পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঞ্জি বাড়ার জরিণী নকুল । لقيتا سمحت -ا যাতায়াতের একটি দরজা আছে, তাহ দিয়া স্নানাগারে মুখ পাইপ—তদ্বারা ইহাও অস্তঃপুরচারিণীদিগের এখন ও বাতায়াত করা যায় । দীঘির উত্তর-পশ্চিম কোণে থষ্টকোণবিশিষ্ট একটি দালান আছে। তাহার পরিধি চব্বিশ ফিট । প্রত্যেক কোণের পাশে একটি করিয়৷ ক্ষুদ্র প্রকোষ্ঠ। দেওয়ালে মূৰ্ত্তিকানিৰ্ম্মিত নল ভগ্নাবস্থায় পড়িয়া আছে । রাজবাড়ির নক্সায় সাতাইশ ঘরা দীঘির উত্তর-পশ্চিম কোণে এই স্নানাগারের স্থান দেথান হইয়াছে। অন্দরমহলে আর একটি পুকুরের পশ্চিম পাড়েও কয়েকটি কক্ষবেষ্টিত দালান আছে এবং তৎসঙ্গে প্রস্তরনিৰ্ম্মিত একটি বৃহৎ কুপ । ইহার দেওয়ালেও মানাগার বলিয়া ধারণ করা যায় । পাণ্ডুয় এবং তন্নিকটবৰ্ত্ত গ্রামসমূহে পুষ্করিণী অসংখ্য। প্রত্যেকটিতেই এক, দুই বা ততোধিক বাধা ঘাট । কোথাও ইষ্টক-নিৰ্ম্মিত রাজবস্তু, স্থানে স্থানে ভগ্ন অট্টালিকা, ইষ্টক স্তুপ, ভগ্ন প্রাচীর এবং দেবমন্দিরের ধ্বংসাবশেষ দুষ্ট হয়। এক স্থানে একটি জঙ্গলাকীর্ণ মন্দিরের মধ্যে ভগ্ন শিবলিঙ্গও দেখিয়াছি । ইহা যে কোনও সময়ে অত্যন্ত সুশোভিত, সমৃদ্ধিশালিনী ও জনাকীর্ণ নগরী ছিল তাহাতে সন্দেহ নাই ।