পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S99ళేు 8"לצ' বেশী থাকিলে ভাল হইত। প্রাথমিক বিদ্যালয়গুলির সেদিনে ভোরের প্রতিষ্ঠাতা শঙ্করজী নারায়ণের বেতন লাগে | প্রতি বৎসর এই রাজ্যের চারিটি ছাত্র বাৎসরিক স্মৃতি-উংসব ছিল। তাই যুবরাজ ও যুবরাণী পুনার কলেজে বিন বেতনে পড়িতে পায়—এই উদ্দেশু্যে পন্থসচিব মহাশয় দশ হাজার টাকা দান করিয়াছেন। ভোরের পুস্তকালয়ের জন্য ইনি কুড়ি হাজার টাক দিয়াছেন । এই রাজ্যের মোট রাজস্ব ( gross revenue) to of Stol ভোর রাজ্যটি পাৰ্ব্বত্য প্রদেশে, রেল পথ হইতে বহু দূরে। তাই ইহার প্রাকৃতিক সৌন্দর্ঘ্য শহরের ছায় পড়িয়া ভেজাল হইয় উঠে নাই । ভোর সহরটি নীরা নদীর উপত্যকায় । ইহার চারিদিকে ঘনসবুজ বনাকীর্ণ পৰ্ব্বতশ্রেণী, ছোট ছোট ঝরণা ও পাৰ্ব্বত্য নদী, বন্ধুর অমুর্বর পৰ্ব্বতমালা । শীতের সময় নানা ফুলেফলে শস্তে পৰ্ব্বতগাত্র বিচিত্র হইয় উঠে । আমরা শীতের আরম্ভেই গিয়াছিলাম, তাই দেশটির স্বাভাবিক বর্ণসুষম দেখিয়৷ মুগ্ধ হইলাম । পরদিন ঘুম ভাঙিতেই দেখি কাচেয় জানালার ভিতর দিয়া বাগানের গাছপালা ও ভোরের স্নিগ্ধ আলো চোখে পড়িতেছে। বাড়িটি মস্ত বাগানের ভিতর, ইহার সমস্ত বন্দোবস্ত যথাসাধ্য পাশ্চাত্য প্রথায় করিবার চেষ্ট হইয়াছে। শুনা যায় প্রাসাদে এতখানি পাশ্চাত্য ব্যবস্থা নাই । থানিক পরে যুবরাজ র্তাহার পত্নীকে লু করিতে আসিলেন। যুবরাণীর বয়সূ/ / বেশভূষার বিশেষ আড়ম্বর নাই । ভিন্ন রাজবধুর মত আর কোনো অঙ্গে নাই। ব্যবহার ভারি মহারাষ্ট্র-দুহিতার অকুষ্ঠিত নুি; রাজশ্ৰীটুকুও ফুটিয়া উঠি পরস্পরকে দেখিলে পুত্র ) 0, 6 ఆ రి দেখা নয়, কিন্তু 冕然 মুক্তার গহন - i"নিৰ র্তাহার తా: ও নম্র, কিন্তু *ট গতিবিধিতে তাহার # ভারতবর্ষের মেয়ের H. পিতুrমাতা সকলের চকর্মে &ই সকলের বিষয় A লন। যুবরাণী আমার পিতা % লইয়া তাহারও দুইটি কন্যা আছে পুর্ণ থাকেন বলিলেন। তাহার পর /রও অনেক কথাবাৰ্ত্ত হইল। সর্থীর মত বিষয়ে কৌতুহল দেখিয়া আনন্দ হইল। 'ના kl., মাতা ও কন্যাদের এবং পিতা আমাদের সঙ্গে প্রাতরাশ করিয়া উৎসবে যোগ দিতে চলিয়া গেলেন । কিছু পরে সমাধিস্থানে সকলে মিছিল করিয়া যাইবে । আমরাও দেখিতে যাইব স্থির হইল । সে স্থানটি আরও নয় দশ মাইল দূরে । আমরা ভোর পৌছিবার কিছু পরেই শ্ৰীযুক্ত সেণ্ট নেহাল সিং এবং র্তাহর পত্নীও সেখানে অতিথি হইয়া আসিলেন। বহুকাল পরে তাহদের দেখিয়া আনন্দিত হইলাম । শিবাজীর মৃত্যুর পর মোগলের মহারাষ্ট্ররাজ্য প্রায় ছিন্নভিন্ন করিয়া ফেলিলে ছত্রপতি রাজারামের মন্ত্রীস্থানীয় শঙ্করজী নারায়ণ প্রভৃতি কয়েকজন যোদ্ধ রাজ্যরক্ষার জন্য বহু চেষ্টা করিয়াছিলেন। ১৬৯৭ খৃষ্টাবে শঙ্করজীকে পন্থসচিব নিযুক্ত করিয়া রাজসম্মান ও জায়গীর দেওয়া হয় । পন্থসচিবের স্থান পেশওয়ার পরেই। শঙ্করজী যখন দ্বিতীয়বার শিবাজীর মাত তারাবাঈ-এর অধীনে সচিবত্ব করিতেছিলেন তখন শিবাজীর পৌত্র সাহু তাহাকে তাহার দলে যোগ দিতে বলিলেন । শঙ্করজী তারাবাঈ-এর নিকট প্রতিশ্রুতি রক্ষা করিবেন, কি প্রভূস্থানীয় সাহুর সঙ্গে যাইবেন স্থির করিতে না পারিয়া সন্ন্যাসী হইয়৷ পঞ্চগঙ্গাতীর্থের নিকট একটি প্রকাণ্ড আম্রবৃক্ষের তলে আত্মবিসর্জন করিয়া মিথ্যাচার হইতে আপনাকে রক্ষা করিলেন। ইহাতে সান্ত ও তারাবাঈ উভয়েই মুগ্ধ হইয় গেলেন। শঙ্করজীর বংশধরগণ তখন হইতে সেই জায়গীর ভোগ করিয়া ও পস্থসচিব পদবী ধারণ করিয়া আসিতেছেন। এই ইতিহাস ভোররাজ্যের একটি মুদ্রিত পুস্তিক হইতে সংগৃহীত। মোটরে করিয়া পৰ্ব্বতগাত্রের শস্তক্ষেত্র, গ্রাম, ছোট ছোট পাৰ্ব্বত্য নদী, দূরের পর্বতমালা ও ঘন বৃক্ষশ্রেণী দেখিতে দেখিতে আমরা পঞ্চগঙ্গার দিকে অগ্রসর হইলাম । এক জায়গায়ু ঝরণার জল সজোরে পড়িয়া নদীর মত বহিয়া চলিয়াছে। সেখানে গাড়ী চলে না। নামিয়া পাথরের উপর পাতা তক্ত দিয়া চলিলাম। একটি ছোট পাহাড়ের চূড়ায় সমাধিমন্দির, তাহার কিছুদূরে পঞ্চগঙ্গার, কুণ্ড, মন্দির ও অতিথিশালা। আজ সেখানে খুব লোকেঃ