পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ջ8Հ সহজ সৌন্দৰ্য্য মনকে বসসিক্ত করিয়া তোলে। পুস্তকের ছাপ, ছবি ও বাধাই ভাল । ঐবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জাতিগঠনে রবীন্দ্রনাথ—এভারতচন্দ্র মজুমদার প্রণীত। প্রবাসী কাৰ্য্যালয় ; মূল্য ১ টাকা, পৃ. ৯৪ ৷ বাঙালীর জাতীয়ত বিকাশে বাঙালীর কবির দীন কি পরিমাণ ও কি রূপের, সে-সম্বন্ধে একখানি তৃপ্তিদায়ক গ্রন্থ বাংলা দেশে আজও লিখিত হয় নাই। এ বিষয়ে যে এক-আধখান আলোচনা গ্রন্থ আছে তাহ পড়িলে হতাশ হইতে হয় । বৰ্ত্তমাণ লেখকের বইখানি ছোট ; নিজের বক্তৃতায় ও টীকায় উহার কলেবর বৃদ্ধি না করিয়া কবির কথাই উদ্ধত করিয়া লেখক কবির বক্তব্যকে পরিস্ফুট করিতে চাহিয়াছেন। তিনি নিজে শুধু এই সকল উদ্ধতির মধ্যে যোগসূত্রটুকু জুড়িয়াছেন-ইহা উহার সুবিবেচনার ও সুরুচির নিদর্শন। ইহা ছাড়াও তিনি আর একটি উৎকৃষ্ট কাজ করিয়াছেন-রবীন্দ্রনাথের যে-সকল পুরাতন প্রবন্ধ জাতীয় ভাবের ও জাতীয় চিন্তার পরিচায়ক – এতদিন মাসিক পত্রের পাতাতেই প্রায় আত্মগোপন করিয়৷ ছিল, তিনি অনুসন্ধান করি। তাহ বাহির করিয়াছেন : এবং তাহার উদ্ধৃতাংশ হইতে আমরা বুঝিতে পারি যে, এই ভাবধার কত পুৰ্ব্ব হইতেই রবীন্দ্রনাথের মনে তাহার বিশেষ রূপটি পরিগ্রহ করিয়াছিল। আরও আনন্সের কথ। এই যে, কৰ্ম্ম-কোলাহলের নানা বাধা সত্ত্বেও ভারতবর্ষের জাতীয় জীবন রবীন্দ্রনাথের অভীষ্ট্র ও কল্পিত মূৰ্ত্তিই ধারণ করিতে চাহিয়াছে। ইহাও মনে পড়ে যে, ফাকি হয়ত আজ বাড়িয়াছে, কিন্তু আমাদের জাতীয়তা অর সেদিনকার এজিটেশন-পন্থী পেটিয়টিজম-এর মত অত ফণক নয়। লেখক জাতীয় চেতন, জাতীয় বৈশিষ্ট্য, জাতীয় শিক্ষা ও ধন-বৈষম্য সম্বন্ধে রবীন্দ্রনাথের মতামত যথাযথ সাজাইয়াছেন। তাহার কৃতিত্ব সুস্পষ্ট। বিষয়বিস্তাস আরও ধারাবাহিক ও গ্রন্থখানি . আরও বিশদ হইলে বোধ হয় পাঠক সম্পূর্ণ তৃপ্ত হইতেন ; কারণ এ বিষয়ে পাঠকের দাবি ও ক্ষুধা একটু বেশী। আর একটি কথা— বইখান যেরূপ উপাদেয় ও উৎকৃষ্ট, এবং উহার বিষয়টি যেমন বাঙালী মাত্রেরই প্রিয় এবং আয়তন ও মুদ্রণে যখন ব্যয়বাহুল্য হুচিত হইতেছে না, তখন মূল আর একটু কম করিলে ভাল হইত। শ্ৰীগোপাল হালদার কাশ্মীর ভ্রমণ—শ্ৰীঅবিনাশচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ। ২৫ নং চ্যাটাজি ট্রট, টাল কলিকাতা হইতে প্রকাশিত। পৃ. ১৩৬ । মূল্য এক টাকা। প্রাচীন সংস্কৃত সাহিত্যে কাশ্মীরকে অনেক স্থলে ভূস্বৰ্গ বলিয়া অভিহিত করা হইয়াছে। সৌন্দৰ্য্যামুরাগী মোগল-সম্রাট জাহাঙ্গীর কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যের একজন বিশিষ্ট উপাসক ছিলেন। দুইটি অমর ছত্রে তিনি কাশ্মীরের অতুল ঐশ্বর্ঘ্য ও রূপের বর্ণনা দিয়াছেন – আগর ফিরদৌস বাররূরে জমিন আস্ত । গমিন আন্ত ও হামি আন্ত ও হামিনু আন্ত । পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তাহা এইখানে, তাহ। এইখানে, তা এইখানে। গ্রন্থকার একাধিকবার কাশ্মীর ভ্রমণ করিয়াছেন ; তাই তিনি কাশীর