পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ꬃፃe গরিব, এদের যেখানে ধর সেইখানেই ঘর। এরা খাচার পার্থী নয় ; বনের পার্থী। ভারী আনন্দ হ’ল এদের দেখে, তাই তাবুস্থদ্ধ দুই-চারি জনকে স্কেচ করে নিলুম। গাড়ী । আবার চলল। বেলা জাটুটার সময় গাড়ী থামল গিয়ে ుణ్ణి نيابة به قة ة . . . تي * r ""、"之 f . a ঘাঘরাওয়ালীদের ভাবু পাটনা শহরে । এখানে টাঙার প্রচলন বেশী, বাস, ট্যাক্সির সংখ্যা কম। টাঙা ক’রে পিণ্ট হোটেলে গিয়ে ওঠা গেল । হোটেলটির একটু বিশেষত্ব আছে। সাহেবী ধরণে টেবিল, চেয়ার, ফুলগাছের টব প্রভৃতি দিয়ে সাজান, পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলওয়ালা বাঙালী ভদ্রলোক । খাবার-দাবারও বাঙালী ধরণের—ভালই। এখানে একটা পাহাড়ী ময়না আছে। ময়নাটা ‘বন্দেমাতরম, ‘মহাত্মাকী জয়, “দেশবন্ধুকী জয় বেশ বলতে পারে। যে-কয়দিন পাটনায় থাকা হবে, তা এখান থেকে উঠে গিয়ে রাজা রামমোহন সেমিনারীতেই কাটিয়ে দেওয়া যাবে ঠিক হ'ল। প্রকাগু হলঘরে দেয়ালের চারিদিকে ছবি টাঙানো, পরিষ্কার পরিচ্ছন্ন । এই সেমিনারিটি পাটনা নিউ-সিটিতে অবস্থিত। এই নিউ-সিটিতে সরকারী বাড়িগুলো অতি স্বন্দর, অথচ সাদাসিধে ধরণের। খুব উচু উচু। সৰ বাড়িরই প্রবেশদ্বার দক্ষিণ মুখে, বাড়িগুলির রং হলদে। এ শহরে পিচের বড় রান্ত বলতে একটি। এখানকার কলেজগুলিও বেশ, কলেজের शंजरनब्र लिङब्र भूगनषांटमब्र गरषणारे cबकै। शंजटनब्र S59ళీ> cषणांब्र भा?, खिभल्लांनिब्रांभ झल ८मथद्रल ८ब* च्षांनन झग्न ॥ এখানে দ্বারভাঙ্গার মহারাজার বাড়িটি বিশেষ ভাবে উল্লেখযোগ্য । গঙ্গার উপরেই এই বিশাল বাড়ি, இாஇ_. - & জারভাঙ্গার মহারাজার ঘাট, পাটন। বাড়িটিকে বহু অর্থব্যয় ক’রে কারুকার্ধ্যখচিত করা হয়েছে। এর পিছনে বাড়ির সংলগ্ন দ্বারভাঙ্গা মহারাজার ঘাট, ধাপে ধাপে নেমে গিয়েছে গঙ্গায়। পাটনায় গজার ধার অতি কদৰ্ঘ্য । ইটের ফাক দিয়ে সব কাটা গাছ উঠেছে। বড় বড় নালা যত সব ময়লা দুৰ্গন্ধ জল কাদা নিয়ে গঙ্গায় এসে পড়ছে, এখানে সেখানে দু-একটা আধ-থেকে মরা, পচা কুকুর-বেরাল পড়ে রয়েছে, দুই একটা শৰ কাপড়ের পুটলির ভেতর পচে ফেপে স্বত রাজ্যের মাছি সংগ্ৰহ ক'রে গজার ধারে যে-জায়গায় জল কম সেখানে এসে লেগে রয়েছে। अब्रहे भांकथान निरब्र निcबहिनूम थांब्र मादेणषादनक