পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

oو!تاوا\ 559áు We observe Baboo Radhanath Sikdar has taken poison. , Baloo Gopi Nauth Sen is in charge of the meteorological observatory. ১৮৫৩ সনে কলিকাতার পার্ক ষ্ট্রীটস্থ সার্তে আপিসে নিয়মিতভাবে আব-হাওয়ার পর্য্যবেক্ষণ আরব্ধ হয় 1* ১৮৬৭ সনের ১লা এপ্রিল আলিপুরে স্বতন্ত্র অবজার্ভেটরী স্থাপিত হয়। রাধানাথ শিকদার যে সর্ভে আপিসে স্থিত অবজার্ভেটরীর ও অধ্যক্ষ ছিলেন, সোমপ্রকাশ ও হিন্দু পেটিয়টে প্রকাশিত সংবাদ হইতে তাহা জানা যাইতেছে। গণিতজ্ঞ রাধানাথ শিকদার ডাঃ টাইটুলার ও কর্ণেল এভারেষ্টের নিকট গণিতশাস্ত্র অধ্যয়ন করিয়া রাধানাথ যে এ-বিষয়ে বিশেষ ব্যুৎপত্তি লাভ করিয়াছিলেন তাহ ইতিপূৰ্ব্বেই উল্লিখিত হইয়াছে। র্তাহার সম্বন্ধে তৎকালিক Hills কাগজ যাহা বলেন তাহার মৰ্ম্ম এই,— বৃহৎ ত্রিকোণমিতিক জরিপ-বিভাগে গতানুগতিক গণনাকারীর— তাহীদের মধ্যে দ্রুত গণনাকারীও আছে—অভাব নাই । কিন্তু গণিতজ্ঞ লোক এ বিভাগে এখন দুর্লভ। [ জরিপ-বিভাগের] রাধানাথ অধিক কিছু না লিখিলেও ম্যামুয়েল অব সারভেরিং গ্রন্থের বিজ্ঞান ভাগ ঠাহার নিজস্ব । এখানি এ-বিষয়ে প্রামাণ্য গ্রন্থ বলিয়৷ সৰ্ব্বজনস্বীকৃত 1 + ‘মামুয়েল অব সর্ভেয়িং-এর প্রথম ( ১৮৫১) ও দ্বিতীয় ( ১৮৫৫ ) সংস্করণে রাধানাথের সাহায্য ও দান স্বীকৃত হইয়াছিল। [ পুস্তকের ] তুষ্টীয় ও পঞ্চম ভাগ প্রণয়নে সংকলয়িতারা ভারতবর্ষীয় বৃহৎ ত্রিকোণমিতিক জরিপের গণনা-বিভাগের সুযোগ্য অধ্যক্ষ বাবু রাধানাথ শিকদারের নিকট হইতে যথেষ্ট সহায়তা লাভ করিয়াছেন। বৃহৎ ত্রিকোণমিতিক জরিপ-বিভাগে অবলম্বিত কঠোর নিয়ম ও পদ্ধতির সঙ্গে তাহার পরিচয় এবং সাধারণভাবে বিজ্ঞান বিষয়ে তাহার জ্ঞান ও বুৎপত্তি থাকায় তাহার সাহায্য বিশেষ করিয়া মূল্যবান হইয়াছে। তৃতীয় ভাগের পঞ্চদশ, সপ্তদশ হইতে একবিংশ এবং ষষ্ঠবিংশ পরিচ্ছেদ ও সমগ্ৰ পঞ্চম ভাগ সম্যক তাহার। সংকলয়িতার যে-অংশের জন্ত সাহায্য লাভ করিয়াছেন শুধু তাহার জম্বাই নহে, স্ব-বিভাগ সংশ্লিষ্ট সকল বিষয়েই রাধানাথ যে পরামর্শ

  • Adipiiii-.iy.uiyti Report : . AlipOre 0bservatory. Compiled by W. W. Sohoni, Meteorologist, Calcutta. 1927–1928.

+ The Hindoo Patriot. Monday, April 18, 1864. Quoted from the Hills. সমূহে দান করিয়াছেন তাহারও জঙ্ক উপহার নিকট গুণ যথাযোগ্যভাবে স্বীকার করা তাহদের পক্ষে কঠিন। * রাধানাথের মৃত্যুর পর ১৮৭৫ সনে এই গ্রন্থখানির তৃতীয় সংস্করণ বাহির হয়। এই সংস্করণে রাধানাথের সাহায্যের উল্লেখমাত্র না থাকায় সমকালিক সংবাদপত্রইহার বিরুদ্ধ সমালোচনা হইয়াছিল। ত্রিকোণমিতিক জরিপ-বিভাগের অন্যতম ডেপুটী স্বপারিন্টেণ্ডেণ্ট লেফটনেন্ট কর্ণেল ম্যাকডনাল্ড ১৮৭৬ সনের ২৪এ জুন সংখ্যার ফ্রেণ্ড অফ ইণ্ডিয়া কাগজে তৎকালীন সারভেযুর-জেনারেল কর্ণেল খুইলিয়রের ( গ্রন্থখানির অন্ততর সংকলয়িতা ) কার্য্যের তীব্র সমালোচনা করেন । তিনি প্রসঙ্গত: লেখেন,— . ...in this third edition the direction of the wind is shown by the omission in the preface of proper respectful acknowledgment to the best of the original authors of the Compilation, and the debt due to Radhanath Sickdar is wholly in knowl, le...I. Penance must be performed for this cowardly sın and rotbery of the dead. Already this dishonesty of punose has becn four times noticed in the public journals, and it is gertain that gastigätigp w!IIbe #§ at regular intervals as it is on habitual criminals, until the cause is removed, this edition called in, and a proper lionCS1 acknowledgeutent made for the personal appropriation of the best cliapters in , the book.--we mean those devoted to a desiription, and practical application of the working of the Ray trace system” invented by Everest, and practically explained by the Ilindoo gentleman we have mentioned.... পুস্তকের এইরূপ কঠোর সমালোচনা প্রকাশে সারভের-জেনারেল কর্ণেল গুইলিয়র নিয়তন কৰ্ম্মচারী ম্যাকডনাল্ডের উপর অবাধ্যতার অপবাদ আরোপ করিয়া সরকারকে লিখিলেন । সরকার ১৮৭৬

  • In parts III and V fh* yimjiler§. haye been largely assisted by Bahu I; lillanath Sickdhar, the di-Tu-itish l head of the Computing Department of the Great , Trigonometrial Sul vry of ..lndia, a gentleman whose intimate acquaintance with the rigorous forms and mode of procedure adopted on the Great Trigonometrical, Survey of India, and great acquirement and knowledge of scientific subjects generally, render his aid particulally valuable The chapters 15 and 17 up to 21, inclusive, and 26 of part III and the whole of part V are

- entirely his own, and it would be difficult for the compilers to express with sufficient force, the gbligations they, thus feel nnder to him, not only for the portion of the work which they desire thus publicly to acknowledge, but for the advice so enerally affolded, on all subjects connected with is own department.