পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

༄།..:) - • * পুনা ও ভোক্স Soo

ীয় সেখানে সেই সংখ্যাটি আছে। আমার অনুরোধে শ্ৰীযুত ন্তিকুমার দাস-গুপ্ত বক্তৃতাটি বিলাত হইতে নকল করিয়া পাঠাইয়াছেন। সমগ্র বক্তৃতাটি নিম্নে উদ্ধৃত হইল :–

“বাৰু কালীপ্রসন্ন সিংহ মহাশয়, আপনি আমার প্রতি যেরূপ সমাদর ও অনুগ্রহ প্রকাশ করিতেছেন, ইহাতে আমি আপনার নিকট যে কি পৰ্য্যন্ত বাধিত হইলাম তাহ বর্ণনা করা অসাধা। “স্বদেশের উপকার করা মানব জাতির প্রধান ধৰ্ম্ম । কিন্তু আমার মত ক্ষুদ্র মনুষ্য দ্বারা যে, এদেশের তাদৃশ কোন অভীষ্ট সিদ্ধ হইবেক, ইহা একান্ত অসম্ভবনীয় ! তবে গুণাহুরাগী আপনারা আমাকে যে এতদূর সম্মান “বিদ্যাবিষয়ে উৎসাহ প্রদান করা ক্ষেত্রে জলসেচনের ন্যায়। ভগবতী বস্তুমতী সেই জল প্রাপ্ত যাদৃশ উৰ্ব্বরতর হন, উৎসাহ প্রদানে বিদ্যাও তদুশী প্রকৃতি ধারণ করেন। আপনার এই বিদ্যোং সভা দ্বারা এদেশের যে কত উপকার হইতেছে, তাহা আমার বলা दांझळj ! “আমি বক্তৃতা বিষয়ে নিপুণতাবিহীন । সুতরাং আপনার এ-প্রকার সমাদর ও অল্প গ্রহের যথাবিধি কৃতজ্ঞতা প্রকাশে নিতান্ত অক্ষম। কিন্তু জগদীশ্বরের নিকট আমার এই প্রার্থনা যেন আমি যাবজ্জীবন আপনার এবং এই সমাজিক মহোদয়গণের এইরূপ অল্পগ্রহভাজন প্রদান করেন, সে কেবল আমার সৌভাগ্য এবং আপনার থাকি ইতি।” (“সোমপ্রকাশ’, ২০ ফেব্রুয়ারি সৌজন্য ও সহৃদয়ত । لاb-لاوا ( পুনা ও ভোর ঐশাস্তা দেবী বাম্বাই হইতে অনেক রাত্রে পুনার একটা ট্রেন ছাড়ে। আছে। অনেক মানুষও সেইখানেই জল লইতেছে, সেইটে সকালে পুনা পৌছিব মনে করিয়া আরামে সুমাইবার ব্যবস্থা করিলাম। ঘুম ভাঙিল অনেক লোকের ঢাকাডাকিতে—পুনা আসিয়া পড়িয়াছে। অধ্যাপক বেলভালকার আমাদের নিমন্ত্ৰণ করিবার জন্য বোম্বাই গিয়াছিলেন। সকালে দেখিলাম তাহার পুত্রকন্যার গাড়ী লইয়া হাজির । অধ্যাপকের বাড়ি অতিথি হইতে হইবে। বোম্বাই ও পুনায় আকাশপাতাল প্রভেদ । বোম্বাই একেবারে পাশ্চাত্য ধরণের শহর, পুনা খাটি মহারাষ্ট্র। মানুষের ব্যবহারে, পোষাকে, ঘরগৃহস্থালীতে, পথেঘাটে কোনো বিদেশী ভাব আমাদের চোখে পড়ে নাই । ভোর বেলা দুই দিক খোলা উচুনীচু পথের উপর দিয়া ছোট একটি নদীর সেতু পার হুইয়া মোটরে চলিলাম। নদীর অল্পজলে পাল পাল মহিৰ গা ভাসাইয়া পড়িা কাপড় জুন স্বানও বোধ হয় করিতেছে। স্বাস্থ্যের প্রথাটি বিপজ্জনক সন্দেহ নাই, তবে

  • *

বালিকা অনেকে বেড়াই): বাঙালীরা অধিকাংশই এইং" অভ্যন্ত নহেন। তাই বাঙালীর চোখে জিদটি মূর্ত লাগে, মনে হয় বুঝি কিছু একটা উংসব এখানে আছে । অধ্যাপক মহাশয় বিলাত প্রত্যাগন্তু, কিন্তু বাড়ির ব্যবস্থা বই দেশীয় ধরণের Nে বড় তুলি