পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՖԵ o তাহাতে বাড়ির মেয়ের ও অভ্যাগতার বসিয়া গল্প করেন। গৃহিণীর রান্নাঘর ও পূজার ঘর পাশাপাশি । তিনি আয়াকে লইয়া সব দেখাইলেন । উঠানে তরিতরকারী ও ফুলগাছ গৃহিণী নিজ হাতে করিয়াছেন। ইহাদের খাওয়া দাওয়া সব নিরামিষ । মেঝের উপর দুটি পিড়ি পাতিয়া এবং একটি পিড়ি দেয়ালে ঠেসাইয় আহারের স্থান হয়। প্রথম পিড়িটিতে রূপার খালায় ও ছোট ছোট রূপার বাটিতে ভাত ডাল, তরকারী, দই ইত্যাদি, মাঝেরটি বসিবার, পিছনে ঠেস দিবার একটি । গৃহিণী নিজের হাতে সরের ঘি করিয়া রাখেন, বাড়ির লোক এবং অতিথিদের ভাত ডাল লুচি ও তরকারিতে সেই ঘি প্রচুর ঢালিয়া দেওয়া হইল। মৎস্তভোজী বাঙালীর এত ঘি কখনও খায় না । জলের জন্য প্রত্যেককে একটি গেলাস ছাড়া একটি করিয়া ঢাকন। দেওয়া স্বতন্ত্র ঘটি দেওয়া হইল । বাড়ির মেয়ের কলেজে পড়েন। কিন্তু র্তাহীদের পোষাক-পরিচ্ছদ নম্রত, ভদ্রত, আতিথ্য সবই স্বদেশী ধরণের । বোম্বাইয়ে মেয়েদের আতিথ্য, ভদ্রতা ইত্যাদি অনেকটা পাশ্চাত্য রকমের । ভাণ্ডারকর রিসার্চ ইনষ্টিটু্যট দেখিতে গেলাম। মস্ত বড় বাড়িতে ঘরে ঘরে অসংখ্য মহাভারতের পুথি। বাংলা, হিন্দী, ওড়িয়া নান হরফে লেখা পুড়ি বাংলা পুথি দুই একখানি দেখিলাম। সকছু পক্ষ প্রাচীন পুথিখানি বোধ হয় কাশ্মীরের সাতু ঠুতে ভূজপত্রে &#"ইয়া গবেষণার লেখ । ঘরে ঘরে পণ্ডিতরা _ 苓*”。、 কাজে ব্যস্ত। পুথি ছাড়া এ ষ্টানের প্রকাশিত অনেক গ্রন্থও এখানে রহিয়দুল্ল সেগুলির বিক্রয়লব্ধ অর্থ হইতে ইহাদের অনেf{চ চলে। মহাভারতের সম্পাদক ত্রযুক্ত বিষ্ণু স্ব স্ট্র মহাশয়ের সহিত এখানে পরিচয় হইল। নানা ":" " লইয়া ইনি সম্পাদন কার্য্যে ব্যস্ত । * ** অনেক দিন ছুতে কার্ভের মহিলা বিশ্ববিদ্যালয় দেখিবার সখ চূির্ণ কিন্তু যখন পুনায় আসিলাম তখন দেওয়ালিক্সটি। বিশ্ববিদ্যালয়ের ঘরবাড়ি দেখা যাইতে সেখানে মাহৰ নাই। অগত্য তাঁহাই দেখিতে গেলাম। একটি উচু টিলার উপর লোকাল হইতে দুরে প্রকৃতির কোলে উদ্যানের ভিতর কলে মন্তবড় একতালা বাড়ি, তাহার পাশে ছাত্রীদের দুতল। বাসভবন । ১৯০০ খৃষ্টাব্দে অধ্যাপক কার্তে যে ক্ষুদ্রকুটারে র্তাহার স্ত্রীশিক্ষা-ব্রত আরম্ভ করেন, সেই কুটারটি পথে যাইতে যাইতে দেখিলাম। মহিলা-বিশ্ববিদ্যালয়ের এখনকার বাড়ি দুইটি দুইলক্ষ টাকা খরচ করিয়া তৈরি করা হইয়াছে। কলেজভবন দাতার ইচ্ছামত করিয়া তৈয়ারী। খৃষ্টাব্দে স্তর বিঠলদাস ঠাকুরসি মহিলাবিশ্ববিদ্যালয়ে ১৫,০০,০০০ লক্ষ টাকা দান করেন । বৎসরে ইহার সুদ ৫২,৫০০ টাকা । তখন হইতে বিশ্ববিদ্যালয়ের নাম হয় শ্ৰীমতী নাথিবাঈ দামোদর ঠাকারসি “ইণ্ডিয়ান উইমেনস্ ইউনিভারসিট ।” বিদ্যালয়ুভবনে এই নামটি লিখিত আছে। ভারতবর্ষে স্ত্রীশিক্ষার জন্য ইতিপূৰ্ব্বে কেহ এত টাকা দান করিয়াছেন বলিয়া শোনা যায় না । মাতার নামে শুর বিঠলদাস এই বিপুল সম্পদ স্ত্রীশিক্ষায় করিয়াছেন। স্ত্রীশিক্ষার প্রচার যাহাতে অতি সহজে অথচ ব্যাপক ভাবে হয় তাই ইহারা ভারতীয় ভাষায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা দান কাৰ্য্য করেন। এখানে কোন একটি ভারতীয় ভাষা ছাড়া ইংরেজী, ইতিহাস, সমাজতত্ত্ব, প্রাণতত্ত্ব, শরীরতত্ত্ব, মনস্তত্ত্ব, শিশুমনস্তত্ব ইত্যাদি বিষয় অবশ্য পাঠ্য । অঙ্ক, বিজ্ঞান, শিক্ষকতা, সঙ্গীত, চিত্রবিদ্যা এগুলিও শিক্ষা দেওয়া হয়। তবে ইহার ভিতর ছাত্রীর ইচ্ছামত বিষয়ু বাছিয়া লন । আমরা দেখিলাম শরীর-বিজ্ঞান শিখাইবার ঘরে বহু চিত্র, মৃষ্টি এবং শরীরের আভ্যন্তরীণ যন্ত্রাদির ছাচ, অতুবীক্ষণ ইত্যাদি রহিয়াছে। চিত্রকলার ঘরে অনেক ছবি দেখিলাম। তবে চিত্রবিদ্যার উৎকর্ষ কিসে ছাত্রীদের জ্ঞান তাহাতে হইয়াছে বলিয়া মনে হইল না । চিত্রবিদ্যায় বাংলাদেশের, বিশেষত শাস্তিনিকেতনের শিক্ষা ভারতের অন্যান্য শিক্ষা নিকেতন হইতে শ্রেষ্ঠ । আজকাল অনেক স্থলে শান্তিনিকেতনের এবং কলিকাতার শিল্পীরা শিক্ষকতার ভার লওয়াতে সে-সষ স্থলেও এই দেশের আদর্শ চলিতেছে। একটি ঘরে ছাত্রীদের নিশ্বিত বেভার যন্ত্রসমূহ দেখিলাম। যন্ত্রগুলি অতিক্ষশ্ব, কিন্তু জঞ্জি ১ ১ৈ২ ০ ব্যয়