পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশ্বিন ব্যয় সাধারণকে বহন করিতে হইবে । ইহাদিগের নিকট হইতে শিক্ষার জন্য কোনও-বেতন লওয়া হইবে না। আহাৰ্য্য ব্যয় মাসিক ১৫২ টাকার অধিক পড়িবে না । জমিদারগণ র্তাহাদের প্রজাদিগের মধ্য হইতে মাসিক বৃত্তি স্বারা কতিপয় ছাত্র পাঠাইতে পারেন । এতদ্ব্যতীত বাংলা দেশে কো-অপারেটিভ সেন্টাল ব্যাঙ্কসমূহ আছে তাহারাও র্তাহাদের তত্ত্বাবধানে যে-সকল পল্লীসমিতি আছে তাহদের মধ্য হইতে কয়েকট ছাত্রকে বৃত্তি দ্বারা আমারে বেসেছি ভাল bళ8్స চারি মাসের জন্য পাঠাইতে পারেন । এতদ্ব্যতীত স্কাশন্যাল কৌন্সিল অব এডুকেশ্বন, দেশবন্ধু পল্পীংস্কার সমিতি ও শ্ৰীনিকেতন পল্লীসেবা বিভাগ ইত্যাদির স্যায় জাতীয় প্রতিষ্ঠানের পরিচালকগণের সমবেত চেষ্টা ও পরস্পর সহযোগিতায় এইরূপ একটি প্রতিষ্ঠান বাংলা দেশে গঠন করা কঠিন ব্যাপার নহে । এইজন্য এ বিষয়ে আমাদের দেশে গঠনমূলক কৰ্ম্মপদ্ধতিতে যাহারা বিশ্বাসী এইরূপ দেশভক্ত নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করিতেছি । শ্ৰীবিরামকৃষ্ণ মুখোপাধ্যায় আমারে বেসেছি ভালো, এ বটে কৌতুক-কথা,— অভিনব কী বা অভিনয় ; সৌন্দর্যাবিলাসী এই জীবনের প্রেক্ষা-পটে বিবিধ বর্ণের সমারোহ কালের তরঙ্গাঘাতে কোথায় মিলায়ে যায়,— এতটুকু চিহ্ন নাহি রয় ! তবু তার লীলা-সার্থী এ প্রণের পরে মোর অাছে এক মন্ত্রস্ত ক্ক মেহি । কামনা কল্পনা অার সমগ্র চেতন ল’য়ে রচেছিন্ন প্রাণের পৃথিবী, উজ্জ্বল গৌরব দীপ্ত আপন ভাগ্যের লিপি লিখেছিকু পুলক অক্ষরে ; শ্রাবণ-শৰ্বরীসম আশাহত রিক্ত আজ, উৎসাহের দীপ আসে নিভি,— মুছে যায় মায়ালিপি ; এ-সবার কেন্দ্র আমি, এ মমতা তাই মোর তরে । সকল ব্যর্থতা মোর যদিও পেয়েছে রূপ ক্ষোভ আর গ্লানির গরলে, অশ্রুর অশ্রত ধ্বনি মৰ্ম্মে মৰ্ম্মে মিশে আছে অঞ্জীবন রাত্রি দিনমান ; তবুও পেয়েছি মোর সার্থকতা সত্তাটুকু স্নান মৌন অস্তরের তলে, আমার স্থিতির রাজ্যে সম্রাট করেছি তারে গাহিয়াছি তারি জয়গান । অনস্ত দৈন্যের দায়ে হিয়ার ক্রনন জাগে নাহি তার সাত্বনার ভাষা, মেদুর মৃত্যুর পাশে বসে আমি তবু রাখি মোর তরে প্রেম ভালবাসা । e =& আমারে বেসেছি ভাল এ এক বিচিত্র কথা,— এ মোর সার্থক অহঙ্কার, পূর্ণতার প্রাণ-তন্ত্রী রিণি রিণি বেজে ওঠে নবতর প্রকাশের স্থরে ; খণ্ডিত ভাবনাগুলি আজ তাই, পুঞ্জীভূত লালসার মোহ-অন্ধকার নব জীবনের প্রাতে অখণ্ড আলোক হয়ে দীপ্ত লীলা-রাগ-রশ্মি স্ফুরে । আজ বুঝিয়াছি মোরে, প্রাণ ভরি লইয়াছি এই মৰ্ম্ম-মুকুল-আস্ত্ৰাণ, গীতরিক্ত বাউলের সার্থক হয়েছে তাই অবরুদ্ধ অশ্রীর সঞ্চয় ;— দুর্লভ প্রেমের রসে তৃপ্ত হ’ল তিক্ত তনু ক্লেদক্লিষ্ট পিপাসিত প্রাণ, অকুষ্ঠিত আনন্দের উৎস-লোকে সঞ্চরিছে আত্মা মোর একাকী নিৰ্ভয় । ভালবাসিয়াছি মোরে, পাইয়াছি এ মনের চিরস্তন রহস্য-সন্ধান, দেহের দাবির পরে আত্মার অস্তিত্ব ল’য়ে নাহি আর কলহ সংশয় ; জীবন যৌবন সত্য, সত্য প্রেম ভালবাসা,— মিথ্যা কি যে এর সমাধান আজিও হ’ল না বন্ধু, তবু মোরে ভালবাসি, জেনে রাখি আত্ম-পরিচয় । নর নারী এই পথে আনাগোনা নিত্য করে পৃথিবীর পূর্ণতার মুখে আমিও রয়েছি বেঁচে ভালবাসিবারে - - তাই আপনারে অপূৰ্ব্ব কৌতুকে ।