পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাঙ্ক ; কাজ করার পর দেশে এসেছেন। এখন এদেশের নিয়ম •এই, কোনও রাজদূত পাচ বৎসর বাইরে কাটালে এক বৎসর তাকে দেশে থা ক তে হয় ; কারণ শুনলাম ফ্রান্সে এক পারস্য দূত প্রায় ত্রিশ বৎসর একটানা ছিলেন, তিনি দেশের সঙ্গে কোনও সম্পর্ক রাখেন নি এবং দেশের ভালমন্দর কথা গ্রাহ করতেন না, সুতরাং তাকে দিয়ে কোন কাজ ও হ’ত না । তিনি আদব-কায়দায় খুব চোস্ত ফ্রেঞ্চম্যান হয়ে গিয়েছিলেন ব’লে তাকে ফেরাবার কথা হ’লেই ফ্রান্স থেকে পারস্ত-ভ্ৰমণ ૧૦.6 শিরাজ । বাগ মহন্মদিয়ে প্রাসাদে কবির অবতরণ র্তাকে আরও কিছুদিন রাখবার জন্য অনুরোধ আসত। হয় এবং পারস্তে তিনিই রাজনির্দেশে আমাদের সেই থেকে এই কড়া নিয়ম হয়ে গেছে । সমস্ত ভার নিয়েছিলেন । তিনি যে-ভাবে অক্লাস্ত শ্ৰীযুক্ত কৈহান পারস্য-ভ্রমণে বরাবর আমাদের কর্ণধার পরিশ্রমে, নিজের অস্থবিধা, স্ত্রীপুত্রের অমুখ, সমস্ত উপেক্ষ ছিলেন । কবির পারস্যে নিমন্ত্রণ প্রধানতঃ র্তারই দরুণ ক’রে আমাদের সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য চেষ্টা করেছিলেন, যে br3+=t শিরাজ। আহমেদিয়া উদ্যানে চায়ের নিমন্ত্রণ