পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যৈষ্ঠ শোক-সংবাদ

8ፃ

দাদা ভাবিলেন—আবার জ্ঞাতব্য বিষয় কিরে বাবা ! আছে বোধ হয় কিছু, মরুকৃ গে। বলিলেন –“নাঃ, মেলা যাওয়া-আসা করবার দরকার কি ?” "তাহ’লে নির্ভাবনায় দিলাম চড়িয়ে—কতক্ষণ সাজ৷ পড়ে রয়েচে, ...? দাদ। গনগনে কলিকাটির পানে সকরুণ নেত্ৰে চাহিয়া রিসিভারটি টাঙাইয়া দিতে দিতে নিজের মনেই বলিলেন, “ওদিকে তাহলে দেখচি তাওয়া-দার কলকে—গড়গড়ার ব্যবস্থা...যাক, আমার গরিবের এই-ই মেওয়া”—বলিয়া হকাটি তুলিয়া লইলেন। ওদিকে প্রেসের কাজ সতেজে আরম্ভ হইয়া গেল । আর সব তৈয়ারই ছিল, শুধু মৃত্যুর সময়ের জন্য সেটুকু স্পেস্ খালি রাখা হইয়াছিল। সেটুকুতেই টাইপ বসাইয়া দেওয়া হইল। কালে বর্ডার এবং ললাটে বড় বড় টাইপের আৰ্ত্তনাদ লইয়া কাগজগুলা প্রেস হইতে একে একে আছাড় খাইয়া পড়িতে লাগিল। সারাংশেরও সারাংশ এইরূপ— বাংলায় হাহাকার –পরলোকে স্তর এস্ এন্‌ গুপ্টা!! বাংলার ভাগ্যাকাশ হইতে আর একটি নক্ষত্র খসিল । বঙ্গজননীর অঙ্ক শূন্ত হইল ; মীর নয়নাক্রর বস্তায় আবার প্রলয়ের প্লাবন নামিল ।... সন্তানহীর অভাগিনী মা আমার, আজ কি বলিয়া তোকে সাস্তুনা দিব ? কোথায় পাব সাম্বনীর স্নিগ্ধবাণী ?...সাম্বন ত দিতে চাই ; কিন্তু আঞ্জ শোকঞ্জীর্ণ লেখনী দিয়া যে প্রবল ধারে অশ্রুর ধারাই নামিয়া আদিতেছে...এ নিদারুণ শোকে জড়ও প্রাণবন্ত হইয়। উঠিয়াছে, আবার প্রাণ জড়বৎ নিশ্চয়... বাংলায় হসন্তান, লক্ষ্মীর দুলাল, বাণীর বরপুত্র, কুবেরের কীৰ্ত্তিস্তম্ভ, কৰ্ম্মে অক্লান্ত, বাগ্মিতায় বার্ক, করণীয় দাতাকৰ্ণ, সত্যে যুধিষ্ঠিত্ব, দেশবিশ্রুত ব্যবহারজীবী স্তর শচীন্দ্রনাথ গুপ্ট। আর ইহজগতে নাই। গতকল্য বুধবার রাত্রি চারি ঘটিকার সময় সমস্ত দেশকে হাহাকারে নিমগ্ন করিয়া এবং অগ্নিীয়-স্বজনেয় বক্ষে নিদারুণ শেল হানিয়া স্তর শচীন্দ্ৰ ইহলোক হইতে বিদায় লইয়াছেন ।...হায়, কি কঠিন কৰ্ত্তব্য আমাদের । দুই মাসও অতীত হয় নাই, বাংলায় ঘরে ঘরে আমাদের স্বনামধন্ত মহাপুরুষ রায় বাহাদুর গিরীশচত্র চক্ৰবৰ্ত্তীর নিদারুণ মৃত্যুসংবাদ পৌছাইয় দিতে হইয়াছিল। দেশবাসীর কপোলে সে-অশ্রধারা শুকাইবার পূর্বেই আবার এই মৰ্ম্মভেদী দুঃসংবাদ...গুর শচীন কয়েকদিন হইতে জ্ঞরাক্রান্ত হইয়। *शालांग्रैौ शिजम ; इ%ां९ शिश्नऊ cशांभदांब्र ब्रांख्रि &वशभ थश्ब्र হইতেই নিউমোনিয়ার লক্ষণ পরিস্ফুট হয়।.শহরের শ্রেষ্ঠ চিকিৎসক গণ সমবেত হ’ল... মহাসমারোহে চিকিৎসা-বক্স অরিন্ধ হয়... হার, কে জানিত সে-মহাযজ্ঞে যে-হোমানল প্রজ্জ্বলিত হইল তাহ। ७३ भशष्यांtगंद्र बाहछि न शश्ब्रां भिर्विनिऊ श्रव नl...