পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যৈষ্ঠ । शहैट्ठंम సి) | কৰ্ম্মনিপুণতায় হইডেন বর্তমান ঐ ধারণ করিয়াছে। ইউরোপের অন্য দেশ ভ্রমণ করিবার কালে প্রায় সৰ্ব্বত্রই আমাকে নিজের জিনিষপত্র যাহাতে হারানো ব। চুরি না-যায় সেজন্য সতর্ক থাকিতে হইত। স্বইডেন t | সুইডেনের বিখ্যাত লেখিকা শ্ৰীযুক্ত সেলম লীগেরলফ } ইনিও নোবেল প্রাইজ পাইয়াছিলেন দেশটিতে আমি অল্পাধিক প্রায় বারে হাজার কিলোমিটার । ভ্রমণ করিয়াছি। কিন্তু নিজের অসাবধানতায় জিনিষপত্র হারাইয়াও অনেকবার ফেরত পাইয়াছি। দেরিফেরার সময়েও বাক্সে কোন দিন চাবি না দিয়াই জিনিষপত্র “বুক” করিয়াছি, কোন সময়েই বাক্সে চাবি দেওয়ার কারণ ঘটে নাই । সুইডেনবাসীদের নৈতিক জীবন যে কত উন্নত সে সম্বন্ধে নিজের অভিজ্ঞতা হইতে সংক্ষেপে এইমাত্র বলিতে “ পারি যে, তিন বৎসরের মধ্যে কোনদিনই উল্লেখযোগ্য মারাত্মক অপরাধমূলক কোনো ব্যাপার ঘটিতে শুf নই। কি কারণে স্বইডেন বিবদমান প্রতিবেশীদের প্রভাব হইতে আপনাকে যুক্ত রাখিয় নিজ রৈশিষ্ট বজায় ইউরোপের ৪-৭ অংশ স্কুইডেনের ভাগে রাখিয়া চলিয়াছে,—তাহার উত্তর পাইতে হইলে এই দেশের ও জাতির ভৌগোলিক ও ঐতিহাসিক পরিচয় লওয়া প্রয়োজন । স্ক্যাণ্ডেনেভিয়ান উপদ্বীপের পশ্চিমভাগে নরওয়ে ; উত্তর ও পূর্ব ভাগের কতক অংশ ফিনল্যাণ্ড ও কতক বোথানিয়ান উপসাগর ; এতদুভয়ের মধ্যে সুইডেন অবস্থিত। ইহার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক বান্টিক সাগর দ্বারা বিধৌত। উত্তর দিকের কতকটা অংশ হিম-মণ্ডল রেখার ভিতর পড়িয়াছে। দেশটি আকৃতিতে মোটামুটি চতুষ্কোণ। মাইল দীর্ঘ এবং উত্তর দক্ষিণে ১,১০০ পূৰ্ব্ব-পশ্চিমে সুইডেনের কবি #*# ... s ।। ८मलध१४ब१ एकार्ष्टि অনেক খ্যাতনামা হইডেনৰাগীর তার তিনিও ভ্যাময়্যিাঙ্ক প্রদেশের লোক বড় জোর •• মাইল প্রশস্ত। অর্থাৎ দেশ ८Gहे डिैम ७ अबिांब्रजाॉ७ श्हेरङ