পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭જન્મ S9báు যাইতে পারে। এই দুই নিদিষ্ট বাহকে এক্ষণে নূতন দুইটি ত্রিভুজের আবার base line ধরিয়া পূৰ্ব্বেক্ত প্রকারে গণনা করিলে তাহার দুইটি বাহুর পরিমাণ-ফল ঠিক হয়। এই প্রকারে সমস্ত দেশ জরিপ করা যায়। প্রথম base line ঠিক করা অতি দুরূহ কৰ্ম্ম। রাধানাথ জরিপ-বিভাগে কৰ্ম্ম করিতে করিতে কর্ণেল এভারেষ্টের নিকটও উচ্চগণিত অধ্যয়ন করিয়াছিলেন । তাহার পাণ্ডিত্যে এভারেষ্ট সাহেব মুগ্ধ হইয়াছিলেন। ১৮৩৭ খৃষ্টাব্দে যখন হিন্দু কলেজের কৃতবিদ্য ছাত্রগণ ডেপুটি কালেক্টর নিয়োজিত হইবার অনুমতি পাইলেন তখন অন্যান্য বন্ধুদের সহিত রাধানাথও এই পদপ্রার্থী হইয়াছিলেন। তিনি কর্ণেল এভারেষ্টের সুপারিশ পত্র চাহিলে কর্ণেল তাহাতে অস্বীকৃত হন । কর্ণেল এভারেষ্ট সরকারকে লিখিলেন যে, সত্বর এরূপ ব্যবস্থা করা প্রয়োজন-যাহাতে রাধানাথ এই বিভাগের কৰ্ম্মে লিপ্ত থাকিতে রাজি হন। কারণ, তাহার তুল্য লোক বিলাতেও পাওয়া কঠিন। রাধানাথের কৃতিত্বের উল্লেখ করিয়া এভারেষ্ট লিখিলেন— রাধানাথের গুণের কথা যতই বলি না কেন তাঙ্গ কিছুতেই অতিরিক্ত કન્ન না। কি ইউরোপীয় কি ভারতীয় অতি অল্প লোকই আছেন যাহার। গণিত-শাস্ত্রের দখলে উহার সমকক্ষ বিবেচিত হইতে পাবেন। আমার বিশ্বাস এইরূপ কৃতিত্ব ইউরোপেও খুব উচ্চ ধরণের বলিয়া বিবেচিত হইবে।......বিরাট বৃত্তাংশের এমন কতকগুলি বিষয় পাওয়া গিয়াছে যাগ গণনা করিয়া কোন সিদ্ধাস্তে উপনীত ন হইলে সমস্ত 현 \g অধ্যয় বিফল হইবে। আমার ভারতবর্ষে অবস্থানকালে গণনাকার্য সম্পন্ন ন হইলে, পূৰ্ব্বে যেমন একবার হইয়াছিল, এই সব অসম্পন্ন অবস্থায়ই ইণ্ডিয়। হাউসে পাঠাইতে হইবে এবং সেখানে যেরূপ সম্ভব ইহা সমাধা করা হইবে। আমার মনে হয়, ডিরেক্টর মহোদয় গণনা সম্পূর্ণ অবস্থায় পাইলেই অধিকতর গুণী হইবেন। কারণ বিলাতে রাধানাথের তুলা গণনাকার দৈনিক এক গিনির কমে পাওয়া ভার। যদি আমরা তথায় রাধানাথের তুল্য বিজ্ঞ লোক অনুসন্ধান করি র্যাহার। গণনায় ব্যবহৃত স্বত্রগুলির মূল অনুধাবন

  • সিতে সক্ষম, তাহ হইলে আমরা পরিশেষে এই সিদ্ধান্তেই উপনীত
    " এরপ গুণসম্পন্ন ব্যক্তি আমাদের প্রস্তাবিত সত্ত্বে কিছুতেই রাজি হইবেন না। {

sk আৰ্য্যদর্শন-মাঘ ১২৯১ । “রাধানাথ শিকদার” (পৃ. ৪৭১, **২ ) ইইতে প্যারাগ্রাফট সংকলিত ।

