পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ল্যাপল্যাণ্ড ও ল্যাপ জাতি লাপ কবি ও গ্রন্থকার ঐযুক্ত যোহান তুরী কোনো কোনো সুইডিস অধ্যাপক এই বিযয় লইয় গবেষণা করিতেছেন। লাপর সাধারণতঃ খুব ধৰ্ম্মভীরু। ভ্ৰাম্যমাণ ল্যাপদের সংখ্যা নগণ্য হইলেও সুইডেনের অর্থনৈতিক জীবনে ইহাদের দান নিতান্ত অল্প নহে। অতুৰ্ব্বর পাৰ্ব্বত্য ভূমির উপর এত কঠোর শীতের মধ্যে মাত্র হরিণ-সম্পত্তির দ্বারা তাহার যে-ভাবে জীবিক নিৰ্বাহ করে, তাহ অন্য কোনো জাতির পক্ষে সম্ভব হইত কি-না যথেষ্ট সন্দেহের বিষয়। গ্রীষ্মকালে মাত্র অল্পদিনের জন্য বনাঞ্চলে তাবু খাটাইয় তাহারা যে গৃহস্থখ ভোগ করে, তাহা বৎসরের নয় মাসের কঠোর বনে কুটার স্থাপন শীত এবং তুষার ঝড় সহ করিয়া শুধু হরিণের পাল চরাইয়। দিনাতিপাতের সঙ্গে তুলনা করিলে অতিশয় তুচ্ছ বলিয়া মনে হয় । কিন্তু এই স্বাধীন জীবন যাপনই তাহাদের জীবনের বড় আনন্দ । এই অকুৰ্ব্বর পাহাড়পৰ্ব্বতগুলিই তাহদের চিরকালের ঘরবাড়ি। সুইডিসর। তাহদের ল্যাপদিগকে বড় ভালবাসে। ইহাদের মুখের জন্য তাহার সব করিতে প্রস্তুত। ল্যাপদের এই সং এবং সাহসিক জীবন-যাপনের জন্য সুইডেনবাসী সকলেই তাহাদিগকে আন্তরিক শ্রদ্ধা ও সম্মান দিয়া থাকে।