পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

والسياسيW ఏ99áు “আলোচ্য প্রদর্শিত অনিষ্ট্রের প্রতিকারের উপায় কি ? বিশ্ববিদ্যালয় পরীক্ষার ভাষা এবং নিয়মাদি সম্বন্ধে কতক কতক পরিধৰ্ত্তন করিলে উপকার হইতে পারে, কিন্তু এই বিষয়ের আমি যখনই অবতারণা করিয়াছি তখনই আমাদের স্বদেশীয়দের নিকট হইতেই আপত্তি উথাপিত হইয়াছে। এতৎ সম্বন্ধে আমাদের মধ্যে পাব্লিক ওপিনিয়াম অনেকটা পরিবর্তন হওয়া অবিশ্বক। আমি সময়ে সময়ে এ সম্বন্ধে প্রস্তাব বিশ্ববিদ্যালয়ের সম্মুখে আনিব মনে করিয়াছি, কিন্তু যে পর্যন্ত এই পরিবর্তন সাধিত না হয় কিছুই করা যাইতে পারিবে না বলিয়া নিরস্ত হইয়াছি।” হেমেন্দ্রপ্রসাদ বাবু অতঃপর তাহার প্রবন্ধের অন্য এক জায়গায় লিখিয়াছেন — ইহার পরে বিশ্ববিদ্যালয়ে পাঠ্যতালিকার কতক পরিবর্ত্তন হয় এবং আশুতোষ মুখোপাধ্যায় যখন ভাইস-চ্যান্সেলার নিযুক্ত হয়েন, তখন পারিপাশ্বিক অবস্থারও কতকটা পরিবর্তন হইয়াছে । সেই সময় বিশ্ববিদ্যালয়ের প্রাবেশিক ও অন্ত কয়টি পরীক্ষায় বাঙ্গালী শিক্ষার্থীর পক্ষে বাঙ্গল ভাগ অবশুপাঠ্য বিষয়ের তালিকাভুক্ত হয় ।” বাঙালীর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এবং তন্নিমিত্ত শিক্ষায় বাংলাকে স্থান দিবার জন্য বঙ্গীয়-সাহিত্য-পরিযৎ কিরূপ চেষ্টা করিয়াছিলেন, তাহার আংশিক বৃত্তান্ত পরিষদের কয়েকটি বাযিক বিবরণী ও পুরাতন সাহিত্যপরিষৎ-পত্রিকা হইতে দিতেছি । প্রথম বার্ষিক বিবরণীতে ১৩০১ সালে পরিষদের চতুর্থ অধিবেশনে স্ত্রীযুক্ত হীরেন্দ্রনাথ দত্ত, এম্-এ, বি-এল, ও শ্ৰীযুক্ত রজনীকান্ত গুপ্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চতর পরীক্ষায় বাঙ্গালা প্রচলনে উদ্যোগার্থ দুইটি প্রস্তাব করেন । প্রথম প্রস্তাবটির উদ্বেগু-প্রবেশিক পরীক্ষা পৰ্য্যন্ত সাহিত্য ব্যতীত ভূগোল ও গণিতাদি বিষয় বাঙ্গালা ভাষায় শিক্ষা দেওয়া হউক। শ্ৰীযুক্ত রজনীকান্ত গুপ্তেয় প্রস্তাবটির উদ্দেপ্ত,-এল্‌-এ ও বি-এ পরীক্ষায় সংস্কৃত ভাষালোচনার সহিত বাঙ্গালী ভাষালোচনারও বাবস্থা থাকুক । পরিষদ এই বিষয় আলোচনার ভার মালনীয় শ্ৰীযুক্ত গুরুদাস বন্দ্যোপাধ্যায়, এম এ, ডি এল, শ্ৰীযুক্ত নন্দকৃষ্ণ বক্ষ, এম এ, সি এসৃ, ঐযুক্ত রজনীকান্ত গুপ্ত, শ্ৰীযুক্ত হীরেন্দ্রনাথ দত্ত, এম এ, বি এল, এবং ঐযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর এই পাঁচ জনের প্রতি অর্পণ করিয়াছেন ।... আনন্দের বিষয় যে, তাহারা প্রস্তাব দুইটি সম্বন্ধে ইতিমধ্যে দেশের সুশিক্ষিত ও সন্ত্রান্ত ব্যক্তিদিগের মতামত সংগ্ৰহ করিয়াছেন । মাননীয় শ্ৰীযুক্ত গুরুদাস বণ্যোপাধ্যায় এই কাৰ্য্যে যেরূপ উৎসাহ ও অনুরাগ দেখাইতেছেন, তন্নিমিত্ত পরিষদ উপহার নিকট