পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧ાઝ૦ Sకరిక)శు এই লাপিটি হরিণের ব্যবসায় উন্নতি করিয়া সরকার হইতে পুরস্কার লাভ করিয়াছে সৃষ্টি হইয়াছে । বৎসরের প্রায় চারি মাস—যখন শরৎ ও শীতকালে ইহারা পাৰ্ব্বত্য প্রদেশ ছাড়িয়া চলিয়া আসে--- তখন আপন শিশুসন্তানদিগকে বিদ্যালয়ে পড়িতে দেয় । পরে বসন্তকালে আবার.যখন পাৰ্ব্বত্য প্রদেশে ফিরিয়া যায়, তখন আপন সস্তানসন্ততি সঙ্গে লইয়া যায়। সুইডিস গভর্ণমেণ্ট ইহাদের শিক্ষার সমস্ত ব্যয় বহন করেন । এমন কি, সেজন্য ল্যাপ প্রদেশের বাসিন্দ দিগকেও গভর্ণমেণ্টকে কিছু দিতে হয় না। এ কথা বলাই বাহুল্য, যে, ল্যাপরা প্রকৃতির সস্তান এবং প্রকৃতিরই উপাসক । আজকাল ল্যাপদের সকলেই খৃষ্টিয়ান। তাহদের পূর্বতন ধৰ্ম্ম নানা উপাখ্যানে ভরা। সেই পূৰ্ব্বধৰ্ম্মে চারি প্রকার দেবশক্তির উল্লেখ আছে। যথা—স্বগের দেবতা, গ্ৰহতার ও চন্দ্রস্থৰ্য্যের দেবতা, পৃথিবীর দেবতা এবং পৃথিবীর তলপ্রদেশের দেবতা। এক কথায় চিরকালই তার প্রকৃতির মধ্যে যে-সকল বিচিত্র শক্তি স্বতঃপ্রকাশিত সেই সকলেরই উপাসক ছিল। প্রকৃতির প্রভাব তাহাদের বিশ্বস্ত কুকুর সহ ঐ পার্থপূলী চরিত্রের উপর খুব বেশী। আদিমকাল হইতে আজ পর্য্যন্ত সৰ্ব্বদাই তাহারা সূৰ্য্যকে বিশেষ অর্মা দিয়া আসিয়াছে। ইহার কারণ সুস্পষ্ট। ছয় হইতে নয় মাস ব্যাপী আলোবিহীন শীতকালের পর বসন্ত যখন নব সূৰ্য্যালোক লইয়া উপস্থিত হয়, তখন কে মালপত্র ও শিশুদিগকে হরিণের উপর চাপাইয়। পাৰ্ব্বত্য প্রদেশে যাত্র। ন সূৰ্য্যকে আপন কৃতজ্ঞতার অর্ঘ্য দেয় ? কিন্তু বর্তমান সময়ে তাহারা পূৰ্ব্বধর্মের স্মৃতি ভুলিয়া যাইতেছে ।