পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাবে ১৪ লক্ষ টাকার । সমগ্র ভারতে ১৯২৯-৩০ সনে কাপড় আমদানির পরিমাণ ছিল ৫ • কোটী টাকা, ১৯৩০-৩১ সনে হয় ২০ কোটী টাকা । :৯৩১-৩২ সনে হইয়াছে ১৪ কোট ৬৭ লক্ষ টাকা। অর্থাৎ তিন সংসর পুৰ্ব্বে কেবল বাংলায় যত টাকার বিদেশী কাপড় আমদানী ঠঠত, তিন বৎসর পরে সমগ্র ভারতের আমদানীর পরিমাণ তাহার তিন-চতুর্থ অংশও নহে। পাট রপ্তানি— সরকারী বাণিজ্যতথা বিভাগের সংবাদে প্রকাশ, ১৯৩২ সনের মে মাসে বাংলা হইতে ১ লক্ষ ৭২ হাজার ৮২ গাট পাট রপ্তানী হইয়াছে। প্রতি গাটের ওজন ছিল ৪ শত পাউণ্ড। একমাত্র কলিকাতা হইতেই ১ লক্ষ ৭১ হাজার ৭ শত ৮০ গাট পাট রপ্তানী :ঙ্গইয়াছে । ১৯৩• এবং ১৯৩১ অব্দের মে মাসে বাংলা হইতে যথাক্রমে ১ লক্ষ ৩২ হাজার ৫ শত ৬২ এবং ২ স্বাক্ষ ১১ হাজার ৯ শত ১ গাট পাট রপ্তানী হইয়াছে । লবণ তৈয়ারী— যেখানে লবণ সংগ্রহ বা তৈয়ারী করিলার সুবিধা আছে, সেই সব গ্রামের অধিবাসীদিগকে বাংলা সরকারের পক্ষ হইতে এইরূপ অাদেশ দেওয়া হইয়াছে যে, তাহার। অতঃপর নিজেদের ব্যবহারের জন্ম অথবা নিজেদের গ্রামের মধো বিক্রয় করিবার জন্তু লবণ তৈয়ারী বা সংগ্ৰহ করিতে পাপ্লিবে । কিন্তু গ্রামের বাহিরে কোন ব্যক্তিকে বিক্রয় অথব। কাহারও সহিত ব্যবসা করিতে পরিবে না । স্থায়ী শিল্পপ্রদর্শনী— কলিকাতা কর্পোরেশন এই সঙ্কল্প করিয়াছেন যে, কলিকাতা শহরে একটি স্থায়ী শিল্প প্রদর্শনী স্থাপন করা হইবে । এই উদ্দেষ্ঠে ২০ হাজার টাকা মঞ্জুর করা হইয়াছে। আপাততঃ টাউন হলেই এই প্রদর্শনী স্থাপিত হইবে এবং বাংলাদেশে শিল্পদ্রব্যকেই প্রাধান্ত দেওয়া হইবে । বাঙালীর গৌরব— খ্ৰীযুক্ত আদিনাথ সেন এক সুত বোনার কল বাহির করিয়াছেন। ইহা দ্বারা তুল। কিংবা পাট বা রেশম হইতে ইচ্ছামত মোট ও সরু স্থত। আপনি আপনি বাহির করা যায়। এই আবিষ্কারে বেশ নজর রাখা হইতেছে যাহাতে বিনা বাধায় ক্রমান্বয়ে সুতায় পাক হয়, এবং সুতার পাক কোন মতে কম-বেশী না হয়। তবে ইচ্ছা করিলে পাক কম-বেশী করাও যায় । খ্ৰীযুক্ত আদিনাথ সেন নুতন বোতামের কলও আবিষ্কার করিয়াছেন। এক সময়ে এক সঙ্গে, একই কল স্বারা টিনের বোতামের ( যাহা প্যান্ট ব্যবহার হয় ) কাট ছিদ্র করা হইবে এবং সঙ্গে সঙ্গে আপনি আপনি বাহির হইয়া আদিৰে । শিক্ষার উন্নতিকল্পে দান— গোপালপুর হাই স্কুলের উন্নতির জন্ত খ্ৰীপুরবাসী শ্ৰীযুক্ত বাৰু প্রমথনাথ মুখোপাধ্যায়, অনারারি ম্যাজিষ্ট্রেট, এক হাজার টাকা ধীন করিয়াছেন এবং গুবিস্তুতে আয়ও সাহায্য করিতে প্রতিশ্রুতি দিয়াছেন। রাজসাহীতে মেয়েদের জন্ত কলেজ প্রাথমিক উদ্যোগ । ১৯৩৪ সালে যে-সব ছাত্রী আই, এ পরীক্ষা দিবেন, তাহাদিগকে পড়াইবার জন্তু রাজসাহাতে শীঘ্রই একটি 萝 দেশবিদেশের কথা-বাংল। Seఫిసి কোচিং ক্লাস খোলা হইবে । এই উদ্দেস্যে