পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১৬ - * ఏ99శు পৰ্য্যস্ত র্তাহার মনোনীত উত্তরাধিকারী জগমাল কয়েক ঘণ্টা গদীতে বসিয়াছিলেন। মহারাণার অস্ত্যেষ্টিক্রিয়ায় জগমালকে অল্পপস্থিত দেখিয়া গোয়ালিয়র-রাজ রাম শাহ উবর কুমার সগরজীকে জিজ্ঞাসা করিলেন, ‘জাগমাল কোথায় ? সগরজী বলিলেন, “কেন ? আপনি কি জানেন না স্বৰ্গীয় মহারাণ। তাঁহাকে নিজের উত্তরাধিকারী মনোনীত * করিয়া গিয়াছেন ।” ইহাতে প্রতাপের মাতামহ অখৈরাজ সোনগরা সলুবর (সালুম্ব )-পতি রাবত বিযণদাস ও রাবত সাগাকে বলিলেন, “আপনারা চুণ্ডার বংশধর, অতএব এ কাজ আপনাদের সম্মতিক্রমে হওয়া উচিত ছিল । শিয়রে আকবরের মত প্রবল শক্র ; চিতোর হস্তচু্যত ; মেবার-রাজ্য ছারথার ; এ অবস্থায় যদি ঘরোয়। বিবাদ বাড়িয়া যায় তবে রাজ্য-নাশ সুনিশ্চিত ।” রাবত কিষণদাস এবং সাগা বলিলেন,"জ্যেষ্ঠ রাজকুমার প্রতাপসিংহ,—ধিনি সৰ্ব্বপ্রকারে যোগ্য, তিনি-ই মহারাণ। হইলেন।” উদয়সিংহের দাহক্রিয়া হইতে ফিরিয়া গিয়া জগমাইকে বলিলেন, “কুমার ! আপনার আসন গদীর সম্মুখে ; ঐখানেই বসা আপনার উচিত।’ এ-কথা শুনিয়া জগমাল সপরিবারে মেবার ত্যাগ করিলেন। সর্দারের ঐ দিনই প্রতাপকে গদীতে বসাইয়া নজরানা দিলেন। ( ২৮-এ ফেব্রুয়ারি, ১৫৭২ খৃ: ) । মহারাণ। প্রতাপের রাজ্যারোহণের এই বর্ণনা অনেকট নাটকীয় ব্যাপারের মত মনে হয়। শুধু কয়েক ঘণ্টার মধ্যে এ-ভাবে একটা ওলট-পালট হওয়া সম্ভব নয়, যদি ইহার পশ্চাতে কোন পূৰ্ব্ব যড়যন্ত্র না থাকে। প্রথম হইতেই বোধ হয়, প্রতাপের মাতামহ মেবারের গদীতে নিজের দৌহিত্রের – জন্মগত অধিকার রক্ষা করিবার জন্য মেবার-সামন্তগণের মধ্যে একটা দল স্বষ্টি করিয়াছিলেন ; এবং ইহারা যে বেশ প্রস্তুত হইয়া মহারাণ। উদয়সিংহের মৃত্যুর অপেক্ষা করিতেছিলেন তাহাতে সন্দেহ নাই । যাহা হউক প্রতাপ স্বয়ং কখনও তাহার পিতার বিরুদ্ধাচরণ করিয়াছিলেন বলিয়া জানা যায় না । জগমালের সপক্ষে বোধ হয় বিশেষ

  • রাজ উত্তরাধিকারীর অন্ত্যেষ্টিক্রিয়ার না বাওর মেবারের চিরপ্রচলিত প্লে (রাজপুতানেক ইতিহাস, ২য় খণ্ড, পৃ. ৭৩e, পাদটীকা ৩)

কেহ ছিল না । তিনি স্বেস্থায় মেবার ত্যাগ করিয়া আকবরের দরবারে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। সম্রাটু দেশদ্রোহী জগমালকে মোগলবিজিত মেবারের জাহাজপুর পরগণ। জাগীর প্রদান করিয়া কণ্টকে কণ্টক উদ্ধার করিবার ব্যবস্থা করিলেন। গোগুন্দায় গদীতে বসিবার কয়েক মাস পরে কুন্তলমীর-দুর্গে প্রতাপের অভিযেকোৎসব যথাবিধি সম্পন্ন হইল। প্রবল মোগলশক্তির সহিত যুদ্ধ অনিবাৰ্য্য, কিন্তু বলসঞ্চয় করিবার জন্য মেবারের পক্ষে কিঞ্চিং অবসর নিতান্ত প্রয়োজন । আকবর যাহাতে সহসা মেবারের বিরুদ্ধে অভিযান না করেন, সেজন্য প্রতাপ তাহার সমস্ত শক্তি ও নীতি প্রয়োগ করিলেন । মহারাণ প্রতাপের রাজ্যাভিষেকের পর এক বৎসর পৰ্য্যস্ত সম্রাট আকবর গুজরাট ও স্বরাট-বিজয়ে ব্যাপৃত ছিলেন। ১৫৭৩ খৃষ্টাব্দের এপ্রিল মাসে সম্রাট রাজধানী ফতেপুর সিক্ৰী প্রত্যাবর্তন করিবার সময় সিদ্ধপুর হইতে ( আমেদাবাদের চৌষট্টি মাইল উত্তরে অবস্থিত ) কুমার মানসিংহকে * কয়েকজন হিন্দু ও মুসলমান মনসবদারের সহিত ইউরের পথে ভুঙ্গরপুরের দিকে প্রেরণ করিলেন। সৈন্যাধাক্ষগণের প্রতি আদেশ ছিল যেন রাণী ( প্রতাপ সিংহ ) এবং নিকটস্থ ভূস্বামিগণকে রাজেচিত ব্যবহার ও অনুগ্রহে বশীভূত করিয়া বাদশাহী দরবারে কুর্ণিশ করিবার জন্য সঙ্গে আনে এবং যাহারা বস্তৃত স্বীকার করিবে না তাহাদিগকে যেন দণ্ড দেওয়া হয় । ( Akbarnama, Eng. trans. Beveridge, iii. 48. ) ইউরের রাও নারায়ণ রাঠোর মহারাণ প্রতাপের ইংরেজী অনুবাদক বেভারিজ সাহেবের অনবধানতায় তাহার বাপের নাম কোথাও ভগবান দাস, আবার কোথাও বা ভগবস্তু দাস লেখা হইয়াছে। বেভারিজ সাহেব দুজনকে একই ব্যক্তির নামের রূপান্তর মনে করিয়া বাপের পিও খুড়োকে দেওয়ার মত কাজ করিয়াছেন। প্রকৃতপক্ষে ভগবান ঘাস ও ভগবস্তু দাস রাজা ভারমল বা বিহাৰী মলের দুই ছেলের নাম ; রাজা ভারমলের উত্তরাধিকারী ভগবান দাস অপুত্ৰক হওয়ায় ভগবস্ত দাদের দ্বিতীয় পুত্র মানসিংহকে দত্তক গ্রহণ করেন। ভগবস্তু দাসও মোগলদরবারে চাকলি করিতেন এবং cantrąją ștts : *tri atei (obstinate prince) Affff;" পরিচিত ছিলেন। (মুন্সী দেবীপ্রসাদ রচিত প্রাচীন চিত্রাবলী : রাজা ভারমল চরিত দ্রষ্টব্য ) 篇 Հ