পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যৈষ্ঠ সবাই হাসে, যাহাতে “অপরাধী” ধরা না পড়ে। অনেক সময় তাহার মুথ ভ্যাংচান বা অন্য ভাড়ামিতে “অপরাধী" ধরা পড়ে। কিন্তু তাহ ন হইলে, শেষে সে অনুমান করিয়া কাহারও নাম করে । যদি অনুমান ঠিক হয়, তাহা হইলে “অপরাধী"কে নিজের দলে লইয়া যায়, অনুমান ঠিক ন হইলে নামিত খেলোয়াড় আপন দলেই থাকিয়া যায়। সেই দলের কাপ্তেন তখন নিজেদের এক জনের চোখ ঢাকা দেয়, অন্ত দলের এক জন ૨Gછે ইট চালান এখানে একটি খুবানী ফল আছে।” যার হাতে ইটের টুকরাটি রাখিয়া দেওয়া হইয়াছে সে এমন নিৰ্ব্বিকার ভাবে দাড়াইয়া থাকে, যেন কোন মতেই কেহ অনুমান করিতে না পারে যে, উহ। তাহার কাছে আছে। এখন সামনের খেলোয়াড়কে অকুমান করিতে হইবে ইটের টুকরাটি কাহার নিকট আছে। “মোরগের মাথা কোথায়, কোথায় মুরগীর মাথা" স্বর করিয়া ইহা: .-5་། ། বলিতে বলিতে সে সারির সম্মুখ দিয়া ডুগডুগির আকারের মাথা লাটিমের খেলা যাইতে থাকে, এবং এক এক বার আসিয়া তাহার মাথায় টােকা দেয়, এবং এই "অপরাধী"কে থামিয়া নিজের মুঠ নিযু নিজের হাটুতে টোকা মারে। আবিষ্কার করিবার চেষ্টা চলিতে থাকে ; ইত্যাদি । যখন r কোন দল এই প্রকারে নিজেদের সব খেলোয়াড় হারায় তখন খেলা শেষ হয়। ৫ । ইট চালান। এক দল ছেলে নিজেদের দুটি হাত পিছনে রাখিয়া সারি বাধিয়া দাড়ায়। সারির সামনে ও পিছনে এক এক জন দাড়ায় । পিছনের ছেলেটির হাতে এক টুকরা ইট থাকে। সে “ইট কোথায়, . ইট কোথায়” বলিতে বলিতে সারির পিছন দিয়া যাইতে থাকে এবং এক জনের হাতে অলক্ষিতে ইটের টুকরাটি , রাখিয়া দিয়া বলে, “এখানে একটি পীচ ফুল আছে ..