পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રે 6.8 మ9లిáు আসে। স্কুলের অধ্যাপকদের মধ্যে সুদক্ষ চিকিৎসক ও সার্জন থাকায় হাসপাতালে কঠিন রোগের চিকিৎসা এবং কঠিন অ%োপচার হইয়া থাকে। যে-সমুদয় প্রস্থতির শিশু ভূমিষ্ট হইতে বিশেয বিঘ্ন ঘটে, তাহার এই হাসপাতালে গেলে পত্রিীবিদায় বিশেষ পারদর্শী ডাক্তারের সাহায্য পাইয়। উপকৃত হন । এখানে কঠিন অস্ত্রোপচার ১৯৩১ সালেই ২৬৫টি হইয়াছিল , প্রথম হইতে এপর্য্যন্ত প্যাথলজিক্যাল লাবরেটরী মোট প্রায় ৯৬০টি । যে যে রকম অস্ত্রোপচার হইয়াছে, ভাহার বাংলা নাম রচনার চেষ্ট না করিয়া ইংরেজী নাম fos, --Caesarian section, Hysterectomy, !ntestinal obstruction, Cataract, Lithotomy, င္ရန္ဟင့္ সপাতালের রেসিডেন্ট সার্জনের আবাসগৃহ Removal of Gasserian Ganglion, Ovary Grafting, Amputations, Strangulated Hernia, Tracheotomy, ... Scrotal Tumour, stwffff | ,இசி 2 ستمبر ১৯৩১ সালে হাসপাতালে থাকিয় চিকিৎসিত হইয়াছে ২২,৩.৬ জন রোগী। বাহির হইতে আসি৷ ব্যবস্থা ও ঔষধ লইয়া গিয়া চিকিৎসিত হইয়াছে ১৯,৪২১ জন। হাসপাতালের একটি বাড়িতে এক একটি কামর লইয়। রোগীরা থাকিতে পারেন। প্রত্যেক কামরার পশ্চাতে ছোট উঠান ও তাহার পর রান্নাঘর আছে। সম্মুখে বারাও। আত্মীয়রা আসিয়া সেখানে পুরুষদের অন্ত্রোপচাব-গৃহ থাকিয়া রোগীর আহারাদির ও পরিচর্য্যার ব্যবস্থা করিতে পারেন । দৈনিক ভাড় বার অনা মাত্র । স্ত্রীলোকদের অস্ত্রোপচার-গৃহ বিদ্যালয়টি এখন ষে-সকল অট্টালিকায় ੇ, তাহাতে পূৰ্ব্বে সরকারী সেট্লমেণ্ট আপিস ছিল ; সেট্লমেন্ট হইয়া যাইবার পর সেগুলি পড়িয়া ধাৰিত{