পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফিলিপাইন দ্বীপপুঞ্জের স্বাধীনতা অদূরে ব্রিটেনের ব্যবস্থাপক সভার নাম যেমন পালেমেণ্ট, আমেরিকার যুক্ত রাষ্ট্রমগুলের ব্যবস্থাপক সভার নাম তেমনি কংগ্রেস। এই কংগ্রেস দুই চেম্বার বা কক্ষে foss r_zfsfäf{#si (House of Representatives) এবং সেনেট । কোন বিল আইনে পরিণত হইতে হইলে কংগ্রেসের দুই চেম্বারে পাস হইবার পর প্রেসিডেন্ট অর্থাৎ দেশনায়কের দ্বারা অহমোদিত ও স্বাক্ষরিত হওয়া আবশ্যক । ফিলিপাইন দ্বীপপুঞ্জ পূৰ্ব্বে স্পেনের অধীন ছিল। তেত্রিশ বৎসর হইল উহ। আমেরিকার দখলে আসিয়াছে। আমেরিকার শাসন আরম্ভ হইবার প্রায় সঙ্গে সঙ্গেই ফিলিপিনোরা স্বাধীনতার দাবি করিয়া আসিতেছে । রাষ্ট্ৰীয় উচ্চপদে প্রতিষ্ঠিত ও বেসরকারী কোন কোন আমেরিকান নেতা তাহদের এই দাবির সমর্থনও করিয়াছেন। ফিন্তু তাহাদিগকে স্বাধীনতা দিবার জন্য আইন-প্রণয়ন ইতিপূৰ্ব্বে বেশী দূর অগ্রসর হয় নাই। গত ৪ঠা এপ্রিল ২২শে চৈত্র তারিখে কংগ্রেসের প্রতিনিধিসভায় ফিলিপাইন দ্বীপপুঞ্জকে আট বৎসরের মধ্যে স্বাধীনতা দিবার অঙ্গীকার আইন পাস হইয়াছে। ইহা বৰ্ত্তমান সময়ে পৃথিবীর সকলের চেয়ে শ্রেষ্ঠ স্থসংবাদ। কারণ, যদিও এখনও বিলটির সেনেটে পাস হইয়া প্রেসিডেন্টের স্বাক্ষর পাইতে বাকী আছে, তথাপি সূৰ্ব্ব পেক্ষা কঠিন যে প্রারম্ভিক পরীক্ষা, তাহাতে উহা উত্তীর্ণ । হইয়াছে। আমরাইহা ধরিয়ালইয়। এইসব মন্তব্য করিতেছি, যে, খাটি স্বাধীনতা ফিলিপিনেরা পাইবে। কারণ ফিলিপিনে নেতা ডাঃ হিলারিও লি মোকাডে নিউ ইয়র্ক টাইলে লিখিয়াছিলেন, আইনে সৰ্ব থাকিবে, যে, আমেরিকা ফিলিপাইন্সে আপন সৈন্যদল ও রণতরীর ঘাটি বা আড়ড রাখিতে প্লারিবে, এবং ফিলিপাইন সাধারণতন্ত্রের মূল রাষ্ট্রবিধি আমেরিকার কংগ্রেস ও প্রেসিডেন্টের দ্বারা অনুমোদিত হওয়া চাই । এরূপ সত্ত্ব-শৃঙ্খলে বদ্ধ হইলে স্বাধীনতার কোন মূল্য থাকিবে না । আমেরিকার কৃষকের ফিলিপাইন-স্বাধীনতা অঙ্গীকারে খুশী হইয়াছে। এখন ফিলিপাইন দ্বীপপুঞ্জ আমেরিকারই অংশ বলিয়। ফিলিপাইন্সে উৎপন্ন শস্যাদি কৃষিজাত দ্রব্য বিনাশুল্কে আমেরিকায় আমদানী হইয়া তথাকার শস্যাদির সহিত প্রতিযোগিতা করে। ফিলিপাইন্স স্বাধীন ও স্বতন্ত্র হইয়া গেলে আমেরিকা অন্যান্য স্বাধীন বিদেশের জিনিষের উপর যেমন তেমনি ফিলিপাইন্সে উৎপন্ন দ্রব্যজাতের উপরও শুল্ক বসাইয়া আমেরিকার বাজারে তৎসমুদয়কে আমেরিকার জিনিষপত্রের চেয়ে ছমূল্য করিতে পরিবে। কিছুকাল হইতে অনেক ফিলিপিনো আমেরিকায় গিয়া স্থায়ী বা অস্থায়ী ভাবে তথায় বসবাস করিতেছে। তাঁহাতে আমেরিকার শ্বেতকায়দের সামাজিক অসুবিধা ও অনিষ্ট হইতেছে এইরূপ একটা কথা উঠিয়াছে। অথচ ফিলিপাইন্স আমেরিকার শাসনাধীন থাকিতে অন্যান্য এশিয়াবাসীদের মত ফিলিপিনোদেরও আমেরিকায় বসবাসে বাধা দেওয়৷ চলে না। ফিলিপাইন্স স্বাধীন হইয়া গেলে বাধা দেওয়া চলিবে । আমেরিকার রাষ্ট্ৰীয় সেক্রেটারী মিঃটিমসন একটা চিঠিতে লিখিয়াছেন,ফিলিপিনোদিগকে স্বাধীন করিয়া দিলে স্বরে প্রাচ্যে অর্থাৎ চীন-জাপান প্রভৃতি দেশে আমেরিকার প্রেস্টজ বা প্রতিপত্তি গুরুতর রকমে কমিৗজাইবে, এবং তাদের স্বাধীনতার অবস্থানী ফল এই ইৰে ৰুে