কৃতজ্ঞ না হইয়। থাকিভে পারেন না । পরিষদের তৃতীয় বাষিক বিবরণীতে দেখিতে পাই, “বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাণ্টি অব আর্টু" সভা পরিষদের প্রস্তাব বিবেচনা করিবার ভার ধে সমিতির উপর অর্পণ করেন সেই সমিতি স্থির করিয়াছেন যে পরীক্ষার্থীর ইচ্ছা করিলে এফ এ ও বি এ পরীক্ষায় নিরূপিত বিষয় ব্যতীত বাঙ্গালা রচনা বিষয়ে পরীক্ষা দিতে পারিবেন ও পারদর্শিত দেখাইতে পারিলে এক একখালি প্রশংসাপত্ৰ পাইবেন।” দেখিতে পাই, সন সাহিত্য-পরিষৎ-পত্রিকার ১৩০২ সালের কাব্লিক ংখ্যার পরিশিষ্টে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টারকে লিথিত পরিষদের তৎকালীন সভাপতি শ্রযুক্ত রমেশচন্দ্র দত্তের একটি ইংরেজী চিঠি প্রকাশিত হইয়াছে। উহার তারিখ ২৫শে সেপ্টেম্বর, ১৮৯৫ । এই চিঠি হইতে জান৷ যায়, প্রবেশিকা পরীক্ষায় ইতিহাস ভূগোল ও গণিতের প্রশ্নের উত্তর ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত প্রচলিত কোন ভাষায় দিতে পারিবে এই নিয়ম প্রবর্তনের অঙ্গুরোধ ঐ চিঠি দ্বারা বিশ্ববিদ্যালয়ের নিকট পেশ কর। হইয়াছিল । অমুরোধটি এই – “That the Pniversity be moved to adopt a regulation to the effect that in History, Geography and Mathematics, at the Entrance Examination the answer may be given in any of the living languages recognized by the Senate.” বঙ্গীয়-সাহিত্য-পরিযং স্বীয় স্থাপনকাল হইতেই বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ব্যবহারের যে চেষ্টা করিয়াছেন, তাহা কতকটা সফল হইয়াছে এবং চার পাচ বৎসরের মধ্যে আরও সফল হইবে। এই সাফল্যলাভকল্পে স্তর আশুতোষ মুখোপাধ্যায়, তাহার সহকর্ষিগণ, এবং তাহার মৃত্যুর পর র্তাহার উদ্দেশ্যসাধকবর্গ যাহা করিয়াছেন, তাহার জন্য র্তাহারা প্রশংসাভাজন। এখন বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার নিমিত্ত ইতিহাস ভূগোল গণিত ও নানা বিজ্ঞান বিষয়ে পাঠ্যপুস্তক রচনা যাহাতে স্বপ্রণালী অনুসারে হয়, তাহাতে বঙ্গীয়-সাহিত্য-পরিষদকে মন দিতে হইবে । পরিষৎ পারিভাষিক শব্দ রচনায় বরাবরই মন দিয়৷ আসিয়াছেন। পরিষদের সভ্য ও অন্যান্ত বিদ্বান ব্যক্তিদের এতদ্বিষয়ক চেষ্টার ফল পরিযৎ-পত্রিকায় এবং অনেক মাসিক পত্রের নানা সংখ্যায় বিক্ষিপ্ত হইয়া আছে। সেগুলি সংগ্রহ এবং স্বনিৰ্ব্বাচন ও সম্পাদন করিয়া একখানি পারিভাষিক শবকোষ বাহির করিতে পারিলে ভাল হয়। তাহা পরিশ্রম সময় ও অর্থ সাপেক্ষ। আপাতত: পরিষৎ, পরিষৎ-পত্রিকার ও নানা মাসিক পত্রের কোন কোন সংখ্যায় পারিভাষিক শব্দের সংগ্রহ ও তৎসম্বন্ধে আলোচনা আছে, তাহার একটি তালিকা যদি প্রস্তুত করিয়া প্রকাশ করেন, কিংষ তাহা প্রকাশের জন্য দৈনিক,