাসমষ্টি হইলেও তাহাদিগকে বিভক্ত করিয়া দেখাইবার শক্তি দূরবীক্ষণের নাই। বর্ণচ্ছত্র পরীক্ষায় কোন কোন নীহারিক পুর্ণাবয়ব বর্ণচ্চত্র দেখায়, তাই তাছার অত্যধিক চাপপ্রযুক্ত গাঢ় পদার্থে গঠিত বলিয়াই অনুমান করা হয়। আবার অনেকগুলি শুধুই রেখা বর্ণচ্ছত্র (line spectra) দেখায়, তাই মনে হয় সেগুলি এখনও অতিশয় হাল্কা বাষ্পরাশি-নূতন সৌর জগৎ সৃষ্টির পূর্বাভাস মাত্র । বিজ্ঞান এতটা অগ্রসর হইয়াও আলোকবিশ্লেষণ-যন্ত্রের পূর্ণ ক্ষমতার পরিচয় পায় নাই। ১৮৭৬ খৃষ্টাব্দে stą GĘfiata zfstan ( Sir William Huggins ) fossa off colò (Gelatine dry plate) জ্যোতিষ্কমণ্ডলীর বর্ণচ্ছত্রের ও বর্ণরেখার আলোকচিত্র (photograph) অঙ্কিত করিয়া রাথিতে আরম্ভ করেন। চক্ষু এবং দূরবীন যাহাকে ধরিতে পারে নাই এরূপ অনেক জ্যোতিষ্ক আলোকচিত্রে আস্তে আস্তে প্রতিভাত হক্টতে গাগিল। আলোকচিত্রে তাহাদের ক্রমবিকাশ এবং প্রবাসী—কার্তিক, ১৩১৭ | ১০ম ভাগ, ২য় খণ্ড

  • {2#f*, &từ Rfeia (as permanent records) রূপে নিত্য নুতন আবিষ্কার এবং তথ্য দেখাইতেছে। প্রত্যেক মানমন্দিরে প্রতিদিন এখনও এক্টরূপে আলোকচিত্ররূপ দ’লল সংগ্ৰহ হইতেছে । ভারতে দেরাদুন (Dehra Dun) 4¬ ¬wfè«*fafei (Kodai Kanal) মানমন্দির এক্ষণে একাজে বিশেষ উল্লেখযোগ্য ।

ত্রিপাশ্ব কাচ ব্যবহারে যে বর্ণচ্ছত্র পাওয়া যায় তাহাতে অনেক দোষ আছে। কাচের দোষগুণের উপর বর্ণচ্ছত্রের অনেক বিষয়ে তারতম্য হয় । আমরা সবুজ চলমা পরিয়া সবই সবুজ দেখি, তাহার কারণ আমাদের চসমার কাচ বা পাথরের নির্বাচনী শক্তির গুণে, বা দোষেই বলি, বিশেষ বিশেষ বর্ণের অভাব হইয় পড়ে। তাই লাল চসম পরিলে নীল জিনিস কালই দেখায় । আবার দ্রব্যগুণের উপর বর্ণচ্ছত্রের বর্ণরেখার কমবেশী বিশ্লেষণত্ব, এমন fo off-sists (order of the spectrum) viors, fas: করে । তাই এবিষয়ে বড় গরমিল হইবার কথা । তবে সৌভাগ্যের বিষয় আধুনিক আলোকবিশ্লেষণ-যন্ত্রের এই সব দোষ নাই বরঞ্চ অনেক গুণ আছে । যদি কোন আলোক পরাবর্তনশীল ধাতব গাত্রে (reflecting metallic surface) Hototysetsa সমদূরবর্তী Wroj (equidistant parallel lines) «Frîòäl çõ 381 vita, তবে বিষমপরাবৰ্ত্তিত (diffracted) আলোকরশ্মি হইতে যে বর্ণচ্ছত্র উৎপন্ন হয়, তাহা অনেক বেশী পূর্ণাবয়ব (extended and fuller) go ofts to gin (position of particular lines) of Aes frontëa fo সমান্তরালভাবে সমদূরবত্তী দাগ কাটিয়া দেওয়া বড় সহজ কথা নয় । per unit length) {ş Hēg R5–ēfers » o fɛ sa হাজার বড় বেশী কথা নয়---যত বেশী হইবে এবং যত নিখুত হইবে ততই ভাল। ১৮৮২ খৃষ্টাব্দে (Rowland) রাউলেও স্কু (Screw) তৈয়ারি সম্বন্ধে উন্নতি সাধন করিয়া, ww.tiffnoffo (concave surface) on निशूड রেখা টানিবার সুবিধা করিয়া দেন। সেই হইতে সাধারণ আতশি (lens) কাচে নিৰ্ম্মিত দূরবীক্ষণ (refracting telescope) ব্যবহার করিবার অবিশুকতা নাই । দ্রব্য CFR RÍ Wttoj: Ng (number of the lines