পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আলমগীর বুদ্ধ, জননী ও মৃত শিশু বিলাতে প্রশংসাপ্রাপ্ত অন্ত কয়েকজন বাঙালী চিত্রকরের বিশ্বভারতীতে পাচ ছয় বৎসর ইতিহাসের অধ্যাপকত ফোটোগ্রাফ পরে প্রকাশিত হইবে । অধ্যাপক ফণীন্দ্রনাথ বস্থ বিহারের বিহার-শরীফ নামক ছোট শহরে স্থিত নালন্দ কলেজের ইতিহাসের অধ্যাপক ডক্টর ফণীন্দ্রনাথ বস্থর অকালমৃত্যুতে বিহার প্রদেশ ও ভারতবর্য একজন সুশিক্ষকের সেব হইতে বঞ্চিত হইয়াছে। ঐতিহাসিকজ্ঞানবিস্তারকল্পে তিনি যে মূল্যবান কাজ করিতেছিলেন, তাহার অবসানও দুঃখের বিষয় হইয়াছে। মৃত্যুকালে তাহার বয়স পূর্ণ ছত্রিশ বৎসরও হয় নাই। এই অল্প বয়সে তিনি অধ্যাপকের কাজে যশ এবং তাহার ছাত্রদের অতুরাগ ও শ্রদ্ধা অর্জন করিতে সমর্থ হইয়াছিলেন। পীড়াং, সময় তাহার ছাত্রেরা দিবারাত্রি অক্লান্তভাবে র্তাহার এলবা-শুশ্ৰুষা করিয়াছিল। তিনি প্রথমে । করেন। সেখানে থাকিতে তিনি পণ্ডিত বিধুশেখর পরলোকগত ফণীশ্রনাথ বসু