प्लेिकि९नजांभद्र भथिठ श्ल ; किड़ cश् बग्नांशैौ, cठांभांग्न चआणि श्शांब्र পরিবর্তে গরলেই পূর্ণ হুইবে তাহ কে জামিত?... নিউমোনিয়ার সংবাদ পাওয়া মাত্রই আমরা অতিমাত্র উদ্বিগ্ন । হইয়া স্তর শচীন্দ্রের ভবনে উপস্থিত হই...বাংলা সংবাদপত্রের মধ্যে এক 'সত্যপ্রকাশ’-এরই সত্যনিষ্ঠায় অগাধ বিশ্বাস থাকায় আমর। বরাবরই এই পুরুষ-সিংহের কৃপাকটাক্ষ লাভ করিয়া আসিতেছি... তাহার প্রাসাদতুল্য আলয়ে অবাধ গতিবিধি থাকায় আমরা এ-কয় দিবস পাঠকবর্গকে প্রতিদিনের অবস্থার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে সক্ষম হইয়াছিলাম...বড় আশা ছিল অচিরেই আরোগ্যের শুভসংবাদ দিয়া দেশবাসীর অশান্ত চিত্তে শাস্তিয় সুশীতল সুধাসিঞ্চনে সমর্থ হইব । কিন্তু হায় 'কালস্ত কুটিল গতি—আমাদের সে আশী সমূলেই নির্মুল श्ल...” ইহার পরে সংক্ষিপ্ত জীবনী। জীবন সম্বন্ধে প্রকৃত খবর জানিবার কোন রকম সুবিধা হয় নাই বলিয়া এই অংশে, সব কৃতী পুরুষের বেলাই মোটামুটি খাটে এমন কতকগুলি ভাসা-ভাসা কথার অবতারণা করা হইয়াছে। গুপ্ট। সাহেবের অতি শৈশবের কয়েকটি রোমাঞ্চকর উদাহরণ দিয়া বাল্যে গুরুভক্তি, কৈশোরে জ্ঞানতৃষ্ণ, যৌবনে দেশাত্মবোধের উন্মেষ, প্রৌঢ়ত্বে ত্যাগমহিমা এবং অবশেষে বাৰ্দ্ধক্যে এই সমস্ত গুণরাজি একটা সহজ পরিণতি লাভ করিয়া কেমন ঈশ্বরাচুমুর্থী ভক্তিতে পরিণত হইয়াছিল তাহ অতি নিপুণতার সহিত বিশদ ভাবে দেখান হইয়াছে। তথ্যের দৈন্য ভাষার সমৃদ্ধিতে সম্পূর্ণরূপে চাপা পড়িয়া গিয়াছে। সৰ্ব্বশেষে আছে— “আজি ভারত একজন অক্লাস্তু কৰ্ম্মী এবং অকপট সেবক হারাইল —বঙ্গভূমি তাহার শ্রেষ্ঠ নিধি হারাইল—আর সত্যপ্রকাশ ? সত্যগ্রকাশ যাহা হারাইল তাহা আর ফিরিয়া পাইবে না...আজ সমস্ত দেশ শোকে মুহমান, কে কাহাকে সাস্বনা দিবে ?...আমরা উপহার শোকসম্ভগু. পরিবারকে আন্তরিক সমবেদন জানাইতেছি...ঈশ্বর তাহাদের এই গুরু শো কভার বহন করিবার শক্তি দান করুন... স্তন্ত্র শচীন্দ্রের বিশাল সম্পত্তি সম্বন্ধে উইল এখনও রহস্তাবৃতই রহিয়াছে ” বেলা ছয়টা বাজিবার পূৰ্ব্বেই ছাপার কাজ শেষ হইয়া গেল। আপিসের বাহিরে দলে দলে হকাররা আসিয়া অপেক্ষা করিতেছে ; অন্য লোকদেরও ভিড় ভয়ানক—হাতে হাতে অনেক কাগজ বিক্ৰী হইয়া গেল । দেখিতে দেখিতে কলিকাতার এ-পল্লীটাতে মৃত্যুর সংবাদ রাষ্ট্র হইয়া গেল। দু-এক জন, যাহাদের প্রকৃত, সংবাদ জানা আছে বলিয়া বিশ্বাস ছিল, সঙ্গেহ প্রকাশ করিতে গিয়া এমন টিটুকারির ঝাপটা খাইল যে, তাহাদের আর মুখৰ্যাদান করিতে হইল না। • + ' ';.