পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

W8V খুব স্পষ্ট। নিকটের আকাশে নক্ষত্র-সংখ্যা চারিদিকেই প্রায় সমান-সমান, সেজন্য উজ্জল নক্ষত্রগুলি আকাশে সমানভাবেই সন্নিবিষ্ট মনে হয়। কিন্তু দূরের আকাশে নক্ষত্রের মোট সংখ্যা ছায়াপথের দিকেই অত্যন্ত অধিক, সেজন্য দূরের নক্ষত্র অন্যান্য স্থানে দৃষ্ট ন হইলেণ্ড ছায়াপথের দিকেই ইহাদের সমষ্টিগত আলোক অস্পষ্ট ও অহঙ্গল রেথারূপে প্রতিভাত হয় । নক্ষত্রমগুলের প্রলম্বিত দিকটিকেই এই ছায়াপথ সূচিত করিতেছে। আকাশে নক্ষত্রের সমাবেশ সম্বন্ধে আরও অনেক বিশেষত্ব ৪ নুতন তথ্য আজ জানা গিয়াছে। নক্ষত্রের এইরূপ সংস্থান বিনাস ও বিশেষত্ত্বের *f;q ft y Tosoft-of-satz (statistical calculation) সাহায্যে ইঙ্গার উত্তর সম্ভব হইয়াছে। অসংখ্য নক্ষত্রের মধ্যে প্রত্যেকটি নক্ষত্রের গতিবিধি অত্যন্ত জটিল । এই গতিবিধি নিদ্ধারণে গতি-বিজ্ঞান পরাস্ত হইয়াছে। কিন্তু প্রত্যেক নক্ষত্রের গতিবিধি স্বাক্ষভাবে নিদ্ধারিত ন হইলেও সাধারণভাবে এ-বিষয়ে মীমাংসা সম্ভব । যেমন কোন দেশে ষেপানে লক্ষ লক্ষ লোকের বাস, প্রত্যেক ব্যক্তির জীবনের গতিবিধি সূক্ষভাবে জান। না থাকিলেও সে-দেশের আর্থিক ও নৈতিক অবস্থ, জন্মমৃত্যুর গড়পড়তা হার প্রভৃতি বিষয়ে সিদ্ধান্ত কর। ধাইতে পারে। সাধারণভাবে বলা যাইতে পারে, আকাশে প্রত্যেক্ষ নক্ষত্রেরই কক্ষ আছে । কক্ষে একবার ঘুরিয়া আসিতে তাহার কোটি কোটি বৎসর লাগে । গতিজ্ঞেরা বলেন, নক্ষত্রের বয়স কমপক্ষে পঞ্চাশ সহস্ৰ কোটি বৎসর– স্বতরাং ইহাদের প্রদক্ষিণকাল কোটি কোটি বৎসর হইলেণ্ড ইহার জন্মের পর অনেক সহসবার নিজ নিজ কক্ষে ঘুরিয়া আসিয়াছে। অনেক সহস্রবার নিজ নিজ কক্ষে ঘুরিয়া মনে হয় আকাশে ইহাদের সংস্থান ও সমাবেশ অনেকটা স্থায়ী হইতে পারিয়াছে । এই সংস্থিতি ও বিন্যাস পূৰ্ব্ব-বর্ণিত নক্ষত্রমণ্ডলেরক্ট তাকুরূপ হইবে-সমষ্টিগত গণনার ইহাই সিদ্ধাস্ত । এই সিদ্ধান্তের মূলে একটি অল্পমান আছে। অকুমানটি এই যে, সমস্ত নক্ষত্রের সমষ্টিগত একটি আবর্তন আছে । এই অকুমান আজ বাস্তব বলিয়া মনে হইতেছে। {EEEE; S99āు Oort, Plaskett প্রভৃতি বৈজ্ঞানিকদিগের গবেষণার ফলে মনে হয় মহাচক্রের স্কায় নক্ষত্রমণ্ডল ত্ৰিশ কোটি বৎসরে একবার আবৰ্ত্তিত হইতেছে। এই নক্ষত্রমণ্ডলের ভিতর আরও এক নক্ষত্রসম্প্রদায়ের কথা জানা আছে । ইহারা অনেকট। বুভাকার স্তবকের স্তায় বলিয়৷ ইহীদের গোলক-নক্ষত্র-স্তবক ( globular clusters) oil & I of axologo আকাশে প্রায় এক শতটি দেখা গিয়াছে। হারকিউলিস মণ্ডলের নক্ষত্রস্তবক ইহাদের অন্যতম । এই সকল স্তবকের সংস্থান ও সমাবেশ সম্বন্ধেও সন্তোষজনক মীমাংসা সম্ভব। নক্ষত্রমগুলের বাহিরে অনেক নীহারিকা দেখা যায়। সপ্তর্ষিমণ্ডল ও য়্যানড্রোমিড মগুলের রুগুলীকৃত নীহারিক ও অন্যান্ত নীহারিকা এই নক্ষত্রমণ্ডলের বহি ভূত। এই বাহিরের নীহারিক দেপিয়াই হাশেল ইহাদিগকে দ্বীপজগৎ ( Island বলিয়াছিলেন। মহানক্ষত্রমগুলের নিকট এই সকল নীহারিক ক্ষুদ্র দ্বীপেরই মত । নক্ষত্রমগুলের নক্ষত্রের সংখ্য৷ নানা দিক হইতে ইহার যুক্তিসঙ্গত উত্তর দিবার চেষ্টা হইয়াছে। শেপলী (Shapeley ) বলেন, নক্ষত্রমগুলে সমস্ত নক্ষধের সংখ্যা মোটামুটিভাবে দশ সহস্ৰ কোটি হুইবে । বিখ্যাত জ্যোতিবিলৎ এডিংটন অন্ত এক ভাবে গণনা করিয়া বলেন যে, স্বর্ষ্যের কক্ষের ভিতরেই সমস্ত নক্ষত্রের ওজন সাতাইশ সহস্ৰ কোটি স্বৰ্ব্যের সমান। এই ংখ্য নক্ষত্রের ভিতর মাত্র এক সহস্ৰ কোটি দূরবীণ দিয়া দেখা গিয়াছে। শুধু-চোখে আড়াই হাজার নক্ষত্রও দেপা ধায় কি-না সন্দেহ । এই অগণিত নক্ষত্র আকাশে ইতস্তত পরিভ্রমণ করিলেও ইহাদের সংঘর্ষের সম্ভাবনা নাই বলিলেই হয় । ইহাদের রঙ্গভূমি ইহাদের সংখ্যার তুলনায় অপরিসীম বলিয়াই মনে হয় । সমস্ত পৃথিবীতে যদি কুড়িটি মাত্র বিলিয়ার্ড বল খুব বেগেও ছুটাছুটি করে তাহ হইলে সংঘর্ষের ভয় কোথায় ? নিকটবর্তী হইবারও সম্ভাবনা কম। দৈবাৎ যদি দুইটি নক্ষত্র অত্যন্ত কাছাকাছি হইয়া পড়ে, তাহা হইলে পরস্পরের universe ) কত ?