পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯৬ জ্যৈষ্ঠের প্রথম সপ্তাহে তাহার ইরাক যাইবার কথা । পরে তুরস্ক যাইবারও কথা হইয়াছে, কিন্তু এখনও কিছু স্থির হয় নাই । ভিন্ন ভিন্ন ধৰ্ম্মাবলম্বী নানা দেশে রবীন্দ্রনাথের সম্বৰ্দ্ধন৷ তুচ্ছ ব্যাপার নহে। কিন্তু তাহার মারফতে ভিন্ন ভিন্ন দেশের সহিত ভারতবর্ষের আদর্শ ভাব চিস্ত ও সভ্যতার যে সংস্পর্শ ও যোগ স্থাপিত হইতেছে তাহাকেই তিনি অধিকতর গুরুত্বপূর্ণ মনে করেন । পূর্ববঙ্গে ঝড় বাংলা দেশের দুঃখের অন্ত নাই । আগেকার নানা দুঃখের অবসান হইতে-না-হইতেই ভীষণ ঝড়ে পূর্ববঙ্গের নান স্থান বিধ্বস্ত হইয়াছে । সম্পত্তিনাশ ত হইয়াছেই, মাতুমের মৃত্যু এবং পশুর মৃত্যুও অনেক হইয়াছে। সকলের চেয়ে প্রচণ্ড ঝড় বহিয়া গিয়াছে মৈমনসিংহের জেলের উপর দিয়া । তাহাতে বিস্তর কয়েদা মরিয়াছে, এবং আহত হইয়াছে তাহা অপেক্ষ বেশী । বিস্তর লোককে পাওয়া যাইতেছে না। নানা স্থানে বিপন্ন লোকদের সাহায্যের ব্যবস্থ করা হইতেছে । যাহার কায্য দ্বারা এইরূপ সহানুভূতি দেখাইতেছেন, তাহাদের সমবেদন মূল্যবান। বঙ্গে চুরি ডাকাতি খুন বঙ্গের নানা জেলায় চুরি ডাকাতি ও খুনের খুব প্রাদুভাব হইয়াছে। ইহার একটি কারণ দেশের আর্থিক দুরবস্থা। অন্য কারণ, শাস্তি শৃঙ্খলা ও আইনের মর্য্যাদা রক্ষার ভার যাহাঁদের উপর তাহার প্রধানত: রাজনৈতিক বেয়াদবীর উচ্ছেদসাধনে নিযুক্ত আছেন, দুবৃত্তত নিবারণ করিবার সময় ও শক্তি র্তাহীদের নাই । র্তাহীদের কৈফিয়ৎ কোন কোন প্রদেশের পুলিসের বার্ষিক রিপোর্টে পাওয়া যায়। র্তাহারা বলেন, কংগ্রেস লোককে আইন অমান্ত করিতে শিখাইয়াছে, এই জন্য লোকে চুরি ডাকাতি প্রভৃতির নিষেধক আইন মানিতেছে না। কিন্তু কংগ্রেস ত কস্মিন কালেও দুনীতিনিবারক দুর্নীতিনিষেধক আইন লঙ্ঘন করিতে কাহাকেও বলে নাই । A* S99శు বাঘে মহিষে লড়াইয়ে উলুবন যেমন বিধ্বস্ত হয়, তেমনি কর্তৃপক্ষ ও পত্রিকা-সম্পূাদকদের এতদ্বিষয়ক তর্কযুদ্ধের সুযোগে চোরডাকাতরা নিজেদের কাজ হাসিল করিতে অধিকতর মনোযোগী ও উদ্যমশীল না-হইলে সুখের বিষয় হইবে । কংগ্রেস বিশেয বিশেষ রকম আইন ও হুকুম অমান্য করিতে বলিয়াছে, সব নিয়ম লঙ্ঘন করিতে বলে নাই। কিন্তু সরকারী কোন কোন লোকের যুক্তির দৌড় দেখিয়া মনে হয়, তাহারা ইহাও বলিতে পারেন, দেশে কলেরার প্রাদুভাব হইতেছে এই জন্য, যে, লোকে কংগ্রেস দ্বারা বিপথচালিত হইয়া স্বাস্থ্যের নিয়মের সহিত অসহযোগ আরম্ভ করিয়াছে ! ডাকবাক্সে চিঠি-পোড়ান কংগ্রেস এই প্রকার ইঙ্গিত করিয়াছিল শুনিতে পাই, যে, চিঠিপত্র কম লিখিলে বা না লিখিলে এবং লিখিত চিঠি ডাকে ন পাঠাইয়। অন্য উপায়ে পাঠাইলে সরকারী রাজস্ব কিছু কমিতে পারে । এই ইঙ্গিতের সহিত ডাকবাক্সের চিঠি-পোড়ানর সম্পর্ক অচিন্তনীয় ন হইলেও, উহ! নিশ্চয়ই চিঠি-পোড়ানর কারণ এবং তদ্রুপ দুবুন্ততার জন্য কংগ্রেস দায়ী, মনে করা উচিত নহে। কংগ্রেসপন্থীরা এইরূপ অপকৰ্ম্ম করিতেছে, তাহার কোনই প্রমাণ নাই । ইহ যে গুপ্তচরদের কাজ নয়, তাহার প্রমাণ কি ? প্রবর্তক-সংঘের অক্ষয় তৃতীয় উৎসব চন্দননগরের প্রবর্ভূক-সংঘ অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে তের দিন উৎসব করেন । এ বৎসরও করিতেছেন। তাহা শুধু আমোদ-প্রমোদ নহে। উৎসবের সহিত নানা হিতকর অল্পষ্ঠান জড়িত থাকে সকলগুলির সহিত আধ্যাত্মিকতার যোগ রাখিবার চেষ্টা আছে। প্রথম দিন মেলা ও প্রদর্শনীর প্রারম্ভিক সভা হয়। এবার প্রবাসীর সম্পাদককে তাহার সভাপতি করা হইয়াছিল । উৎসবের সহিত মেলা একটি সৰ্ব্বদেশীয় অতি প্রাচীন প্রথা । আমাদের দেশে স্বদেশী জিনিযের মেলা যত উৎসবে যত জায়গায় হয়, ততই ভাল। প্রবর্তক-সংঘের প্রদর্শনীতে