পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

شواوV জলপূর্ণ পরিথার মধ্যে স্থাপিত হইত ) ; দেবদও ( দুর্গপ্রাচীরে স্থাপিত পেরেক সমম্বিত বৃহৎ কাষ্ঠদণ্ড ) ; মুকরিক (তুলা বা পশমপূর্ণ থলিয়া ) ; মূষল (খদিরবৃক্ষ নিৰ্ম্মিত তীক্ষাগ্ৰ দণ্ড ) ; যষ্টি ( দীর্ঘ দণ্ড ) ; হস্তিবারক ( হস্তীর গতি প্রতিহত করিবার জন্ত তীক্ষাগ্র দীর্ঘ দণ্ড ) ; তালবৃন্ত ( পাখার দ্যায় চক্রাকার যন্ত্রবিশেষ ) ; মুদগর, গদা, স্পৃক্তল ( অনেকগুলি তীক্ষাগ্ৰ দণ্ড ) ; কুদাল ( কোদাল ) ; অস্ফটিম ( শব্দোৎপাদনের জন্ত চৰ্ম্মথলি ও দণ্ড ) ; উদগাটিম ( অট্টালিক ধ্বংস করিবার জন্য যন্ত্রবিশেষ ) ; শতঘ্নি ( দুর্গপ্রাচীরের উপরে স্থিত তীক্ষাগ্র স্তম্ভ ) ; ত্রিশূল ; এবং চক্র । হলমুথী ( লাঙ্গলের মুখের দ্যায় ) ; শক্তি ( চতুঃহস্ত পরিমিত ধাতব অস্ত্র ) ; প্রাস ( চব্বিশ অঙ্গুলি পরিমিত এবং দুটা হাতলবিশিষ্ট অস্ত্র ) ; কুস্ত ( ৫, ৬ কি ৭ হস্ত দীর্ঘ কাষ্ঠদ ও ); ভিণ্ডিবাল (গুরুভার বিশিষ্ট দণ্ড ) ; হাটক ( ত্ৰিধারযুক্ত দণ্ড ) ; শূল ; তোমর ( দণ্ডাম্বিত লৌহময় অস্ত্র ) ; বরাহকর্ণ ( বরাহের কর্ণের আকারের অস্ত্র ) ; কণয় ( ধাতব দণ্ড, ইহার উভয়দিক ত্রিকোণাকার ) ; ত্ৰাসিক ( প্রাসের দ্যায় অস্ত্র ) । ধনুক;--তাল, চাপ ( বংশবিশেষ ), দারু এবং শৃঙ্গ নিৰ্ম্মিত ধনুককে যথাক্রমে কামুক, কোদণ্ড, দ্রুণ এবং ধন্থ বলা হয় । জ্যা—মোরব্বা, অর্ক ( আকন্দ ), শণ, গবেথু (তৃণধান্ত ) এবং স্বায়ু দ্বারা জ্যা প্রস্তুত হয়। তীর—বেণু, শর, শলাকা, দওসেন এবং নারাচ এই কয় প্রকার তীর প্রস্তুত হয় । তীরের মুখ লৌহ, অস্থি বা কাষ্ঠে নিৰ্ম্মিত হইবে । তরবারি—-নিন্ত্রিংশ (বক্র হাতলবিশিষ্ট তরবারি ), অসিষষ্টি ( দীর্ঘ এবং তীক্ষ ধারবিশিষ্ট তরবারি ), মওলাগ্র ( এই তরবারির উপরে চক্র থাকিত ), এই কয় প্রকার তরবারি প্রচলিত আছে। গণ্ডার বা মহিষের শৃঙ্গ, হস্তীদন্ত, কাষ্ঠ অথবা বংশদণ্ডের মূল দ্বাধী তরবারির হাতল নিৰ্ম্মিত হওয়া উচিত। ক্ষুরকল্প ( ক্ষুরের হ্যায় ), পরশু ( সওয়া হস্ত