পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8& S99āు প্রভাতকুমার মুখোপাধ্যায় উনষাট বৎসর দুই মাস বয়সে প্রসিদ্ধ সাহিত্যিক প্রভাতকুমার মুখোপাধ্যায়ের মৃত্যু হইয়াছে। তিনি প্রায় এক বৎসর কঠিন পীড়ায় ভুগিতেছিলেন, কিন্তু আরোগ্য লাভ করিবার সম্ভাবনা ছিল। তিনি আরও কয়েক বৎসর বাচিয়া থাকিলে ছোট গল্প লিখিয়া বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করিতে পারিতেন । আমরা যতদূর জানি, মাসিকপত্রে তাহার লেখা প্রবাসী-সম্পাদক কর্তৃক প্রতিষ্ঠিত ও সম্পাদিত "দাসী” পত্রিকায় প্রথমে বাহির হইয়াছিল। তাহা প্রায় চল্লিশ বৎসর আগেকার কখ। তখন তাহার লেখা দিলদারনগর হইতে আসিত। তাহার সেকালের একটি লেখার কথা এখন মনে পড়িতেছে। উহা “একটি রৌপ্যমুদ্রার জীবনচরিত,” ১৮৯৬ সালের সেপ্টেম্বর মাসের “দাসী’ পত্রিকায় বাহির হইয়াছিল । তাহার পর প্রবাসীর সম্পাদক কত্ত্বক যখন “প্রদীপ” প্রতিষ্ঠিত হয়, তখন তাহাতেও প্রভাতবাবু লিখিতেন। প্রবাসী-সম্পাদকের সম্পাদিত “প্রদীপে” র্তাহার অনেকগুলি কবিতা ( সেকালে তিনি কবিতা লিখিতেন ) এবং সিমলা শৈলের একটি সচিত্র বর্ণনা বাহির হইয়াছিল। র্তাহার একটি কবিতার নাম এখনও মনে আছে—“আকাশ কেন নীল ?” উহা প্রদীপে বা প্রবাসীতে বাহির হইয়াছিল, মনে নাই। উহা শেলীর একটি কবিতার অনুবাদ বলিয়া তিনি লিখিয়াছিলেন, এই রূপ মনে পড়িতেছে। প্রবাসী বাহির হইবার পর প্রভাতবাবু তাহাতে অনেক ছোট গল্প এবং একটি উপন্যাস লিথিয়াছিলেন । আমাদের ধারণা, উপন্যাস অপেক্ষা ছোট গল্প রচনাতেই তাহার কৃতিত্ব বেশী। তিনি ইংরেজীতেও গল্পের অম্বুবাদ উত্তমরূপে করিতে পারিতেন। মডার্ণ রিভিউ পত্রিকায় রবীন্দ্রনাথের বিস্তর গদ্য ও পদ্য রচনার ইংরেজী অম্বুবাদ বাহির হইয়াছে। সকলের আগে যে অনুবাদটি ১৯০৯ সালের ডিসেম্বরে উক্ত পত্রিকায় বাহির হয় তাহা প্রভাতবাবুর কৃত। উহ রবীন্দ্রনাথের একটি ছোট গল্পের অনুবাদ, নাম “দি রিডল সল্ভ" প্রভাতবাবুর নিজের দু-একটি ছোট গল্পের অতুবাদও মঞ্জর্ণ রিভিউ পত্রিকায় বাহির হইয়াছিল। কবিতা, ছোট গল্প, উপন্যাস, ও প্রবন্ধ রচনা ভিন্ন তিনি অনেক বৎসর নাটোরের মহারাজা জগদিন্দ্রনাথ রায়ের সহিত “মানসী ও মৰ্ম্মবাণী’র সম্পাদকতা

.. مر بمديو পরলোকগত প্রভাতকুমার মুখোপাধ্যায় করিয়াছিলেন । ইংলণ্ড হইতে ব্যারিষ্টার হইয় ফিরিয়া আসিবার পর তিনি গয়া ও অন্য দু-এক জায়গায় ব্যবহারাজীবের কাজ করিয়াছিলেন । কিন্তু ঐ কাজে তাহার মন বসিত না । সেই জন্য তিনি উহা ছাড়িয়া দেন। কলিকাতায় আসিবার পর তাহার সহিত আইনের এই সম্পর্ক ছিল, যে, তিনি বিশ্ববিদ্যালয়ের আইন-কলেজে অধ্যাপকতা করিতেন। মৃত্যুকাল পর্য্যস্ত তিনি অধ্যাপক ছিলেন, যদিও পীড়াবশতঃ দীর্ঘকাল ছুটিতে ছিলেন। প্রভাতবাবু সাধারণ যে-সব চিঠিপত্র লিখিতেন, তাহাতেও সাহিত্যিক বৈশিষ্ট্য লক্ষিত হইত। *

    • to: