পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sది ులికDāు চিহিত করিল । বলিতে লাগিল--অনাবাদি বন-জঙ্গল একট, মানুষ-জন কেউ যায় না। ওদিকে—তবু এই নিয়ে যত মামল{--- হঠাৎ একবার চোখ তুলিয়। দেখিল—সেই কেবল বকিয়া মরিতেছে, শঙ্কর বোধ করি একবার ও কাগজপত্রের দিকে তাকায় নাই –সামলের উত্তরের মাঠের দিকে এক নজরে তাকাইয় আপনমনে শিষ দিতে সরু করিয়াছে, চুরুটের ཨ་:༣༩། নিভিয়| গিয়াছে— বলিল—ষ্ট্য, ঐ ধুে তালগাছ কাটার ওধারে কালে কালে দেখা যাচ্ছে –জঙ্গলের আরম্ভ ঐখানে । ۔ ۔ ۔ ۴۔ দ ব থেকে বোঝা যাচ্ছে না ঠিক, কিন্তু ওর মধ্যে জমি অনেক এইবারে রেকর্ড একবার দেখবেন হজর, ভারী গোলমেলে ব্যাপার-~~ ঠাই না---এই রকম বলিতে বলিতে একটু অপ্রস্তুত হইয়৷ শঙ্কর কাগজপত্রে মন দিল । পড়িয়া দেখিল, দু'শ বারোর ধতিয়ানে মালিকের নাম লেখা হইয়াছে—শ্ৰীধনঞ্জয় চাকলাদার } ভজহরি বলিতে লাগিল --আগে ঐ একটা নাম শুধ লিখেছিলাম। তারপর দেখুন ওর নীচে নীচে উড় পেন্সিল দিয়ে আরও সাতট। নাম লিখতে হয়েছে ; রোজই এইরকম নতুন নতুন মালিকের উদয় হচ্ছে । আজ অবধি একুনে আটজন ত হলেন—যে রেটে ওরা আসতে লেগেছেন দু-একদিনের মধ্যে কুড়ি পুরে যাবে বোধ হচ্ছে—এই পাতায় কুলোবে ন}– শঙ্কর কছিল—কুড়ি পুরে যাবে - যাওয়াচ্ছি আমি রোসে না-আজই খতম করে দেব সব । ওদের আসতে বললে কখন ? —-সন্ধের সময় । গেরস্ত লোক সারাদিন কাজ কৰ্ম্মে থাকে—একঢ় রাত হয় হবে, জ্যোৎস্ন রাত তাছে—তার আর কি ? আরও খানিকট কাজকৰ্ম্ম দেখিয়া শঙ্কর সহিসকে ঘোড় সাজাইতে হুকুম দিল । বলিল—মাঠের দিক দিয়ে চক্কোর দিয়ে আসা বাক একটা—এ রকম হাত-পা কোলে করে তা মধ্যে কাহুতিক বসে থাকা যায় ?.এ জায়গাট কিন্তু তোমরা বেশ সিলেক্ট করেছ, আমিন মশাই— তুমি ওগুলো কদি– বলিতে বলিতে আiবার কি ভাবিল ! বলিল—ঘোড়া থাকগে, এক কাজ করলে হয় বরং—চল না কেন দু’জনে পীয়ে পায়ে জঙ্গলট ঘুরে আসি ; মাইলথানেক হবে -কি বল ? বিকেলে ফকয় বেড়ালে শরীর ভাল থাকে— চলে ;–চলে— মাঠের ফসল উঠিয়া গিয়াছে। কোনদিকে লোক চলাচল নাই ; শঙ্কর আগে আগে যাইতেছিল, ভজহরি পিছনে। জঙ্গলের সামনেট থাতের মত, - অনেকখানি চওড়, খুব নবাল । লেখানে ধান হইয়া থাকে, ধানের গোড়াগুল রহিয়াছে । পাশ দিয়া উচু আল বাধা । সেখানে আসিয়া শঙ্কর কহিল—গাঙের বড় পাল-টাল ছিল এখানে ? ভাটফুল, না ? কিন্তু গাঙের দশা দেখে হাসি ন৷ ভজহরি কহিল—ন। হুজুর, গাল নয়—এটা গড় থাই, সামনের জঙ্গলট ঢ়িল গড় -१:प्ल ? ーマ{t@ ミ石 রাজারামের গড় । রাজারাম ব’লে নাকি কে-একজন কেনিকালে এখানে গড় তৈরি করেছিলেন। এখন তার কিছু নেই, জঙ্গল হয়ে গেছে সব-— নিঃশব্দে চলিতে লাগিল । মাঝে একবার শঙ্কর জিজ্ঞাস করিল-—বাঘ-টাধ নেই उ (,ु । তারপর তৃ",ণ ভজহরি তাচ্ছিল্যের সহিত জবাব দিল—~বাঘ ? চারিদিকে ধু ধু করছে ফণক মাঠ, এথানে কি আর—তবে ই। অন্যান্থাবার শুনলাম কেদো গোবাঘ দু-একটা অসিত, এবারে আমাদের জালায়---বলিয়৷ হাসিল। বলিতে লাগিল—উৎপাতটা আমরা কি কম করছি হুজুর ? সকাল নেই, সন্ধ্যে নেই-কম্পাস নিয়ে চেন ঘাড়ে করে করে’ সমস্তটা দিন। ঐ পথ যা দেখছেন, জঙ্গল কেটে আমরাই বের করেছি, আগে পথঘাট কিছু ছিল না--এ অঞ্চলের কেউ এ বনে অসে না— বনে চুকিয়া খানিকট যাইতেই মনে হইল, এই মিনিটদুয়ের মধ্যেই বেলা ডুবিয়া রাত্রি হইয়া গেল। ঘন