পরিমিত, অৰ্দ্ধচন্দ্রাকার অস্ত্র ), কুঠার, পটিশ ( পরশুর দ্যায় কিন্তু প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩১৭ [ ১০ম ভাগ, ২য় খণ্ড উভয় দিকই ত্ৰিশূলের মত ), খনিত্র, কুদাল, চক্র এবং কাগুছেদন ( বৃহৎ কুঠার ) । অন্যান্যপ্রকার আয়ুধ—যন্ত্রপাষাণ ( প্রস্তুর নিক্ষেপের জন্ত যন্ত্র ), গোষ্পণ-পাষাণ ( প্রস্তর নিক্ষেপের জন্ত দীর্ঘ দণ্ড ), মুষ্টিপাষাণ ( মুষ্টি দ্বারা নিক্ষিপ্ত প্রস্তর ), রোচনী এবং প্রস্তর । কবচ--লৌহজালিক ( মস্তক, হস্ত এবং শরীরের সকল । অঙ্গপ্রত্যঙ্গ রক্ষার জন্য আবরণ), পট্ট (হস্ত ব্যতীত শরীরের অন্তান্ত অঙ্গের আবরণ ), কবচ, সুত্ৰক ( কোমর ও নিতম্ব রক্ষার্থ )। এই সকল লৌহে বা হস্তি গো গণ্ডারের চৰ্ম্মে অথবা খুর বা শৃঙ্গে নিৰ্ম্মিত হইবে । শিরস্ত্রাণ, কণ্ঠত্রাণ, কুপাস (শরীর রক্ষার জন্ত ), কঞ্চক ( চাটু পর্য্যন্ত বিস্তৃত ), বারবাণ ( পাদ পর্য্যন্ত বিস্তৃত অঙ্গরাখা ), পট্ট এবং নাগদরিক ( দস্তান ) - এই কয়েক প্রকারের কবচ ও ব্যবহৃত হয় । আবরণী --বেরি ( লতানিৰ্ম্মিত মাদুর ), চৰ্ম্ম, হস্তিক ( সৰ্ব্বাবয়ব রক্ষা করিবার জন্ত ), তালমূল (কাষ্ঠনিৰ্ম্মিত ঢাল ), ধমনিক ( শিঙ্গা ), কবাট ( কাষ্ঠফলক ), কিটিক (চৰ্ম্মনিৰ্ম্মিত আবরণ), অপ্রতিহত (হস্তীর আক্রমণ প্রতিহত করিবার যন্ত্রবিশেষ), এবং বলান্তকান্ত (অপ্রতিততের দ্যায়, তবে ইহাতে ধাতব পাত থাকিত ) –এই সকল যন্ত্র আত্মরক্ষার্থ ব্যবহৃত হইত । উপকরণ--গুস্তা, রথ, অশ্বের অলঙ্কার এবং তাহাদের যুদ্ধকালীন প্ররোচিত করিবার জন্ত অঙ্কুশ— ইহারাষ্ট উপকরণ শ্রেণীভুক্ত। উপরোক্ত যে সকল আয়ুধের বর্ণনা করা হইয়াছে তদ্ব্যতীত নিপুনশিল্পী যে সকল নুতন নুতন অস্ত্ৰ নিৰ্ম্মাণ করিবে তাঙ্গও আয়ুধাগারে রাখিতে হইবে। শ্ৰীযোগীন্দ্রনাথ সমাদার । বাৰ্দ্ধক্যের চিকিৎসা পূৰ্ব্বেই একথা বলিয়া আসিয়াছি যে আমাদের আয়ু যে শত বৎসরেরও অনেক অধিক তাহাতে কোনো সন্দেহ নাই। নানা দৃষ্টান্ত হইতেই এই তথ্যে উপনীত হওয়া গিয়াছে। সংগৃহীত বিবরণ হইতে একথা বেশ জোরের সহিতষ্ট বলা