পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S99శు স্মৃত্ত্বির ঘূর্ণ হাওয়া একে একে সকলকেই নিজের গহবরে টানিতে লাগিল । কুচারু কিরণলেখার দিকে একটা অর্থপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিল,—“মেন পার্ট আর একটি মাত্র বাকী রইল ।” কিরণলেখা সত্রাসে হাতমুখ নাড়িয়া বলিল,-“ন, আমি পারব না, দোহাই । আমি আর সব পারি, স্বধু বেটাছেলে সাজা আমার দ্বারা...” ভামাক-গিল্পী ক্লন্তিম রোষে ঝাঝিয় উঠিলেন—“তবে রে ...আর আমি বুঝি কিছুই পারি না, পারি এক বেটীছেলে সেজে নাচতে আর গাজ। খেতে “ সুচারু বলিল—“ন, তোমায় সাজতেই হবে কিরণ ঠাকুরবি, এইবার ঠিক হয়েছে—ওঁর দু’জনে সাজবেন পিকেটার, দুটে থদ্বরের টুপি হ’লে ভাল হয় ; আমি হব দারে...না, সে আর এখন বলচি না ; তুমি হবে ষ্টেশন-মাষ্টার, কিরণ ঠাকুরঝি—দাদার পোষাকও রয়েচে ; একজন পয়েণ্টস্ম্যান চাই,—তুমি হও মেজদি .” তামাক-গিন্নীর মেজমেয়ে উল্লাসে হাততালি দিয়া উঠিল—উঃ, কি মজাই হবে ... শীগগীর সাজো নতুন বৌদি—উঃ, যদি দাড়িগোফ, পরচুলো থাকত . বড়গিল্পী বলিলেন—“সে দুঃখই বা থাকে কেন ?—ও ত কলকাতা থেকে জংশন ইষ্টিশনের থিয়েটারের জন্যে দাড়িগোফ সাজগোজ মেলাই কি সব এনেচে, আর পয়েণ্টসমান সাজার জন্তে পানিপাড়ে বুধনের জামা আর পাগড়াটা আনিয়ে নিচ্চি,—সে এতক্ষণ রহড়িয়ায় তাড়ি গিলতে গেছে-- * বাকী কথাগুলো একচোট হট্টগোলের মধ্যে চাপ৷ পড়িয়া গেল। থামিলে স্বচারু হাসিয়া বলিল—“ত হ’লে ত সোনায় সোহাগ। আমরা তাহ’লে তোমার বাসা থেকেই সেজে আসচি.কিরণ-ঠাকুরঝি জান তে কোথায় সাজগুলো আছে ?...আমায় কিন্তু আলাদা ঘর দিতে হবে সাজতে বাপু—কারুর সামনে আমি সাজতে পারি না। হ্যা, ব্যাপারটা বুঝিয়ে দিই,—ষ্টেশনে নেকীরাম মাড়োয়ারীর বিলিতী কাপড়ের গাটড়ি এসেছে পিকেটারদের কাছে খবরটা পৌছে গেছে—ঠিক দলবল নিয়ে হাজির” (কিরণলেখার দিকে, চাহিয়া )—“এদিকে ষ্টেশন-মাষ্টার, বঙ্কেশ্বরবাবু অাকাবাক চালে নধর বপুখানি দোলাতে দোলাতে। --” কিরণলেখা হাসিয়া, চোখ রাঙাইয়া বলিল,--“আচ্ছ। থাম, আর ব্যাখ্যানায় কাজ নেই।” 8 ংশন ষ্টেশনে এষ্ট্যাবলিশমেন্ট ক্লার্ক রমণীবাবুর বাসায় রিহাসেল খুব জমিয়া উঠিয়াছে। রাত্রি সাড়ে নয়টা বাজে, ডাউন ট্রেন খুলিবার সময় হইয়াছে। আমাদের বড়বাবু পকেট হইতে ঘড়িটা বাহির করিয়া বলিলেন— “যাই, আমি একবার ফোন ক’রে দেখে আমি সে ব্যাট মার্কার ওদিকে ধাতস্থ আছে কিনা—গাড়িট যাচ্চে.একবার গার্ড বনোয়ারি লালকেও আসি —আমরা এখানে—সব ঠিকঠাক ক’রে এসেচি.” একটি যুবক উঠিয় দাড়াইয়া বলিল,—“আপনি বস্থন, আমি খোজ নিয়ে আসচি ; গাড় সাহেবকেও ব’লে দেব ।” বড়বাবু বলিলেন—“ন, যদি বুদ হয়ে পড়ে থাকে ত এই ট্রেনে চলেই যাব—ট্রেনখানা যাচ্চে, ওদিক থেকেও ফিফটিনাইন-আপ গুডস্ আসার সময় হ’ল—শেষে একটা কাগু---আর আমি না থাকলে ত ক্ষতি হবে ন, যাদের পার্ট আছে তারা ত রইলই. খাকে ঠিক, চলে আসচি।” টেলিগ্রাফ আপিসে প্রবেশ করিতেই তারবাৰু হাতে একটা কাগজ বাড়াইয়া বলিল,—“এই যে, আপনাকেই খুঁজছিলাম,—একটা প্রাইভেট্ মেসেজ, এই মাত্র এল।” বড়বাৰু ভয়ত্রস্তভাবে কাগজটা হাতে লইলেন ; ¥ÎžÎ¥ ¥ÙÅ¥â fäf*TWIè–“Tell Bara Babu come sharp at once Daroga entered house’—&Wo— বড়বাবুকে অতিশীঘ্ৰ আসিতে বল, বাড়িতে দারোগ প্রবেশ করিয়াছে । এই সময়ে দ্বিতীয় ঘণ্টা হওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি ব’লে রেথে