পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশ্বিন a ; সংখ্যালঘিষ্ঠের যদি বলে, আমরা প্রভূত্ব করিব, প্তাহাও নিৰ্ব্বিবাদে চলিবে না। - গণতান্ত্রিক রাজনৈতিক প্রথার বিশিষ্টত। এই, যে, তাহাতে আজ যে-দল সংখ্যালধিষ্ঠ কাল সে-দল অধিক জনহিতৈষণা কম্মিষ্ঠতা প্রভৃতি দ্বার সংখ্যাগরিষ্ঠ হইতে পারে, এবং কোন দলই চিরকাল বা অতি দীর্ঘকাল ংখ্যালঘিষ্ঠ বা সংখ্যাগরিষ্ঠ থাকে না। কোন দলই মনে করিতে পারে না, যে, তাহাদিগকে চিরকাল বা দীর্ঘকালের জন্য পশুর মত অন্যের হাতে সপিয়া দেওয়া হইয়াছে। এই প্রকারে, সংখ্যাগরিষ্ঠ কোন দলের দোষ বা অকৰ্ম্মণ্যতায় দেশ বরাবর ক্ষতিগ্রস্ত হয় না, ঐ দল ক্ষমতাচ্যুত হয়। কিন্তু তাহারা দোষমুক্ত ও কম্মিষ্ঠ হইলে আবার শাসন-ক্ষমতা লাভ করে । এই প্রকারে দেশ সকল দলের সেবা পাইয় প্রগতিশীল ও শক্তিশালী হইতে পারে । আমরা ইংরেজদের অধীন হইলেও একেবারে মনুষ্যত্ব হারাই নাই, পশু হইয়। যাই নাই । তাহার! আমাদিগকে যে-ভাবে শাসন করিতেছেন, তাহার পরিবর্তন সাধন আপাততঃ আমাদের সাধ্যায়ত্ত না হইতে পারে। কিন্তু তাই বলিয় তাহারা তাহদের ইচ্ছামত এবং আমাদের ইচ্ছার বিরুদ্ধে আমাদিগকে যে-কোন রকম শাসনপ্রণালীর অধীন করিতে পারেন, র্তাহারা যেন এরূপ মনে না করেন। এইরূপ প্রভু-বদল দাসত্ব প্রথায় হয়, সভ্য রাষ্ট্রীয় শাসনে হয় না । স্যর নীলরতন সরকারের সপ্ততিপূৰ্ত্তি মহারাষ্ট্র অঞ্চলে হিন্দুদের মধ্যে কাহারও যাট বৎসর शश्न भूश्हेिण ख्छ्णजएका आमझश्रुक अश्ग्रोन रो থাকে। এই উপলক্ষ্যকে ষষ্টিপূৰ্ত্তি বলে । লোকমান্ত টলকের ষাট বৎসর বয়ঃক্রম হইবার পর উৎসব হইয়াছিল । সম্প্রতি ডাহার শিষ্য নরসিংহ চিস্তামন কেলকার মহাশয়ের বটপূৰ্ত্তি উৎসব হইয়া গিয়াছে। বিবিধ প্রসঙ্গ—স্যর নীলরভম সরকারের সপ্তভিপূৰ্ত্তি yు কাহারও সত্তর বৎসর বয়স পূর্ণ হইলে তদুপলক্ষ্যে তাহার সপ্ততি-পুষ্টি অনুষ্ঠিত হইতে পারে। যেমন জগদীশচন্দ্র এবং রবীন্দ্রনাথের হইয়াছে। সম্প্রতি ডাক্তার স্তর নীলরতন সরকারের সপ্ততি-পূৰ্ত্তি অনুষ্ঠিত হইয়াছে। এই উপলক্ষ্যে কলিকাতার ও বঙ্গের অন্য অনেক স্থানের লোকেরা তাহার সে-সকল সত্য প্রশংসা করিয়াছেন, তাহা বাংলা দেশের অনেক কাগজে বাহির হইয়াছে। অন্ধ দেশীয় বিখ্যাত নেতা শ্ৰীযুক্ত চিত্বরাভরী যজ্ঞেশ্বর চিন্তামণি র্তাহার সম্পাদিত এলাহাবাদের প্রসিদ্ধ দৈনিক লীডারে ডাক্তার সরকারের সম্বন্ধে বাহ লিথিয়াছেন, আমরা এখানে তাহ উদ্ধৃত করিয়া দিতেছি । "He is an uncommon example of a very poor young man who pursued high education in circumstances of hardship and privation which bring to the mind the parallel and earlier case of Sir Muthuswami Ayyar, whose birthday centenary was celebrated in Madras in February last. And Sir Nil Ratan has been as great a success and made as honourable and distinguished a 'name for himself in the sphere of his choice-medicine—as Sir Muthuswami did in law. We doubl if there are half a dozen doctors all over India who have attained the like eminence. But Sir Nil Ratan has never confined himself to the practice of his profession. He has taken keen interest in education, politics and industrial development. He rose to be Vice-Chancellor of his alma mater, Calcutta University, to whose service he has ungrudgingly given many years. He was actively associated with the Bengal Technical Institute, and did much practical work for the development of tanning and leather work in Bengal. In politics he was of the Congress until it became a non-co-operating body and has afterwards been on the whole a non-party man. He too is a Brahmo, and is the head of a very accomplished family. We may add that Sir Nil Ratan has been the friend and doctor of nearly every political leader of Bengal-of Ananda Mohan Bose, Surendranath Banerjea and Bhupendranath Basu among others—and also of Mr. Gokhale, who was looked upon in Bengal almost as a Bengalee himself.