পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেশীয় সাময়িক পত্রের ইতিহাস শ্ৰব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ンbr>&ー>bペミ ১ । বাঙ্গাল গেজেট ছাপায় অক্ষরে প্রকাশিত দেশীয় ভাষার সংবাদপত্রের ইতিহাস খুব প্রাচীন নহে। ১৮১৬ সালের পূৰ্ব্বে এদেশে কোন বাংলা সংবাদপত্রের প্রতিষ্ঠা হয় নাই।... ১৮১৬ সালে প্রকাশিত গঙ্গাকিশোর তটাচার্য্যের ‘বাঙ্গাল গেজেট’ বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র।... বাঙ্গাল গেজেট অল্পদিনই জীবিত ছিল । এই কারণেই বোধ হয় ইহার নাম সাধারণের মধ্যে তেমন প্রচলিত ছিল না।... ২ । সমাচার দর্পণ সমাচার দর্পণ বাংলা ভাষায় দ্বিতীয় সংবাদপত্র। জে. সি. মার্শম্যানের সম্পাদকত্বে ১৮১৮, ২৩এ মে ( ১১ই জ্যৈষ্ঠ ১২২৫ ) ইহার প্রথম সংখ্যা বাহির হয়। প্রথম তিন সপ্তাহ বিনামূল্যে দেওয়া হইয়াছিল। সমাচার দর্পণ প্রতি শনিবার শ্রীরামপুর হইতে প্রকাশিত হইত।... প্রথমাবস্থায় পণ্ডিত জয়গোপাল তর্কালঙ্কারই প্রধানতঃ ‘সমাচার দর্পণ সম্পাদন করিতেন ।... স্ত্রীরামপুর মিশন ১৮২৯ ন হইতে সমাচার দূর্পণকে দ্বিভাষিক ( বাংলা ও ইংরেজী ) করিবার ব্যবস্থা করিলেন।... ১৮৩২ সনে সমাচার দর্পণ দ্বিসাপ্তাহিকে পরিণত হয়।...সমাচার দর্পণের দ্বিসাপ্তাহিক সংস্করণ বেশীদিন স্থায়ী হয় নাই ...১৮৩৪, ৮ই নভেম্বর হইতে পুনরায় প্রতি শনিবার প্রকাশিত হইতে লাগিল। ১৮৪১, ২৫এ ডিসেম্বর তারিখে ইহার শেষ সংখ্যা প্রকাশিত হয় । স্ত্রীরামপুর মিশন হাল ছাড়িয়া দিলেন বটে, কিন্তু বাঙালীদের চেষ্টায় সমাচার দর্পণ শীঘ্রই পুনৰ্জ্জীবিত হইল।... দ্বিতীয় পৰ্য্যায়ের সমাচার দর্পণ বাহির করিয়াছিলেন ১২৪৭ বঙ্গাৰো প্রকাশিত জ্ঞানদীপিকা’ নামক সাপ্তাহিক পত্রের সম্পাদক ভগবতী, চরণ চট্টোপাধ্যায় । ১৮৫১, ৩ মে শনিবার (২১ বৈশাখ ১২৫৮) তারিখে তৃতীয় পর্যায়ের সমাচার দর্পণ "১ বালম, ১ সংখ্যা" প্রকাশিত হইল ।... ‘সমাচার দর্পণ দেড় বৎসর চলিয়া ১২৫৯ সালের অগ্রহায়ণ মাসে একেবারে লুপ্ত হয়। ७। जषाझ cकोभूौ কলুটোলী-নিবাসী তারাটা দত্ত এবং ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্বাদ কৌমুদী নামে একখানি বাংলা সাপ্তাহিক পত্র প্রকাশ করিলেন। প্রথম সংখ্যায় সঙ্গীর জনসাধারণকে উদ্দেশ করিয়া এই মর্শ্বে লেখা হইয়াছিল :-"লোকfছতসাধনই এই সংবাদপত্র-প্রচারের প্রধান লক্ষ্য...