পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పిరింశు', হিংসা-মুখর তরঙ্গদল যতই আঘাত করে কঠোর বিরোধ রচি তুলে তত অতলের মহা লীলা, ফেনিল নৃত্যে দামামা বাজায় শিলা । হে শান্ত, তুমি অশান্তিরেই মহিমা করিছ দান গর্জন এসে তোমার মাঝারে হ’ল ভৈরব গান । তোমার চোখের গভীর আলোকে অপমান হ’ল গত সন্ধা-মেঘের তিমির-রন্ধে দীপ্ত রবির মত ॥ ১৪ই চৈত্র JSty Af /4রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষুদে জরে পেয়ে বসেছিল, তার ' .. নরনধ্বইয়ের ૨ হিমালয়-শিখরে অধিষ্ঠিত নিৰ্ম্মল অবকাশ থেকে নেমে এসেছি শহরে—এখানে নিরন্তর লোকের ভিড়, বেশী নয়, কিন্তু সেই জন্তেই কুটি ধ": ক বিদায় কর শক্ত হয়ে উঠেছিল । সংসারের স : শক্ৰদের জোর

ঐখানেই—চেপে ধরতে গেলেই ဂ္ယီဒီး যায়। কিছুই নয় বলে যতই অবজ্ঞা করতুে এ করেছি ততই সে পাক ক’রে বাসা বাধতে লে : । অবশেষে দেবতাত্ম!

      • - য়ের ধাক্কাট Aামার শরীরের জন্যে মনে

কোনো উদ্বেগ না । ঘোরতর কুঁড়েমিতে পেয়ে বসেচে-কুঁg:মির দুর্গে আছি বললেই হয়—এমন কি ছবি গুর্লর দুৰ্নিবার নেশাও আমাকে নাগাল কাজের ভিড়-চিত্তবিক্ষেপের হাওয়া এলোমেলো হয়ে বইচে চারিদিকে । এখানে আমার প্রাণ ইপিয়ে ওঠে— অতএব কাজ সারা হলেই যত শীঘ্র পারি পালাব শাস্তিনিকেতনে। এখন থেকে আমার পত্র শীতকালের রিক্ত অরণ্যের মত বিরল হবে। এখন থেকে নানা লোকের নানা দাবি মেটাবার কাজে আমার সময়টাকে টুকরো টুকরো ক’রে বিলিয়ে ছড়িয়ে দিতে হবে। কাল এসেচি–কিন্তু সময় পাইনি--আজও সময়ের দৈন্য ঘোচেনি। ইতি ২১শে আষাঢ়, ১৩৩৮।