পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলার রস কলা-সম্পদ ჯo 8 রাধীর প্রসাধন প্রাচীন পট ভাস্করগণ শিল্পনিপুণতার দিক দিয়া এবং ভাস্কৰ্য্য-রস্কলায় প্রতিভার দিক দিয়া কোন অংশে নুনি ত নহেই, বরং শ্রেষ্ঠ । উদাহরণ-স্বরূপ কয়েকটি কাঠের ‘শুড়ো'র, কয়েকটি কাঠের পরী’ প্রতিকৃতি যুক্ত ব্র্যাকেটের, এবং কয়েকটি আলঙ্কারিক বোঠের’ ছবি এখানে দেওয়া হইল । পরিকল্পনার নিখুঁত নিৰ্ম্মলতায় ও গৌরবে, ভাবের ও রসের নিবিড় অভিব্যঞ্জনায়, কারুকার্য্যের সুনিপুণ ছন্দে, , এবং স্ত্রী-পুরুষ-নিৰ্ব্বিশেষে মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গের সৌন্দৰ্য্য ও লালিত্যের রূপহুষ্টিতে এইগুলি জগতের ভাস্কৰ্য্যশিল্পে যে অতি উচ্চ স্থান অর্জন করিবে তাহাতে সন্দেহ নাই। গ্রাম্য নাপিত কর্তৃক ভুড়িওয়ালা পণ্ডিত-মহাশয়ের ক্ষৌরকর্ম, ও নাপিতানী কর্তৃক শুচিবাইগ্রস্তা পণ্ডিতজায়ার পায়ে আলতা-পরানোর ভাস্কৰ্য্যটি অনুপম রসাভিব্যঞ্জনায়ু ও শিল্পনিপুণতায় পৃথিবীর মধ্যে একটি অদ্বিতীয় স্থান অধিকার করিবার যোগ্য। প্রয়োজনীয় অংশগুলির কারুকার্য্য সম্পূর্ণরূপে করিবার ও নিম্প্রয়োজনীয় গুটিকয়েক অংশ ইচ্ছাপূৰ্ব্বক অসম্পূর্ণ রাখিবার যে প্রণালী রদ্য ( Rodin ) প্রভৃতি বর্তমান যুগের শ্রেষ্ঠ ভাস্করের নিপুণতার চূড়াস্ত লক্ষণ বলিয়া পরিগণিত হয়, বাংলার দীনদরিদ্র পল্লীভাস্করগণের কাজে এই উচ্চপ্রতিভা-মূলক লক্ষণের স্বভাবজাত অসংখ্য নিদর্শন পাওয়া যায় । এই অকুপম কৌশলসম্পন্ন পল্লীভাস্করগণ ও তাঁহাদের স্বভাবসিদ্ধ কলাকৌশল বাঙালীর একটি অমূল্য জাতীয় সম্পদ। কিন্তু বৰ্ত্তমানকালে উৎসাহের অভাৰুে ইহার এবং ইহাদের শিল্পকৌশল অতি শীঘ্রই বাংলা cनैश्रेण्ड