  1. The IJ; ... - 1,;, {{ #© Patriot, April 18, 1864.

蠶 the qualifications of Radhanath I cannot 蠶 too highly ; in his mathematical attainments ᏮᎥ Ꮛ ឡូ few in India whether European or native Quoted বাঙালী তথা ভারতবাসীদের মধ্যে রাধানাথ শিকদারই সৰ্ব্বপ্রথম জরিপ-বিভাগে প্রবিষ্ট হন । অতঃপর ১৮৩৬ থুষ্টাকে আর্কট-নিবাসী সৈয়দ মহসীনও এই বিভাগে প্রবেশ করিয়াছিলেন। ইহার উভয়েই কৃতিত্বের সহিত কৰ্ম্ম করিয়া গিয়াছেন। উভয়েই কর্ণেল এভারেষ্টের নিকট হইতে উচ্চ প্রশংসা লাভ করেন। এভারেষ্ট সাহেব ১৮৪৩ সনের ডিসেম্বর মাসে কৰ্ম্ম হইতে অবসর গ্রহণ করিলে কর্ণেল এণ্ড, ওআ সারভেয়র-জেনারেল নিযুক্ত হন। রাধানাথের কৰ্ম্মদক্ষতায় তিনিও অত্যন্ত সস্তুষ্ট হইয়াছিলেন। ১৮৫০ সনে কলিকাতায় দেশীয় ম্যাজিষ্ট্রেটের পদ খালি হইলে রাধানাথ এই পদের জন্য পুনরায় দরখাস্ত করেন। তখন স্তর এগু, ওঅ রাধানাথের গুণাবলীর উচ্চ প্রশংসা করিয়। তাহার বেতন বৃদ্ধির প্রস্তাবসহ যে পত্র লিখিয়াছিলেন, তাহার কিয়দংশেব মৰ্ম্ম দিতেছি,— আমি সসন্মানে জানাইতে চাই যে, ভারতবাসীদের মধ্যে সত্যকার জ্ঞানের প্রসার এবং বিজ্ঞানের মূল সূত্রগুলির প্রচার সরকারের সাধারণ উদ্দেশ্য মধ্যে গণা। র্যাঙ্গার উচ্চ শিক্ষা লাভ করিয়াছেন – বিজ্ঞান অধিগত করিতে সমর্থ হইয়াছেন তাহাদিগকে পুরস্কৃত করিলেই এই উদেখ হণ্ঠ রূপে সম্পন্ন হইতে পারে। । রাধানাধ যে কৃতিত্ব দর্শাইয়াছেন ] তাহ শুধু অপেক্ষিক গুণ বা স্কুল কলেজে ভাবী উন্নতিসূচক সাফল্য লাভের ব্যাপার নহে। যাহাঁতে অবিরত আত্ম-কর্ষণ প্রয়োজন এবং যাহা প্রতিভারই পরিচায়ক ইহা এইরূপ দুরূহ ব্যাপার এবং ইহা দীর্ঘকাল অবিশ্রাস্ত চেষ্টার ফল। রাধানাথ ‘মানুয়েল অব সারভেয়িং পুস্তকে যে-সকল অধ্যায় সন্নিবেশিত করিয়াছেন তাহ। that can at all compete with him, and it is my persuation, that, even in Europe those attainments would rank very high. ... Of the part of the Great Arc just brought to completion, there are an immense number of observations, all to be brought up, without which the labour and expense will have been incurred in vain, it the operation of çompating ...be not gone through, whilst 1 am in India, it will be necessary as on a prior Oceasion, that the work should be sent to the India House, in its raw state, and they are brought up, as it best may but I think, it is quite clear that the Court of Directors will be much better, satisfied on all accounts, at having the work sent to thein in a complete state for computers, comparable to Radhanath cannot be hiled in England at a price less than a guinea per dieln, and if we were to search for persons who can understand and trace to their origin the , various formulas, used, with an ability equal to that of Radhanath, the search would only end in the conclusion that persons so qual fied would Lot undertake the business on 器 terms that could probably be offered to 6ÌÌÌ.