প্রদেশের যাবতীয় দ্রষ্টব্য বস্তু, কাহিনী প্রভৃতির S99శు যথাযথ বিল দিতে সমর্থlইয়াছেন। রাওলপিণ্ডি, বরামুল, ডালু ও উলার হ্রদ, হরিপতি, ক্ষীর ভবানী, জুম্ম মসজিদ, নাসিম বাশ, নিসাত বাগ, শালিমার, চশমা শাহী, পরমহল, গুলমাৰ্গ, জন্তু প্রভৃতি স্থানের ও তদেশের সামাজিক আচার-ব্যবহার, বাণিজ্য, শিক্ষা, জলবায়ু, পাখা-পাৰ্ব্বণের যে বর্ণনা দিয়াছেন তাহ বাস্তবিক হৃদয়গ্রাহী হইয়াছে। কাশ্মীর-দর্শন অনেকেরই ভাগ্যে ঘটিয় উঠে না ; এই পুস্তক পাঠে ঘরে বসিয়া কাশ্মীরের স্বরূপ কিঞ্চিৎ উপলব্ধি করিতে পারা যায় । শ্রীরমেশচন্দ্র দাস চিত্রালী—ত্ৰীজ্যোৎস্ন। মিত্র। সাম্যাল বুক ষ্টোর। মূল্য আট আন । সুচশিল্প বাংলার একটি নিজস্ব প্রাচীন শিল্প। সম্পন্ন ব্যক্তির। বিলাতীর মোহে আবিষ্ট হইয়া পড়িলেও পল্লীর গৃহলক্ষ্মীরা এই শিল্প এতকাল জীয়াইয়। রাখিয়াছেন। স্বদেশী আন্দোলনপ্রচেষ্টার সঙ্গে সঙ্গে শিক্ষিত ও সম্পন্ন সমাজের দৃষ্টি পুনরায় এদিকে পতিত হইয়াছে। শিক্ষিত নারীরা স্বদেশী ও বিদেশী নানারূপ ডিজাইন সম্বলিত স্বচী শিল্পের পুস্তকাদি রচনা করিয়া ইহার উন্নতি সাধনে তৎপর হইয়াছেন । “চিত্রালা" এইরূপ একটি প্রচেষ্টা । শ্ৰীমতী জ্যোৎস্ন। মিত্র “চিত্ৰালী" দ্বারা সত্যই সুচশিল্প সাধনায় সাহায্য করিয়াছেন। সুচশিল্পের চিত্রগুলি মনোরম। দেশের কথা—শ্ৰীমন্মথনাথ ভট্টাচাৰ্য্য কর্তৃক সম্পাদিত । প্রকাশক-স্বদেশী শিল্প প্রচার সমিতি । ১, ডালিমতলা লেন, কলিকাতা । প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় সকল জিনিষের জন্যই পরমুখাপেক্ষী থাকিয় এতকাল যেন আমরা মোহাবিষ্টের মত আলেয়ার পিছনে ছুটিয়াছি। রাষ্ট্রক আন্দোলনের সঙ্গে সঙ্গে আমাদের দৃষ্টি অস্তমুখীন হইয়াছে । আমরা স্বদেশজাত শ্ৰব্য ব্যবহারে তৎপর হওয়ায় ইদানীং মান কল-কারখানার উদ্ভব হইতেছে । আলোচ্য পুস্তকখানিতে প্রধানতঃ বঙ্গে প্রতিষ্ঠিত ও পরিচালিত দেশী কারখানায় প্রস্তুত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির তালিকা দেওয়া হইয়াছে। ইহার প্রকাশে একটা বিশেষ অভাব দূরীভূত হইল। গ্রন্থখানির ৩৬ পৃষ্ঠায় একটি ভুল নজরে পড়িল । কলিকাতা হর্ণ ম্যানুফ্যাকচারিং কোম্পানীর ঠিকান --১৮ বি, আনন্দ পালিত রোড। দেশী ব্যাঙ্ক, বীমাকোম্পাণী প্রভৃতিরও তালিকা দিয়া ইহাকে সৰ্ব্বাঙ্গসুন্দর করিবার অবকাশ আছে । গ্রন্থখানির আয় স্বদেশী দ্রব্য প্রচারে ব্যয়িত হইবে। প্রত্যেক নর-নারীর কাছে গাইড বহি হিসাবে ইহার এক একখানি থাকা উচিত । শ্ৰীযোগেশচন্দ্র বাগঙ্গ কাব্য-পরিমিতি—ঐযতীন্দ্রনাথ সেনগুপ্ত প্রণীত, এবং ১-সি, লেক রোড, কালীঘাট, রসচক্র সাহিত্য-সংসদ হইতে প্রকাশিত। মুল্য এক টাকা । শুধু ইংরেজীতে নয়, ফরাসী জার্মান প্রভৃতি নানা প্রতীচ্য ভাষায় যে বিচিত্র সমালোচনা-সাহিত্য গড়িয়া উঠিয়াছে, তাহ খেয়নি বিপুল তেমনি উপভোগ্য। পাশ্চাত্য পাঠকের কায্যের সক্তি কাব্যালোচনাও যে সমানভাবে উপভোগ করে, ইহ। তাহারই প্রমাণ। বাংল। মাসিকের পৃষ্ঠায় পূৰ্ব্বে সাহিত্যালোচনার চেষ্টা যে ধর্ম