পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সত্যম শিবম্ সুন্দরম্” “নায়মাত্মা বলহীনেন লভ্যঃ” এ২ শ ভাগ ) y আশ্ৰিল, ২৩৩৯ ৬ষ্ট সংখ্যা =S ఇజ్రి - } প্রথম পুজ রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিলোকেশ্বরের মন্দির । লোকে বলে স্বয়ং বিশ্বকৰ্ম্মা তার ভিৎ পত্তন করেছিলেন কোন মান্ধাতার আমলে,— স্বয়ং হনুমান এনেছিলেন তার পাথর বহন করে। ইতিহাসের পণ্ডিত বলেন, এ মন্দির কিরাত জাতের গড়া এ দেবতা কিরাতের, একদ। যখন ক্ষত্রিয় রাজা জয় করলেন দেশ,— দেউলের আঙিনা পূজারীদের রক্তে গেল ভেসে, দেবতা রক্ষা পেলেন নতুন নামে, নূতন পূজাবিধির তাড়ালে,— হাজার বৎসরের প্রাচীন ভক্তির ধারার স্রোত গেল ফিরে । কিরাত আজ অস্পৃশ্য, এ মন্দিরে তার প্রবেশপথ লুপ্ত । কিরাত থাকে সমাজের বাইরে নদীর পূর্বপারে তার পাড়া । সে ভক্ত, আজ তার মন্দির নেই, তার গান আছে । নিপুণ তার হাত, অভ্রান্ত তার দৃষ্টি । সে জানে কী করে পাথরের উপর পাথর বাধে, কী করে পিতলের উপর রূপোর ফুল তোলা যায়,— কৃষ্ণশিলায় মূৰ্ত্তি গড়বার ছন্দটা কী ।