পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাত্র গণ্ডগোল ৰাধেই । নৃপেন্দ্রবাবু উপস্থিত থাকিলে তাহ ८क्नेलूव्र अञ्चनब्र इच्च मा, डिनि ज्राज्र निम्न थाभाहेब्र দেন। না হইলে যামিনীর চোখে প্রায় জল আসিয়া যায়। মা থাকিলে মিহিরকে বড় বেশী কড়া শাসনে থাকিতে হয়, এখন যেন মিহির যামিনীর উপর দিয়া তাহারই শোধ তুলিতেছে। আজ পিতা পুত্রে এক সঙ্গে খাইতে আসাতে যামিনীর আর বেশী ভোগ ভুগিতে হইল না। নৃপেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন, “তোমাকে বড় শুকনো দেখাচ্ছে যে মা, শরীর कि छांज cनई ?” ঘামিনী বলিল, “না বাবা, শরীর ত কিছু খায়াপ নেই। ডাক্তার নন্দীকে কি পুরীতে যাওয়ার কথা কিছু বলেছ ?” নৃপেন্দ্রবাবু বলিলেন, “বলেছি, তবে তিনি এ সপ্তাহে যেতে পারবেন না। ভয়ের বিশেষ কারণ নেই বলছেন, নূতন দু-তিনটে ওষুধ লিখে দিলেন, সেগুলো আজ পাঠাচ্ছি, দেখি খেয়ে কেমন থাকেন। একলা থাকার দরুণ নার্ভাস্ হয়ে পড়েছেন আর কি ? উপায় থাকলে একবার গিয়ে দেখে আসতাম।” যামিনী বলিল, “সকলে মিলে গেলে হয় একবার ।” নৃপেন্দ্রবাবু বলিলেন, “সে কি আর সম্ভব। তোমাদের সব পড়া কামাই হবে, তোমার মা তাতে বরং আরও বিরক্তই হবেন।” নৃপেন্দ্রবাৰু চলিয়া গেলেন, মিহিরও মিনিট পাচেক পরে বিদায় হইল। যামিনী স্নান করিতে উপরে চলিয়া গেল । দুপুর বেলাট খানিক ঘুমাইয়া খানিক পড়াশুনা করিয়া তাহার এক রকম কাটিয়া গেল। কিন্তু ঘড়িতে তিনটা বাজিয়া যাওয়ার পরেই আবার তাহার মন অস্থির হইয়া উঠিল । সময়টা আর যেন কাটিতে চায় না। কতবীর ষে সে উপর-নীচ করিল, জানালার পরদা সরাইয়া নীচের রাস্তাটা দেখিয়া আসিল, তাহার আর ঠিক ঠিকানা নাই। হতভাগ চাকরগুলার দিবানিজার ঘটা দেখ না, এখনও তাহাদের উঠিবার সময় হইল না । সমস্ত বাড়িটার डिङब्र वांशिनैौ ७कला खांगॅिब्रां । भिश्ब्रि आहे छूण हरेंड আলিয়া পড়িল বলিয়া, তাহার পর চা জলখাবার ঠিক না बाङ्क-कन W6"C) পাইলে সে যামিনীরই প্রাণ অতি করিয়া তুলিবে। কিন্তু ঘড়িতে সাড়েতিনটাও যেন আর বাজিতে চাহে না, ঘড়ির কাট। স্কুইটাও কি নড়িতে ভুলিয়া গিয়াছে। নিজের অধীরতায় নিজেই লজ্জিত হইয়া যামিনী শেষে চেয়ার টানিয়া বসিয়া পড়িল। একখানা বই খুলিয়৷ পড়িতে আরম্ভ করিল। ইহার দশ পৃষ্ঠা সে পড়িবেই, তা একলাইনৎ তাহার ভাল লাগুক আর নাই লাগুক, একটা বর্ণও তাহার মস্তিষ্কে প্রবেশ করুক আর নাই করুক। দশ পুষ্ঠা শেষ হওয়ার আগে ঘড়ির দিকে সে একবারও তাকাইবে না। যাক, এই উপায়ে সময় খানিকট কাটিয়া গেলই । যামিনীর পড়া শেষ হইবার আগেই নীচে কলঘরে হুড়হুড় করিয়া জল পড়িতে লাগিল, ভজহরি ও ছোট্টর সাড়া পাওয়া গেল, এবং যামিনী বই তুলিয়। রাশিতে-নারাখিতেই মিহিরের পায়ের শব্দে সিড়ি মুখরিত হইয়া छेट्रैिल । - বই খাত বিছানার উপর ছুড়িয়া ফেলিয়। মিহির তাহার দরজার কাছে আসিয়া চীংকার করিয়া ডাকিল, “দিদি, চ খেতে আসবে না ?” যামিনী বলিল, “তুই ধ। ছোটু, তোকে চা দেবে এখন। আমি যাচ্ছি একটু পয়ে ।” জানালার কাছে পথের দিকে একদৃষ্টে তাকাইয়া সে দাড়াইয়া রহিল। কিন্তু যাহার প্রত্যাশায় তাহার বিশাল চক্ষু দুইটি আগ্রহাকুল হইয়া উঠিয়াছিল, তাহার দেখা মিলিল না। চারিটা বাজিল, ক্রমে সাড়ে চারিটাও বাজিয়া গেল, প্রতাপের দেখা নাই। যামিনীর চোখে জল আসিয়া পড়িল, বুকের ভিতরটা ব্যথায় মোচড় দিতে atform 1 or s footfi, “the course of true love never did run smooth," Tsio wists on হইতে শুধু নিরাশা আর বেদন, ইহার অবসান কোথায় হুইবে কে জানে ? যামিনীর আর দাড়াইতে ইচ্ছা করিল না, ধীরে ধীরে গিয়া সে নিজের বিছানায় গুইয়া পড়িল । কতক্ষণ এইভাবে সে পড়িয়া ছিল, তাহা তাঙ্কার निद्रजब्र थांब्रनी हिल मां । इ*ां९ सनिज प्रब्रजांब्र निकट्टै