দেশবাসীর অভাব-অমুযোগের কথাও ইহাতে ভদ্রভাবে প্রকাশ করা হইবে।” ১৮২১ সালের ৪ঠা ডিসেম্বর (২• অগ্রহায়ণ কৌমুদীর প্রথম সংখ্যা প্রকাশিত হয়।... সম্বাদ কৌমুদী প্রতি মঙ্গলবারে প্রকাশিত হইত। রাজা রামমোহন রায় ইহার সহিত বিশেষভাথে সংশ্লিষ্ট ছিলেন এবং নিয়মিতভাবে প্রবন্ধদানে সাহায্য করিতেন। তিনি সম্বাদ কৌমুদীতে সহগমনের প্রতি কটাক্ষ করিয়া প্রবন্ধ লিখিতে আরম্ভ করিলেন। ইহাতে ধৰ্ম্মহানি এবং সমাজে মানহানির আশঙ্কা করিয়া ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ‘সম্বাদ কৌমুদী'র সংশ্রব ত্যাগ করিতে বাধ্য হইলেন । তিনি ইহার প্রথম ১৩ সংখ্যা পরিচালন করিয়াছিলেন վիI | ১২২৮ ) সম্বাদ ৪ । সমাচার চন্ত্রিক সতীদাহ প্রথাকে উৎখাত করিবার জস্ত রামমোহন রায়কে বদ্ধপরিকর দেখিয়া রক্ষণশীল হিন্দুর দল চটলেন। প্রধানতঃ এই প্রথার সপক্ষে আন্দোলন চালাইবার জন্যই উহাদের পক্ষ হইতে একথালি সাপ্তাহিক পত্রের আবির্ভাব হইল। সেখানি ভবানীচরণ বণ্যোপাধ্যায়ের ‘সমাচার চন্ত্রিকা'। ১৮২২ সালের ৫ই মার্চ (২৩ ফাল্গুন ১২২৮) তারিখে ‘সমাচার চন্ত্রিকা’র প্রথম সংখ্যা প্রকাশিত হয় ... ংলা মাসিকপত্র ১। দিগদর্শন –১৮১৮ সালের এপ্রিল মাসে স্ত্রীরামপুরের ব্যাপটিষ্ট মিশনীর “দিদর্শন অর্থাৎ যুবলোকের কারণ সংগৃহীত নান৷ উপদেশ” নামে একখানি মাসিকপত্র প্রকাশ করেন। ছাপার অক্ষরে ইহাই প্রথম বাংলা মাসিকপত্র। ২ । গসপেল মাগাজীন।-এই মাসিক পত্ৰখানি দ্বিভাষিক ছিল। প্রত্যেক পাতার বঁাদিকে ইংরেজী, ডানদিকে তাহার বঙ্গানুবাদ। ‘গসপেল মাগাজীন-এর প্রথম সংখ্যার তারিখ—ডিসেম্বর, ১৮১৯ । ...এই কাগজখানিতে কেবল খৃষ্ট-তত্ব আলোচিত হইত। ৩। ব্রাহ্মণ সেবধি ।--রামমোহন রায় শিবপ্রসাদ শৰ্ম্ম।' এই নাম frri svas atras cit”, itt Brahmunical Magazine e ব্রাহ্মণ সেবধি' নামে একখানি কাগজ প্রকাশ করিতে বাধ্য হইলেন এবং তাহারই সাহায্যে মিশনীদের প্রচারিত হিন্দুশাস্ত্র-সম্বন্ধে ভ্রান্ত মত খণ্ডন করিতে লাগিলেন। ইহার এক পৃষ্ঠায় বাংলা ও অপর পৃষ্ঠায় তাহার ইংরেজী অনুবাদ প্রকাশিত হইত। ৪। গাবলী।–কলিকাতা স্কুল-বুক সোসাইট কর্তৃক এই বাংলা মাসিক পুস্তকখানিপ্রকাশিত হয়। এক এক সংখ্যার এক-একটি জন্তুর বিবরণ এবং পুস্তকের প্রথম পৃষ্ঠায় সেই সেই জন্তুর ছবি থাক্ষিত। পন্থাবলী'র প্রথম সংখ্যার তারিখ--ফেব্রুয়ারি, ১৮২২ ... তীয় পৰ্য্যায়ের ‘পাবলি পরিচালন করেন—গ্রীরামচন্দ্র মিত্র । ইহ। ১৮৩২ সনে প্রকাশিত হয়। - •fttó a “Part II No. 1. Compiled and Translateâ