পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈশাখ দারের সাক্ষ্যেও প্রকাশ পাইল তাহার কয়েক জনে দরজা ভাঙিয়া দোকানে প্রবেশ করিয়া দোকানদারকে মারধোর করিয়া গাজ ছিনাইয়া লইয়াছে। সৌভাগ্যের বিষয়, হালদার সাহেব ছিলেন খুব দয়ালু লোক, গাজার মর্জাদাও বিশেষ বুঝিতেন। বিস্তর শিল্পী শ্ৰীযুক্ত যামিনীরঞ্জন রায়ের প্রদর্শনা ১২৭ কান্নাকাটি করিয়া এক টাকারগাজা ও এক টাকা সওয়া-নআন পয়সা র্তাহাকে পান খাইতে দিয়া রাত্রি প্রায় ১০টার সময় রাইচরণ অদৃষ্টকে ধন্যবাদ দিতে দিতে বাড়ির দিকে চলিল। ভাগো মালী-বউ ধান কিনিতে টাকাটা দিয়াছিল । শিল্পী শ্ৰীযুক্ত যামিনীরঞ্জন রায়ের প্রদর্শনী শ্রীশান্ত দেবী গত জানুয়ারী মাসে চিত্রকর শ্ৰীযুক্ত যামিনীরঞ্জন রায়ের গৃহে চিত্রপ্রদর্শনী দেখিতে গিয়াছিলাম। এই প্রদর্শনী তাহারও মাসাধিক পূৰ্ব্বে ডিসেম্বর মাসে খোলা হইয়াছিল। সামান্য তিনখানি ঘর শিল্পীর তুলিকাস্পর্শে অপরূপ হইয়৷ উঠিয়াছিল। দুইখানি ঘরে দেওয়ালের উপরদিকে যামিনীবাবুর নিজ অঙ্কিত নানাবর্ণের সুদীর্ঘ পটগুলি ফ্রেস্কোর মত চারিধার জুড়িয়া লম্ব করিয়৷ বসানো হইয়াছিল । তাহার নীচে এক একখানি স্বতন্ত্র বড় ছবি । ছবির নীচে ছোট ছোট কাঠের পিড়িতে মাটির পিলস্কজে প্রদীপ জলিতেছে ও ধুমুচিতে ধুনা। মেঝেগুলিতে আলিপনার চিত্র ; বসিবার আসনও চেয়ার নয়, একেবারে স্বদেশী আসন । চিত্রগুলির অঙ্কন-পদ্ধতি বাংলার পট-অঙ্কনের পদ্ধতির মত । তাই এই সম্পূর্ণ বাংলা গৃহসজ্জা । তাহার সহিত মিলিয়া কলিকাতা শহরের পুরাতন পাড়ার বাংলার পল্লীর স্নিগ্ধরূপ ও প্রাকৃতিক বর্ণস্বযম ঘরের কোণেই ফুটিয়া উঠিয়াছিল। কোন জাতীয় চিত্র

একখানি পুরাতম পট

প্রদর্শনী কি করিয়া সাজাইতে হয়, শিল্পী তাহা অধিকাংশের অপেক্ষাও ভাল দেখাইয়াছেন। যামিনীবাবু পুরাতন শিল্পী। দশ বারো বৎসর পূৰ্ব্বে গবর্ণমেণ্ট স্কুল অফ আর্টে র্তাহার পাশ্চাত্য পদ্ধতিতে অঁকা অনেক ছবি দেখিয়াছি। প্রতিকৃতি আঁকিতেন । তিনি তৈলচিত্রে বড় বড় তাহার পর তাহার আঁকা বাঙালা

  • भञ्चांख् शृंt७ीजौ क्लङ्गळीक