একটি অস্থায়ী ম্যানেজিং কমিটি গঠিত হইয়াছে। শ্ৰীযুক্ত হেমেন্দ্রকুমার রায় এবং খ্ৰীযুত মহেন্দ্রকুমার চৌধুরী বি-এল যথাক্রমে উক্ত কমিটির সভাপতি ও সম্পাদক নির্বাচিত হইয়াছেন। প্রাতঃকালে ক্লাস হইবে এবং ইংরেজী ও বাংলা ব্যতীত ইতিহাস, লজিক, সিভিক্স ও সংস্কৃত পড়ান হইবে । এই উদ্দেষ্ঠে অভিজ্ঞ অধ্যাপকবৃন্দ নির্বাচন করা হইয়াছে। কুমারী পুষ্পময়ী বস্তু এম-এ, সুপারিন্টেণ্ডের কার্য্য করিবেন। স্মরণ থাকিতে পারে যে, বর্তমান বৎসরে ছাত্রীদিগকে স্থানীয় কলেজে ভৰ্ত্তি করা হয় নাই। ইহার কারণ একমাত্র কলেজ কর্তৃপক্ষই অবগত আছেন এবং এই প্রচেষ্টাকে ভিত্তি করিয়া ভবিষ্ণুতে মেয়েদের জম্বা একটি কলেজ গড়ি উঠবে বলিয়। আশা করা যায় । নারীশিক্ষা— এবার মাটিকুলেশন পরীক্ষায় বরিশাল (কলিকাত; ধুবড়ী, গৌহাটী, হবিগঞ্জ, শিলং, শিলচর, শ্রীহট্ট, আসানসোল, বাগেরহাট, রাজস্যহী, বগুড়ী, বৰ্দ্ধমান, কুমিল্লী, কু দিনাজপুর, হুগলী, জলপাইগুড়ি, যশোহর, নারায়ণগঞ্জ, নীলফামারী, নোয়াখালি, পাবন, পিরোজপুর ও টাঙ্গাইল কেন্দ্র হইতে প্রাইভেট এবং কলিকাত ইউনাইটেড মিশন, বালিক। ভিক্টোরিয়া ইনষ্টিটিউশন, সেন্টমার্গারেট, বেথুন, বীণাপাণি, ডায়োসিশন, বেলতলা বালিক, ব্রাহ্ম বালিকা, ক্ৰাইষ্ট চার্চ, ধুবড়ী লেভী বালিকা, বরিশাল সদরগালর্স স্কুল, পানবাজার বালিকা, কুমিল্লা BBBBS BBBS BBBS BS gDS BBBBBB BBBBS কুচবি or কাডেমী) দীরজিলিং মহারাণী, মৈমনসিং রাধান্বন্দরী চন্দননগর কৃষ্ণভাবিনী নারী শিক্ষালয়, চুচুড়া দেশবন্ধু, পাবনা বালিকা ও রংপুর গালর্স স্কুল হইতে ৩৫ ছাত্রী পাশ করিয়াছে । নারী-নিগ্রহে কারাদগু— বিগত ২৭শে জুন হইতে যশোহরের এডিশনাল সেসন জজ এবং পাচ জন জুরীর নিকট সরোজিনী হরণের মামলার শুনানী আরম্ভ হয়। ২রা জুলাই তারিখে ইহার রায় বাহির হইয়াছে । জুরীগণ সমস্ত আসামীকেই দোষী সাব্যস্ত করেন। র্তাহীদের সহিত একমত হইয়। তাতিরিক্ত দায়রা জজ মিঃ গোপেশ্বর ব্যানাজী সমস্ত আসামীকেই দণ্ডিত করিয়াছেন । নিয়ে আসামীদের সাম ও দণ্ডের পরিমাণ লিখিত হইল — ১ । আসিম গাঞ্জি-পাশবিক অত্যাচার করার অভিযোগে দশ বৎসর এবং নারী হরণ করার জন্ত ৭ বৎসর, মোট ১৭ বৎসর কঠোর কারাদগু হইয়াছে। দণ্ড পর পর চলিবে । ২ । তালেব দফাদার-পাশবিক অত্যাচারের অপরাধে ৭ বৎসর এবং নারী হরণের অপরাধে ৭ বৎসর কঠোর কারাদণ্ড হইয়াছে। দণ্ড ভোগ পুর পর চলিবে । ৩ । হামেদ আলী সর্দার ২ নম্বর আসামীয় সমান দণ্ড হুইয়াছে। ৪ । ওসমান গাজী-নারীহরণের অপরাধে ৭ বৎসর কঠোর কারাদণ্ড । ৫ । আবদুল মতলব ওরফে মন্দার-দাঙ্গা করার অপরাধে ২ বৎসল কঠোর কারাদণ্ড । ৬। আবদুল গাজী-৭ নং আসামীর সমান দণ্ড । ৭ । জাহির বিশ্বাস—৫ নং-এর সমাদ দণ্ড । ৮। কেন্দু মওল—৫নং-এর সমান দণ্ড । ৯ । মিয়াদ্দীন দপ্তরী— ৫নং এয় সমান দণ্ড ।