পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

واجه বিভক্ত । তাহার উপর এখন আরও কত জাতি, উপজাতি, অবনত জাতি, অস্পৃশ্ব জাতি, কত ধৰ্ম্ম উপধৰ্ম্ম, কত ভাষা আবিষ্কৃত হইবে জানি না। সেই আবিষ্কারকে ছাপার কালী ও রঙের দ্বারা যথাসম্ভব স্থায়িত্বও দেওয়া হইবে । সালের সেন্সস রিপোর্টে মোটামুটি ৪০টি জাতিকে “অবনত” গণন। করা হইয়াছিল। কিন্তু বাংলা গবন্মেষ্ট কয়েক মাস আগে ইণ্ডিয়ান ফ্র্যাঞ্চিস কমিটিকে যে সপ্লেমেণ্টারী মেমোর্যণ্ডম পাঠান তাহাতে ৮৫টি জাতিকে “অবনত” বলিয়। ধরা হইয়াছে ! অর্থাৎ সমগ্র হিন্দুসমাজ- উহার “উচ্চ” জাতি ও “নিম” জাতি—যতই উন্নত ও অবনত ভেদ লোপ করিবার চেষ্টা করিতেছেন, এবং “অবনত”দের মধ্যে শিক্ষিত লোকের যতই এই ভেদকে অপমানকরঞ্জানে ঘৃণাভরে ঠেলিয়া ফেলিতে চাহিতেছেন, সেই ভেদকে রক্ষা করিবার ও বাড়াইবার জেদ শ্বেতদ্বীপাগত নব-মন্তদের হৃদয়-মনকে ততই অধিক পরিমাণে দখল করিয়া বসিতেছে। কিন্তু “অবনত’রা ইহাতে দমিবেন না, সমগ্র হিন্দু সমাজ দমিবেন না । নব-মন্ত্রদের এই জেদের পরিচয় কিছুদিন হইতে শিক্ষা-বিভাগের রিপোর্ট আদিতেও পাওয়৷ যাইতেছে । আগে আগে এই রিপোটে কোন ধৰ্ম্মের ছাত্রছাত্রী প্রাথমিক বিদ্যালয় হইতে আরম্ভ করিয়া কলেজে ও বিশ্ববিদ্যালয়ে কত পড়ে, তাহাই দেখান হইত। কিন্তু কিছু দিন হইতে ঐ তালিকায় হিন্দুদিগকে শিক্ষায় অগ্রসর ও শিক্ষায় অনগ্রসর এই দুই ভাগে বিভক্ত করিয়া দেখান হইতেছে ; কিন্তু কেবল হিন্দুদিগকে ! মুসলমানদের মধ্যেও “অস্পৃশ্ব”, “অবনত”, অন্ততঃ শিক্ষায় অনগ্রসর, অনেক শ্রেণী আছে। কিন্তু মুসলমানদিগকে দুই ভাগে বিভক্ত করা হয় নাই। স্বরাজ-লাভে এবং >3& > 39లిశు হিন্দুদের চেষ্টার শাস্তিভোগ তাহাদিগকে করিতেই হইবে । o নিত্যেন্দ্রনাথ বিদেশে কাহারও মৃত্যু শোচনীয়। যদি তাহ। অকালমৃত্যু হয় তাহা হইলে তাহ আরও বেদনাদায়ক। শযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের দৌহিত্র শ্রমান নিত্যেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় জামেনীতে শিক্ষালাভের জন্ত গিয়াছিলেন। সেখানে ক্ষয়রোগে তাহার দেহান্ত-সংবাদে আমরা অত্যন্ত ব্যথিত হইয়াছি । বালকটির জননী আমাদের সাতিশয় স্নেহের পাত্রী। র্তাহার জন্য মন ব্যাকুল হইয়াছে, প্রার্থনা স্বতই উখিত হইতেছে। শ্ৰযুক্ত সি এফ এণ্ডজ মহোদয় নিত্যেন্দ্রনাথের চিকিৎসা, সেবাশুশ্ৰুষার জন্য যতদূর সম্ভব চেষ্টা করিয়া এবং জননীকে বিদেশে জেনোয় হইতে পুত্রটির নিকট লইয়া গিয়া ও অন্য সমুদয় বন্দোবস্ত করিয়া সকলের শ্রদ্ধা, প্রীতি ও কৃতজ্ঞতা অর্জন করিয়াছেন । বিজ্ঞাপনদাতাদের প্রতি আশ্বিন মাসের প্রবাসী ২৪শে ভাদ্র এবং কাঞ্জিক মাসের প্রবাসী ৮ই আশ্বিন বাহির হইবে। অতএব বিজ্ঞাপনদাতারা ১৫ই ভাত্রের মধ্যে আশ্বিনের নূতন বিজ্ঞাপনের কপি এবং ১লা অশ্বিনের মধ্যে কাৰ্ত্তিকের কপি আমাদের আপিসে পাঠাইয়া বাধিত করিবেন। বিজ্ঞাপন-কাৰ্য্যাধ্যক্ষ ২•ছ, আপার সাকুলার রোড কলিকাতা, প্রবাসী প্রেস হইতে ক্রমাণিকচন্দ্র দ্বাস কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত।