পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্য। ] বাবুর কাছে একমাসের ছুটি নিয়ে বাড়ী যাব । সেখানে আমার পিসী আছে—সে বিধবা—তাকে দিয়েই কৃষ্ণপক্ষের চতুর্দশী রাত্রে শিকড় তোলাব। কিন্তু পিসীর অনেক বয়স হয়েছে কিনা, তার আবার দাত নেই, এই হয়েছে মুস্কিল।” গদাধর মনে করিতেছিল, হরিদাসী নিশ্চয়ই বলিবে, আগামী কৃষ্ণচতুর্দশী রাত্রিতে এইখানেই পরীক্ষা আরম্ভ হউক। পরীক্ষার ফলাফল জানিতে হরিদাসীর ঔৎসুকা কিরূপ প্রবল তাঙ্গ উচ্চার কণ্ঠস্বরেই প্রকাশ কষ্টয়া পড়িয়াছে। গদাই যাহা ভাবিতেছিল, ঠিক তাহাই হইল । পরক্ষণেই করিদাসী বলিল—“আচ্ছা দেখ, চতুর্দশীর আর ত বেশী দেরী নেই, তা তুমি কেন সেই রাত্রে দরিয়াপুর থেকে এখানে এসন ?” গদাই বলিল-–“এলাম না হয়, কিন্তু বিধবা কোথা পাব । যে সে বিধবা হলে ত চলে না, দাতওয়ালা বিধবা চাই ।” “আমি ত রয়েছি । আমিষ্ট না হয় ঘলঘসের শিকড় তুলে দেব ।” গদাই যেন পরম আপ্যায়িত হইয়া বলিল—“আঙ্গ তা যদি তুমি স্বীকার কর হরিদাসী তা হলে কি আর আমায় অন্ত কোথাও যেতে হয় ? অাজকে হল নবমী । আর পাচদিন পরে চতুর্দশী । তুমি যদি নিশ্চয় করে বল, তবে চতুর্দশীর দিন রাত্রে আমি আসি ।” “নিশ্চয় করে বলছি। কতক্ষণে তুমি আসবে ?” “এখান থেকে দরিয়াপুর হল তিন ক্রোশ পথ । কৰ্ম্ম সেরে কাছারি বন্দ করে একটু বেলা থাকতে থাকৃতে যদি বেরুই সন্ধ্যে নাগাদ এসে পৌছব।” “বেশ, আমি এই এমনি সময় কোনও ছুতো করে গিল্লির কাছ থেকে এক ঘণ্টা চুটি নিয়ে আসব। কিন্তু ঘলঘসের গাছ কোথায় পাওয়া যাবে।” গদাই হাসিয়া বলিল--"র্হে হেঁ– ঘোড়া হলে কি আর চাবুকের ভাবন হরিদাসী ? তুমি যদি এস, তা হলে ঘলঘসে গাছের জন্তে আটকাবেন । কত নেবে ঘলঘসে গাছ ? আমার উঠানের কোণেই রয়েছে। এসনা দেখবে ।” গদাই প্রদীপ হাতে করিল। দুজনে উঠিয়া উঠানের কোণে গেল। হরিদাসী দেখিল অনেক গুলা ঘলঘসে গাছ কায গঙ্গানারায়ণ-বিরচিত “ভবানী-মঙ্গল” brQ হইয়া রচিয়াছে বটে। বলিল—“আচ্ছা, দাতে করে যে ওঠাতে বলেছে, যদি গাছ কেটে যায়, শিকড় না ওঠে ?” গদাই বলিল-“ঘলঘসের ডাটা বেশ শক্ত, দাতে কাটবে না । যদিষ্ট দেখ দুই একটা কেটে গেল, তখন একটা গাছের গোড়ায় আঁচলের কাপড় বেস করে জড়িয়ে, সেই কাপড়ের উপর কামড় দিয়ে টেনে উঠিয়ে ফেলবে। বুদ্ধি থাকলে কি না চয় হরিদাসী ?” হরিদাসী প্রসন্ন দৃষ্টিতে গদাধরের পানে বলিল—“তোমার কিন্তু খুব বুদ্ধি ” “এত বুদ্ধি ধরে ও ত তোমার মন পেলাম না ।”—বলিতে বলিতে উভয়ে আবার রোয়ণকে ফিরিয়া আসিল । হরিদাসী আর বসিল না, বলিল—“আমাকে এখনি ফিরতে হবে ।” “একটু বসবে না হরিদাসী ! দুটো মনের কথা কবারও সময় পাওয়া গেল না । ভগবান যদি দিন দেন, টাকাগুলো যদি চতুগুণ হয়, তবে অস্ত্ৰাণ মাসের শেষাশেষি কলকাতায় গিয়ে বিয়েট সেরে ফেলা যাবে ”—--বলিতে বলিতে গদাই হরিদাসীর সঙ্গে সদর দরজায় আসিল । হরিদাসী বলিল—“চতুর্দশীর দিন সন্ধ্যাবেল নিশ্চয় আসবে ত ?” “নিশ্চয় । * এখন তোমার মনে থাকলে হয়।” “মনে থাকবে ।”—বলিয়া হরিদাসী নিষ্ক্রান্ত হইয়। গেল । ক্রমশঃ শ্ৰীপ্রভাতকুমার মুখোপাধ্যায়। চাচিয়৷ গঙ্গানারায়ণ-বিরচিত “ভবানী-মঙ্গল” সাহিত্য-সেলী মাত্রেরই দৃঢ় ধারণ বীরভূমি, জয়দেব, চণ্ডীদাস, জ্ঞানদাস, জগদানন্দ প্রভৃতি কয়েকটিমাত্র জগদ্বিখ্যাত কবি উৎপাদন করিয়াই নিরস্ত হয় নাই। সমতল ক্ষেত্র হইতে ধবলগিরির ষ্ঠায় অভ্রভেদী উত্তঙ্গশৈলশিখরের সমুদ্ভব হয় না—শত সহস্ৰ যোজনব্যাপী সমুচ্চ ভূ-পৃষ্ঠোপরি অগণিত শৈলমালার মধ্য হইতেই ধবলগিরি সগৰ্ব্বে জগৎসমক্ষে মস্তকোত্তলন করিয়া দাড়াইতে পারিয়াছে ।