পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

でElリ .রক্ষুশ হওয়া বিপজ্জনক, আমাদের দেশের ত কথাই .iাই | বাংলা দেশের সাধারণ পুস্তকালয় আমরা সম্প্রতি তিনটি সাধারণ পুস্তকালয়ের উৎসবে ৰোগ দিবার সুযোগ পাইয়াছিলাম—বশবেড়িয়া বা বংশবাটীর এবং কলিকাতার শাঁখারীটোলার ও ত{লতলার। তিনটিতেই বালক-বালিকাদের পড়িবার বহি সুগ্ৰহীত হইয়াছে ও তাহাদের পড়িবার ব্যবস্থা রাখ ঠইয়াছে দেখিয়া উৎসাহিত হইয়াছি। র্তাহারা মহিলাদের পড়িবার বন্দোবস্তও করুন। অধিকবয়স্ক নিরক্ষর শ্রমিক ও অন্ত লোকদিগকে পড়িতে লিখিতে শিখান এবং মাজিক লণ্ঠন ও বায়োস্কোপের সাহায্যে জ্ঞানদানের ব্যবস্থা করাও লাইব্রেরী গুলির কর্তৃপক্ষের দ্বার হইতে পারে । বংশবাটীর শীঘুক্ত মুনীন্দ্রদেব রায় মহাশয় আইন দ্বারা গ্রাম, শহর, মহকুমা ও জেলার স্বায়ত্তশাসন-প্রতিষ্ঠানগুলিকে লাইব্রেরী-সমূহে আর্থিক সাহায্য দিবার ক্ষমতা দিতে ধে চেষ্টা করিতেছেন, তাহ প্রশংসনীয়। র্তাহার চেষ্টা কতকটা সফল হইয়াছে, সম্পূর্ণ সফল হওয়া উচিত ও হইবার সম্ভাবনা আছে । ব্যবস্থাপক সভার সকল সভ্যেরই এই চেষ্টার সহায় হওয়া উচিত । নূতন মিউনিসিপ্যাল বিল এখন লোকের মন রাজনৈতিক কারণে অতি চঞ্চল । দেশের প্রধান গণতন্ত্রকামী কৰ্ম্মীরা এখন জেলে, কিংবা অন্য প্রকারে কাবু। এমন সময়ে একটা মিউনিসিপ্যাল বিল আইনে পরিণত করিবার ফনী চালাক লোকের মাথায় আসা বিচিত্র নয়। কিন্তু কাজটা অঙ্কুচিত । বিলটাতে মুখরোচক কিছু জিনিষ যে একেবারেই নাই তা নয়। কিন্তু অনিষ্টকর এবং গণতন্ত্রবিরোধী জিনিষ তার চেয়ে বেশী আছে । বিলটার ১৭ (ক) ও ১৮ (২) ধারায় মিউনিসিপ্যাল $ বিবিধ প্রসঙ্গ—বঙ্গের সামাজিক, ধাৰ্ম্মিক ও ভাষিক মানচিত্র శీలి ব্যাপারে সাম্প্রদায়িকতা ঢুকাইবার ব্যবস্থা আছে। প্রথমটা দ্বারা সরকার বাহাদুর এই ক্ষমতা লইতে চান, যে, তাহারা মিউনিসিপ্যাল এলাকার মধ্যে কোন সংখ্যালধিষ্ঠ সম্প্রদায়ের প্রতিনিধি পাইবার বন্দোবস্ত . করিতে পরিবেন । দ্বিতীয় ধারা অমুসারে ও সরকার উক্তরূপ কোন সম্প্রদায়ের জন্য বিশেয নিৰ্ব্বাচনের ব্যবস্থা করিতে পরিবেন। অবশ্ব সংখ্যালঘিষ্ট বলিতে সরকার মুসলমান কিংবা “অবনত” শ্রেণীর হিন্দু বুঝেন। এক দিকে জগতের কাছে প্রচারিত হইতেছে, যে, ব্রিটিশজাতি ভারতবর্ষকে গণতস্থের দিকে অগ্রসর করিয়া দিতেছেন, অন্যদিকে গণতন্ত্রবিরোধী যে-সব ব্যবস্থা আগে ছিল না, তাহা প্রবর্তিত হইতেছে। বিলটিতে আর একটা এই ধারা আছে, যে, যে-কেহ যে-কোন সত্য বা তথাকথিত অপরাধের জন্য ছয় মাসের অধিককাল কারাদণ্ড ভোগ করিবে, সে পাচ বৎসরের জন্য কোন মিউনিসিপালিটির সভ্যপদপ্রাণী হইতে পারিবে না-যদি গবন্মের্ণ দয়া করিয়া তাহাকে বেদাগ করিয়া না দেন। অর্থাং যে-সব উৎসাহী রাজনৈতিক কৰ্ম্মী দুর্নীতির লেশবিহীন রাজনৈতিক কারণেও জেলে গিয়াছেন, তাহীদের অনেককে সরকার বাদ দিতে চান ! মিউনিসিপালিটির অনেক বড় কৰ্ম্মচারীর নিয়োগ ও উহাদের বেতন নিৰ্দ্ধারণ ইত্যাদি বিষয়েও বিলটাতে গবন্মেণ্টকে প্রভূত ক্ষমতা দেওয়া হইয়াছে। এবম্বিধ বহু কারণে বিলট পরিত্যক্ত বা হওয়া উচিত । নামধুর বঙ্গের সামাজিক, ধাৰ্ম্মিক ও ভাষিক মানচিত্র সরকার কর্তৃক বিজ্ঞাপিত হইয়াছে, যে, ১৯৩১ সালের সেন্সস সম্পর্কে বঙ্গের সামাজিক, ধাৰ্ম্মিক ও ভাবিক মানচিত্র বড় আকারে প্রস্তুত হইতেছে এবং তাহ। সৰ্ব্বসাধারণকে বিক্ৰীও করা হইবে । এই বিজ্ঞাপন ভয়াবহ । আমরা নানা কারণে এমনই আছি নানা ভাগে 觀