পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈশাখt মক্তব-মাজাসার বাংল। ভাষ৷ $vgሳ লেখকগণের সহিত স্বস্থ সবল প্রতিযোগিতা ক্রমে বৃদ্ধি না পাইবার কোন কারণই নাই। সাম্প্রদায়িকতা ও প্যানইসলামিজম-এর ধাধা কাটিয়া গেলে, হিন্দুর বাংলা ও মুসলমানের বাংলায় কোন পার্থক্য থাকিতে পারে না। ধৰ্ম্মসম্বন্ধীয় কোন আপত্তি যুক্তিসহ নহে; গোড়া হিন্দুর সঙ্গে ধৰ্ম্মমতের প্রভেদ সত্ত্বেও ব্রাহ্মসমাজ ও আর্য্যসমাজ বাংলা ও হিন্দী সাহিত্যে অমূল্য সম্পদ দান করিয়াছেন। মুসলমানকর্তৃক যে সকল সাময়িক পত্রিকা হিন্দু-মুসলমান সকলের জন্যই প্রকাশিত, তাহাতেও সুন্দর সুন্দর বিশুদ্ধ বাংলা রচনা প্রকাশিত হইয়া থাকে—“মাসিক মোহাম্মদী”, “সওগাত”, “সাপ্তাহিক মোহাম্মদী”, “হানাফি”, “আল-মুসলিম” প্রভৃতি পত্রিক তাহার প্রমাণ। তথাপি মক্তব-মাদ্রাসায় পূৰ্ব্বোক্তরূপ অনর্থ চেষ্টা কেন ? শুনা যায়, ঢাকা সেকেণ্ডারী বোর্ড “মুসলমানী বাংলা”য় লিখিত পুস্তকসকল হিন্দু-মুসলমান সকল ছাত্রের জন্তই করিতে আরম্ভ করিয়াছেন । অবশুপাঠ্য বাঙালী সাবধান ! চীন-জাপান যুদ্ধ নিম্নে চীন-জাপান যুদ্ধের যে চিত্রগুলি প্রকাশিত হইল, সে-গুলি আমাদের সাংহাইস্থিত সংবাদদাতার প্রেরিত নিজস্ব চিত্র। ] জাপানী সৈন্তের যুদ্ধযাত্রা সাংহাই আন্তর্জাতিক উপনিবেশ ১ষ্টতে জাপানী বাহিনীর যুদ্ধাভিযান। চিত্রটির ডানদিকে সাংহাইএর ইংরেজ সরকার কর্তৃক নিযুক্ত দুইটি শিখ পুলিশ লক্ষ্য করিবার বিষয় । বিদ্ধস্ত সাংহাই গোলাবর্ষণের পর সাংহাই-এর এক অংশ। এই অংশে চীনার বাস করিত।