পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سیاسی ک প্রধান সাপ্তাহিক কাগজ । গত এপ্রিল মাসের একটি সংখ্যায় তাহাতে নিম্নোদ্ধৃত কথাগুলি প্রকাশিত হইয়াছে। Side by side with , the decision to ban the annual session of the Indian Congress come terrille reports of the “irregularities” now occurring in India under the rule of the Ordinances Very few of these reports appear in the daily l’ress in this country. The American public are more fully informed and the accounts given by visitors to India and by private letters from Indians and Fnglishmen in India form altogether a hody of evidence which cannot he ignored. One practice, bitterly complained of by Fnglishmen and women who have, seen it in operation. is the use of a "cat-and-mouse” system. Political prisoner8--offem respectable prorsùns of moderato views—are released on condition that shev report at frequent intervals to the police. In manv cases they are told to report within a few hours of their release. . Conscious of no offence, they refuse to give their word. do not report and are then re-arrested and given long sentences, not as political prisoners liut as ordinary criminals Savage lathi beatings are reported daily and there are well-authenticated instances of prisoners being marched about in heavy chains. An inquiry might provo, that some of the more shocking stories—we shall await with interest the inquiry into the alleged stripping and slogging of women reported by the Daily Herald correspondent in Bombay—are exaggerafed, but exaggerations are as inevitable under, a system of consorship as “irregularities” and , brutalities are cortain inder a system which leaves ...a whole population at the mercy of an irresponsible police. আমেরিকায় কিরূপ খবর পৌছিতেছে, তাহারও একটি নমুনা দিতেছি । আমেরিকার ইউনাইটেড ষ্টেটসের প্রধান শহর নিউইয়র্ক হইতে প্রকাশিত “নিউ রিপাব্লিক” নামক প্রসিদ্ধ সাপ্তাহিকের সম্পাদকীয় স্তম্ভে লেখা হইয়াছে :– The censorship is as connlete as if can be made, both of the mails and of newspapers—so complete, indeed, that even a report to the Labour, Party...in Great Britain was taken out of the nail. British soldiers and Indian troops, which are loyal to the uovarnment are daily practising the most horrible cruelties npon prisoners whose only crime consists in wanting their country to be free. The New IP swifthe has seen well anthenticated statements lescribin: a number of casos of torture and humiliation” of an unprintable character. It is probably true that the followers of she Indian National Congress are hard to deal with ; but if they are, much of the blame must be assessed against their English rulers who descend to such tactics. দিউ রিপারিক যে-সকল খররের কথা লিখিয়াছেন •५्रह নিশ্চয়ই ভারতবর্ষের কোন ভাষায় লেখা নয়, 感冷 লেখা । এবং ইহাও নিশ্চিত, যে, ঐ সব সংবাদ ইংরেজদের দ্বারা পরিচালিত কোন কাগজে ‘ఫీ 2.ཧྥ་“ན་ 泷 S99áు বাহির হয় নাই। ইংরেজী ভাষায় দেশী লোকদের দ্বার পরিচালিত প্রায় সমুদয় কাগজ আমরা পাইয়া থাকি। যাহ। সাতিশয় ভয়ঙ্কর অথবা এরূপ অশ্লীল যে অমুদ্ৰণীয়, এরূপ কোন অত্যাচারের বা অবমাননার সংবাদ আমর এই সব প্রকাশু সংবাদপত্রে দেখি নাই, স্বতরাং তাহার সত্যতা অসত্যতা সম্বন্ধে কিছুই বলিতে পারি না। অথচ আমেরিকার এই কাগজটি সেরূপ সংবাদ পাইয়াছেন এবং বলিতেছেন, যে, সেগুলি “ওয়েল অথেন্টিকেটেড” অর্থাৎ এরূপ যাহার সত্যতার প্রমাণ প্রয়োগ উত্তমরূপে করা হইয়াছে। কি প্রমাণ, আমরা তাহা না জানায়ু তদ্বিষয়ে কোন মত প্রকাশ করিতে পারিলাম না । *. যাহা হউক, ইউরোপ ও আমেরিকায় যে-সব সংবাদ পৌছিতেছে, তাহা সত্য কি মিথ্যা, তাহা এখন আমাদের আলোচ্য নহে। আমরা কেবল ইহাই বুঝাইতে চাহিতেছি, যে, সংবাদ প্রকাশ ও প্রচার সম্বন্ধে যে-সকল অর্ডিন্যান্স ও নিয়ম করা হইয়াছে তাহা ফলপ্রদ হয় নাই, হইতে পারে না । সেগুলা রদ করিলে বরং গবন্মেণ্ট অত্যাচার ব| অত্যাচার-সম্বন্ধীয় গুজব জানিতে পারিয়া প্রতিকার করিতে পরিবেন। দিল্লীতে কংগ্রেসের গত অধিবেশন হইবার অল্প দিন পূৰ্ব্বে পণ্ডিত মদনমোহন মালবীয় কাশী হইতে বিলাতে একটি দীর্ঘ টেলিগ্রাম পাঠাইবার চেষ্টা করেন। কি প্রকারে তাহার চেষ্টা ব্যর্থ করা হয়, খবরের কাগজে তাহ বাহির হইয়াছিল। কিন্তু ভারতসচিব স্তর সামুয়েল হোর, পালেমেণ্টে প্রশ্নের উত্তরে বলেন, মালবীয় মহাশয়ের টেলিগ্রামটিতে ভুল সংবাদ থাকায় তাহার প্রেরণ বদ্ধ করা হয় । তাহা হইলে ভারতসচিবের মতে বিলাতী কাগজগুলাতে তাহদের সংবাদদাতাদের প্রেরিত ভারতীয় সংবাদগুলা ধ্রুব সত্য ! তাহাই না হয় হইল ; কিন্তু তাহা হইলে স্তর সামুয়েল হোরকে হয়ত ইহাও মানিতে হইবে, যে, বিলাতী ডেলী হেরাল্ড ও নিউ ষ্টেটসম্যান এবং আমেরিকার নিউ রিপাব্লিক যে-সব খবর পাইয়াছেন এবং যাহা ইংলণ্ডে ও আমেরিকায় পৌঁছিতে দেওয়া হইয়াছে ( অন্ততঃ যাহার প্রেরণ ও প্রাপ্তি গবষ্মেণ্ট বন্ধ করিত্বে পারেন নাই) সেই সমস্ত সংবাদও সত্য। তিনি ছঃ