পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৬২ দাদা ও রাধানাথের সহিত এ অঞ্চলে একটি বাঙ্গালী বিদ্যালয় স্থাপনের প্রস্তাব সম্বন্ধে বহুক্ষণ কথাবাৰ্ত্ত হইল। এই বিদ্যালয়টি দরিদ্রদিগের জন্য এবং গরীব ভদ্র শ্রেণীর লোকদের জন্ত হওয়া উচিত। এদেশে গরীব ভদ্র শ্রেণীর লোকের সংখ্যা বড় বেশী। সামান্ত বাঙ্গলা শিক্ষার প্রচার করিতে হইবে। প্রথম অবস্থায় কেবল পাঠশিক্ষা ও দ্বিতীয় অবস্থায় লিখন ও অঙ্কশিক্ষণ দেওয়া হইবে—শব্দ না শিখাইয়। বস্তু শিক্ষা দিতে হুইবে ...• দেশহিতকর কার্য্যে অনেক সময় রাধানাথের পরামর্শ লওয়া হইত। আর একটি ব্যাপার হইতে তাহ। বুঝা যাইবে । কিশোরীচাঁদ মিত্রের মতে এশিয়াটিক সোসাইটির উদ্দেশু শুধু দেশের কৃষ্টির চর্চাই নহে, পরস্তু কৃষিশিল্পের উন্নতি চেষ্টাও। ‘ব্যবসায় শিল্পপ্রদর্শনী সংস্থাপনে সোসাইটি নেতৃত্ব গ্রহণ না করায় তিনি অমুযোগ করিয়া রোজনামচায় ( ১লা নবেম্বর, ১৮৫৫ ) লিখিয়াছেন,— আমার অভিমত কৃষ্ণ, রামগোপাল, রাধানাথ, রাজেন্দ্রলাল, লণ্ড, কোলব্রুক ও যাদবকে বলিতে হইবে এবং এই সভার পুনর্গঠন বিষয়ে তাহাদের সহায়তা লাভের চেষ্টা করিতে হইবে। + রাধানাথ শিকদার জেনারেল য়্যাসেম্বলী ইনষ্টিটিউশনে কিছুকাল অঙ্কশাস্ত্র অধ্যাপনা করেন । ৫ ১৮৪৯ সনে ডিষ্ট্রিটু চ্যারিটেবল সোসাইটির অন্তর্গত নেটিভ কমিটি পুনর্গঠিত হইলে রাধানাথ শিকদার ইহার একজন সভ্য নিৰ্ব্বাচিত হন ¢ এবং দুই বৎসর পরে ১২৫৮ সালের ফাঞ্জন মাসে ইহার সম্পাদকের পদ লাভ করেন । ৯ রাধানাথ সোসাইটিকে বার্ষিক পঞ্চাশ টাকা করিয়া চাদ দিতেন । চারিত্রিক বিশেষত্ব উনবিংশ শতকের প্রথমার্দ্ধে হিন্দু কলেজে শিক্ষিত যুবকগণ গতানুগতিক সমাজ ধৰ্ম্ম ও আচার-ব্যবহারের উপর বীতশ্রদ্ধ হইয়া স্বাধীনভাবে চিন্তা করিতে অভ্যস্ত হইয়াছিলেন। ইহার ফলে এই অগ্রণী দলকে

  • কৰ্ম্মবীর কিশোরী চাদ, পৃ: ৯৬-৯৭ । + : సి

,, . I’residenry College Register. Calcutta. 1927 : Shikdar. Radluñnatli.

  1. Calcutta District Charitable Society Report for 1849 (published 1850).

$ সংবাদ পুর্ণচন্ত্রোদয়, ১লা বৈশাখ, ১২৫৯ ৷ পূৰ্ব্ব বৎসরের বিষ্ণু। - S99āు অনেক সামাজিক উৎপীড়ন সহ করিতে হইয়াছিল। কিন্তু র্তাহারা মিবার পাত্র'নহেন—র্তাহাদের মধ্যে কেহ কে: আমরণ স্বীয় বিশ্বাস অনুযায়ী কৰ্ম্ম করিয়া গিয়াছেন। দেশের আর্থিক রাষ্টিক সামাজিক শিক্ষণসম্বন্ধীয় নান সৎকার্য্যে র্তাহীদের আত্মিক যোগ ছিল । পাদরি কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রামগোপাল ঘোষ, রসিককৃষ্ণু মল্লিক, রাধানাথ শিকদার প্রমুখ ব্যক্তিগণ নানা বিভাগে উচ্চ আদর্শ রাখিয়া গিয়াছেন। রাজনারায়ণ বস্থ বলেন,— “...ডিরোজিও শিম্যদিগকে একটি বিষয়ে অত্যন্ত প্রশংসা করিতে হয়, তাহার রাজকাৰ্য্যে উৎকোচ গ্ৰহণ না করার প্রথম দৃষ্টান্ত প্রদর্শন করেন।* রাধানাথ শিকদার ডিরোজিওর শিষ্যদলে সকলের অপেক্ষ। বলিষ্ঠ ছিলেন । শারীরিক মানসিক উভয়বিধ উন্নতিই র্তাহার লক্ষ্য ছিল । র্তাহার একট। খেয়াল ছিল যে, গোমাংস ভক্ষণ না করিলে এ জাতির উন্নতির অশি। নাই । প্যারীচাঁদ মিত্র ‘ডেভিড হেয়ার জীবনীতে (পৃ. ৩২ ' লিখিয়াছেন,— Radhanath Sikdar had an aident desire to beneft his country. His hobby was beef, as he maintained that beef-eaters were never bullied, and the right way to improve the Bengaloos was to think first of the physique and morale simultaneously. রাধানাথ তেজস্বী ও দ্যায়পরায়ণ লোক ছিলেন । সে যুগে কোম্পানীর কৰ্ম্মচারিগণ জোর করিয়া সাধারণ লোকদের বেগার খাটাইত। ১৮৪৩ সনে রাধানাথ দেরাদুনে ছিলেন । এই সনের ৫ই মে সেখানকার ম্যাজিষ্ট্রেট ভান্সিটার্টের আদেশে রাধানাথের কয়েক জন পাহাড়িয়া ভূত্য মালপত্র লইয়। র্তাহার গৃহের সম্মুখ দিয়া যাইতেছিল । রাধানাথ ভূতাদিগকে বেগার খাটিতে নিষেধ করেন এবং ম্যাজিষ্ট্রেটের মালপত্র নিজ গৃহে রাখিয়া দেন । প্রথমে চাপরাসী, পরে স্বয়ং ম্যাজিষ্ট্রেট মালপত্র লইতে আসিলে রাধানাথ বিনা রসিদে ইহা ছাড়িয়া দিতে অস্বীকৃত হন । রাজকৰ্ম্মচারীর কাৰ্য্যে ব্যাঘাত জন্মাইবার অপরাধে রাধানাথের বিরুদ্ধে মোকদম হইল । মোকদ্দমা বহুদিন চলিবার পর, বিচারে রাধানাথের দুই শত টাকা

  • সেকাল ও একাল । রাজনারায়ণ বসু প্রণীত । শক ১৮০০ । পুঃ ৩১ ।