পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

করিতে পারেন, এখানে সেরূপ চেষ্টার কোন অবসর নাই । ঐ কৰ্ম্মচারীর নাম ও পদ সম্ভবতঃ মিঃ প্রেন্টিস এই আশঙ্কায় বলেন নাই, সে, তাহা হইলে সে হয়ত কাহারও প্রতিহিংসাভাজন হইয়া পড়িতে পারে। প্রশ্নটির উত্তর না-দেওয়ার সমালোচন আমরা করিতেছি না। জেলের বাহিরে ও ভিতরে অত্যাচারের অভিলোগ লাগেরে অনেক দিন হইল কতকগুলা পুলিসের লোক দয়ানন্দ এংলোবেদিক কলেজে ঢুকিয় একটি শ্রেণীর অধ্যাপক ও ছাত্রদিগকে প্রহার করে। অধ্যাপক দেওয়ানা সুতরাং এট আদালতে ক্ষতিপূরণের নীলিশ করেন । সম্পতি তিনি একজন ইংরেজ পুলিস কৰ্ম্মচারীর নিকট সাড়ে পাচ হাজার টাকার ক্ষতিপূরণের ডিক্ৰী পাইয়াছেন । দশাশ্বমেধ ঘাট থানার একজন ষ্টেড কনষ্টেবল ও চারিঞ্জন কাশীতে কন্‌ষ্টেবল কতকগুলি সতপ্ৰিহ মহিলার উপর দুর্ব্যবহার করায় সংবাদপত্রে এবং প্রকাশ্য সভায় তাহার বিরুদ্ধে আন্দোলন হয় । পুলিসের ঐ পাঁচজন লোকের বিচার হইবে । উৎপীড়িত। মহিলার প্রকাশ করিয়াছেন, ধে, তাহার। সত্যগ্রহী, প্রতিশোধ চান না । ইং তাঙ্গাদের যোগ্য কাজ হইয়াছে । অল্পসংখ্যক এইরূপ অভিযোগের তদন্ত ও বিচার হয়, কিন্তু অধিকাংশ অভিযোগের হয় না। কোন কোনটি সম্বন্ধে সরকারী কমু্যনিকে বা জ্ঞাপনীতে বলা হয়, ঘটনা সম্পূর্ণ মিথ্য, কিংবা তাহার একটা কিছু ব্যাখ্য করিয়া দেওয়া হয় । বঙ্গীয় ব্যবস্থাপক সভায় মিঃ প্রেটিস বলিয়াছেন, লোকে এইরূপ জ্ঞাপনী বিশ্বাস করে না । কেন করে না জিজ্ঞাসা করায় তিনি বলেন, লোকদের মেণ্ট্যালিটি বা মনের ভাবগতিকই ঐ রকম। কিন্তু হষ্টির মধ্যে অন্য সব স্বঃ প্রদার্থের মত এদেশের মানুষদের মনের ভাবগতিকেরও একটা কারণ আছে। সেই কারণট। স্থির কর। মিঃ প্রেণ্টিসের মত লোকদের উচিত। দু-একটা কারণ আমরা অনুমান করিতে পারি। বিস্তর লোকে ক্টেধ, দুষ্ট ঘটনা সম্বন্ধে তাহদের প্রত্যক্ষ জ্ঞান বা প্রত্যক্ষদশী বিশেষ প্রদ্ধেয় লোকদের নিকট হইতে S99శ> লঙ্ক জ্ঞান সরকারী রিপোটের সঙ্গে মিলে না। অথচ সরকারী লোকদিগকে অভ্রান্ত এবং বেসরকারী নিজেদের ও শ্রদেয় লোকদের চোখ-কানকে ভ্রান্ত মনে করিবার যথেষ্ট কারণ নাই। তাহার পর লোকে দেখিয়াছে, হিজলীৰ কাণ্ড সম্বন্ধে প্রথমে সরকারী যে-সব বৃত্তান্ত বাহির হয়, তাত পরে সরকারী তদন্তেরই রিপোটে প্রধানতঃ অসত্য বলিয়া দৃষ্ট হয়। চট্টগ্রামের অরাজকত সম্বন্ধে বেসরকারী লোকেরা যাহা বলিয়াছেন, শ্রদ্ধেয় নেত্রর অনুসন্ধানের পর যাহা বলিয়াছেন, সে-সম্বন্ধে সরকারী অন্তসন্ধান কমিটির কাজ অনেক দিন শেষ হইয়। গিল্প, থাকিলে ৪ এবং রিপোর্ট ও দাখিল হইয়া থাকিলেও ঠাই | প্রকাশিত হয় নাই । দমনমূলক কার্য্যের সংবাদ বিলাত পৌছ। সরকারী লোকদের দ্বার যে-সব কাজ হইতেছে বলিষ্ণু প্রকাশু পবরের কাগজে বা অপ্রকাষ্ঠ্য কাগজে যে-সব সংবাদ বাহির হয়, কিংব; যে-সব গুজব রটে, তাহার সবগুলিই সতা, বলিতে আমরা অসমৰ্থ । কিন্তু ভারতবর্ষে সাধারণতঃ কোন সরকারী লোক কোন বে আইনী কাজ ব, অত্যাচার করিতেছে না, যত কিছু উপদ্রব সব কংগ্রেসওয়ালারা করিতেছে—বিলাতে এই রকম একটা বিশ্বাস, ভারতবর্ষ হইতে সত্য সংবাদসং গ্রহের চেষ্টা বিলাতী কাগজগুলা না-করায়, সত্য শংবাদ প্রেরণে বাধা থাকায়, এবং বিলাতী কাগজগুলার নিকট সত্য সংবাদ পৌছাইয়া দিলেও অধিকাংশস্থলে তাই মূদ্রিত না-হওয়ায়, নিৰ্ব্বিবাদে লোকের মনে বদ্ধমূল হইয়াছে। আগে মধ্যে মধ্যে সংবাদ আর্মিত, অমুক বিলাতী কাগজে সত্য কথা বাহির হইয়াছে বা হইবে, অমুক ভারতবন্ধু সভায় অমুক অমুক অমুক বিখ্যাত লোক সত্য কথা বলিয়াছেন, সম্প্রতিও এরূপ খবর আসিয়াছে। র্যাহারা সত্য জানিয়াছেন, ছাপিয়াছেন, বলিয়াছেন, তাহাতে র্তাহাদের কল্যাণ হইবে, আমরা তাহাদিগকে ধন্যবাদ দিতেছি। কিন্তু বিলাতে ঐসব সংবাদ প্রচারের ফলে কেবল সত্য ও'; ন্যায়ের খাতিরে এদেশে রাজনৈতিক অবস্থা ও ব্যবস্থার? కt **