পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈশাখ শিল্পী \9כ হাঁয় রে কোথা যুদ্ধ কথা শ্রাবণের শর্বরীতে কালিন্দীর কুলে, হৈল গত চারি চক্ষে চেয়ে দেখা কদম্বের মূলে স্বপ্ন মত । সরমে সন্ত্রমে—একি শুধু দেবতার ? পুরাণ-চিত্র বীর-চরিত্র এ সঙ্গীত-রসধারা নহে মিটাবার অষ্ট্র সর্গ, দীন মর্ত্যবাদী এই নরনারীদের কল খও তোমার চণ্ড প্রতি রজনীর আর প্রতি দিবসের ময়ন খড়গ | তপ্ত প্রেম-তৃষা ? রৈল মাত্র দিবারাত্র 家 家 孪 প্রেমের প্রলাপ, দিলেম ফেলে ভাণী কেলে বৈষ্ণব কবির গাথা প্রেম-উপহার কীৰ্ত্তি-কলাপ | বাংলার একজন লব্ধপ্রতিষ্ঠ কবি বৈষ্ণব কবিতাকে বিদ্রুপ করিয়াছিলেন। উপসংহারে রবীন্দ্রনাথের ভক্তি এ শ্রদ্ধার অর্ঘ্য উদ্ধৃত করি । শুধু বৈকুণ্ঠের তরে বৈষ্ণবের গান ? পূৰ্ব্বরাগ, অনুরাগ মান অভিমান, অভিসার, প্রেমলীলা, বিরহ, মিলন, কুন্দাবন-গাথা—এই প্রণয়-স্বপন তোমর মুছিয়া যাও একে একে রৌদ্র দিনগুলি সাথে সাথে একে ধাও ঝিলিমিলি অনন্ত বিজুলী মৃত্যুর তিমির নভে। শরতের প্রভাতের মত তোমরা খসায়ে যাও শুভ্র মুগ্ধ পুষ্প শত শত সাথে সাথে একে দাও দুগ্ধ আলিপন মরণের খামতৃণে । জীবনের যা কিছু বেদন সেথায় ফুটায়ে তোল জীবনের দীপ্ততম ছবি ! মরণের কেহ নহ তোমরা জীবন, শিল্পী, কবি। চলিয়াছে নিশিদিন কত ভীরে ভার বৈকুণ্ঠের পথে । মধ্য পথে নরনারী অক্ষয় সে স্থধারাশি করি কড়াকড়ি লইতেছে আপনার প্রিয় গুহতরে যথাসাধ্য যে যাহার । মহাকাব্য রচনা করা রবীন্দ্রনাথের ঘটিয় উঠে নাই, কিন্তু তিনি মহাকবি কি না জগতের সকল সাহিতো, সকল ভাষায় তাহার মীমাংস হইয়া গিয়াছে। শিল্পী শ্রীঅতুলকৃষ্ণ পাল আমরা হারাই শুধু। মুছে যাই ধুয়ে যাই সব জীবনের রক্ত, নীল, শুভ্র, পীত, অনন্ত বৈভব শিথিল মলিন হাতে। মরণের কণাগুলি লয়ে আমরা গড়েছি হায় মরণের জয় যাত্র বয়ে জীবনের অঙ্কে অঙ্কে । জীবনেও মরণের ডোর জড়ায়ে জড়ায়ে রচে রৌদ্রহীন কুহেলীর ঘোর। F

  • *

C -

దా:E:E:డా:=ఙ w o ē