পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

鵬 鼬 আবার রাজকৰ্ম্মচারী হত্য কয়েক দিন হইল মেদিনীপুরের ম্যাজিষ্ট্রেট মিঃ ছাগলাস নিহত হইয়াছেন । এইরূপ খবর বাহির গুইয়াছে, যে, যাহাঁকে হত্যাকারী বলিয়া ধরা হইয়াছে, লহার পকেটে একটুকরা কাগজে এই মৰ্ম্মের কথা ছিল, যে, এই হত্যা হিজলীর কাণ্ডের যৎকিঞ্চিৎ প্রতিশোধ । এখন অবস্থা এই রূপ দাড়াইয়াছে, যে, এই রূপ ইত্যাকাণ্ডের পর যে-সব খবরের কাগজ ও সভা তাহার নিন্দ করে ও তাহার প্রতি ঘৃণা প্রকাশ করে, ইংরেজরা এবং অনেক স্থলে অনেক অবাঙালীও ) তাহাদিগকে কপটাচারী মনে করিতে পারে, এবং যদি কোন সভা বা খবরের কাগজ এই রকম হত্যাকাণ্ডের তীব্র নিন্দ না-করে ও তৎপ্রতি সাতিশয় ঘৃণা প্রকাশ না-করে, তাহা হইলে তাহার রাজকৰ্ম্মচারীহত্য নীতির সমর্থক বিবেচিত হইতে পারে। এই রূপ ধারণ বঙ্গীয় ব্যবস্থাপক সভায় শ্ৰীযুক্ত জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তৃতার ফলে কতকটা পষ্ট আকার ধারণ করিয়াছে মনে হয় । যেমন, সেই বল্লভার উল্লেখ করিয়া মান্দ্রাজের একটি কাগজ, জাসটিস, লিথিয়াছে – , prominent member of the Bengal Legislative "puncil speaking in the Chamber on the assassina|{{Um of Mr. [)ouglas {sie) last year, frankly avowed |ial, though there might bf the most severe conolunation in pnblic by leaders, there is quite a illerent kind of feeling in the hearts of most of hem. It is highly imperative that, this feeling Yould go, and that as early as possible. A strong of gonistic public opinion would result in the Welding out of terrorism , wherever it has taken ot. In Bengal particularly , the long, series, of "it coes lead one to the irresistible conclusion that "I the whole, that province is not so wholly alive the evil effects of terrorism as it should be. এই রকম, লাহোরের . ডেলী হেরাল্ড প্রস্তাব রিয়াছে, অন্যান্ত প্রদেশের নেতারা বঙ্গে গিয়া বিভীক্ষিক 鵬 | |து 雌 :rن عمه. سمص বাদের বিরুদ্ধে আন্দোলন করুন, তাহা হইলে বাঙালীদের সুমতি হইবে। জিতেনবাবু যাহা বলিয়াছেন এবং তাহা হইতে জাস্টস যে সিদ্ধান্তে উপনীত হইয়াছে, তাহার সত্যতা ও ন্যায্যতার বিচার করিবার আবশ্যক নাই, তাহা করিবার মত দেশের লোকমত সম্বন্ধে জ্ঞানও আমাদের নাই। আমরা কেবল নিজের মত জানি। এক দিকে সরকার কড়াকড়া আইন অর্ডিন্যান্স নিয়ম করিতে থাকুন, সরকারী বেতনভোগী এক দল লোক তদনুসারে দমন-কার্য্যে নিযুক্ত থাকুক, এবং অন্যদিকে দলবদ্ধ বা অদলবদ্ধ কতকগুলি লোক কোন কোন সরকারী কৰ্ম্মচারীকে হত্যা করিবার চেষ্টায় প্রবৃত্ত থাকুক—দেশের এরূপ অবস্থা আর অল্পকালও স্থায়ী হয়, ইহা আমরা চাই না । ইহাতে দেশের কল্যাণকর কাজে বাধা পড়িতেছে, বিস্তর নিরপরাধ লোক অত্যাচরিত হইতেছে, এবং ইংরেজ ও ভারতীয়দের মধ্যে পরস্পরের প্রতি অবিশ্বাস, অসদ্ভাব ও বিদ্বেষ বাড়িয়া চলিতেছে। আমরা দুই পক্ষের উল্লেখ করিয়াছি। বর্তমান অবস্থার জন্য কোন পক্ষ প্রথমত: দায়ী, তাহ স্থির করা যে সম্পূর্ণ অসম্ভব তাহা নহে ; কিন্তু আমরা এই প্রশ্নের আলোচনায় প্রবৃত্ত হইব না। আমরা বাঙালী বলিয়া, আমাদের সিদ্ধান্ত সরকারী ও বেসরকারী ইংরেজদের এবং অনেক অবাঙালীরও মনঃপূত ন হইতে পারে। সেই জন্য আমরা রাজকৰ্ম্মচারী হত্য সম্বন্ধে মাম্রাজের নিউ ইণ্ডিয়া কাগজের মন্তব্য উদ্ধৃত করিতেছি। এই কাগজ শ্ৰীযুক্ত এনী বেসান্ট ও ঐযুক্ত শিবরাও দ্বারা সম্পাদিত । ইহার কেহই বাঙালী মহেন, কেহ কখনও অসহযোগ আন্দোলন সাক্ষাৎ বা পরোক্ষভাৰে ব্যর্থন করেন নাই, টেরারিট বা আতৰোংগৰিয়ে কার্থের ও নীতি ৰবাৰ নিশা করিয়াছেন, *y