পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. শিশুশিক্ষায় মহিলা গুক্তিার ফ্লেয়েবেলের উদ্ভাবিত কিণ্ডারগার্টেন পদ্ধতিতে শিশুশিক্ষার কথা অনেকেই জানেন । ছেলেদের খেলার ছলে শিক্ষা দেওয়া এই পদ্ধতির উদেশ্ব। ডাক্তার মেরিয়া মন্তসবী অধুনাতন খেলার ছলে শিক্ষা দিবার পদ্ধতি প্রবর্তন করিয়া প্রসিদ্ধ হইয়াছেন। এখন এর পদ্ধতিতে শিশুশিক্ষার ব্যবস্থা প্রায় সকল দেশেই হইয়াছে। ইনি ইটালীবাসিনী ও প্রথমে চিকিৎসক ছিলেন। ছেলেমেয়েরা খেলিতে "থেলিতে নিজেরাই কাৰ্য্যকারণ সম্বন্ধ বুঝিয় আপনা-আপনি জ্ঞান আহরণ করিবে এই মূলস্থূত্র ধরিয়া তিনি শিক্ষা দিবীর ব্যবস্থা করিতে বলেন। এইরূপে শিশু নিজেই নিজেকে জিজ্ঞাসা করে—কেন ? আর নিজেই তার উত্তর খুজিয়া জ্ঞান সঞ্চয় করে। এই মহিলার ছবি ও শিক্ষাপদ্ধতির বৃত্তান্ত পূর্কেই প্রবাসীতে আমরা প্রকাশ করিয়াছি ; সুতরাং পুনরাবৃত্তি নিম্প্রয়োজন । - সঙ্গীত শিক্ষায় মহিলা আগে ইংলণ্ডে সঙ্গীত শিক্ষা করা অত্যন্ত কষ্টসাধ্য বিষ্ঠা ছিল। কুমারী সারা এন গ্লোভার ছিলেন এক স্থলেবু শিক্ষয়িত্রী, তিনি টনিক-সল-ফ স্বরলিপি-পদ্ধতি উদ্ভাবন করিয়া মতি সাধারণ লোকের পক্ষে ও সঙ্গীত সহজসাধ্য কৃরিয়া দিয়াছিলেন। এর চেয়ে সহজ-পদ্ধতির স্বরলিপি এ পৰ্যন্ত উদ্ভাবিত হয় নাই। এই পদ্ধতিতে এখন ছোট ছোট ছেলেমেয়েরাও যে-সে গান শিখিয়৷ গাহিতে ও বাজাইতে পারে। কুৰ্মী শ্লোভার দেশের ঘরে ঘরে সঙ্গীতের বিমল আনন্স ছড়াইয়া দিয়া ৮২ বৎসর বয়সে ১৮৬৭ সালে আনন্দধামে প্রস্থান করেন। - চারু বন্দ্যোপাধ্যায় . মহিলা-প্রগতি পুরুষের লেখা সমস্ত শাস্ত্রবিধান অগ্রাহ করিয়া নারী আপনার অধিকার পূর্ণমাত্রায় দখল করিতেছে। এতদিন পৰ্য্যন্ত খৃষ্টীয় সমাজে নারী ধৰ্ম্মপ্রচারক এবং শিক্ষক ছিল না বলিলেই হয় । বৰ্ত্তমানে নারী - ধর্মপ্রচারকের ৪ শিক্ষকের সংখ্যা বেশ বাড়িয়া উঠিতেছে। 哈 মিস্ হেনড্রিক ( তাহার পুরা নাম এখনও জানা যায় নাই ) জগতে এই প্রথম ট্র্যাঙ্কিক্ ম্যানেজারের পদ পাইয়াছেন। এই ভদ্রমহিলা জাহাজ-চলাচল , বিষয়ে বিশেষ অভিজ্ঞ । - • ক্যানাডার পার্লামেন্টের প্রথম নারী সভ্য এগুনিস্ ম্যাক্ফেল । তাহার বয়স মাত্র একত্রিশ বছর। আমেরিকার গুরুগন প্রদেশে একটি নূতন আইন পশি হইয়াছে। বিবাহাৰ্থ প্রত্যেক লোককে এবং স্ত্রীলোককে বিবাহের পূর্বে ডাক্তারকে শরীর দেখাইতে হইবে। মিশিগানেও এই রকম একটি আইন পাশ হইয়াছে । ডাক্তার যদি শরীর ভাল এবং ব্যাধিমুক্ত বলিয়া সার্টিফিকেট দেন তবেই সে বিবাহের অনুমতি পাইবে । ংক্রামক কোন রোগ থাকিলে সে বিবাহ করিতে পায় | || - - নরওয়ে, জারমেনী, এবং ভায়েনাতেও এমনি-কর্তকগুলি আইন পাশ হইয়াছে। এই-সমস্ত দেশে বোর্ড নিযুক্ত হইবার প্রস্তাব হইয়াছে, ব্যক্তিমাত্রেই এই বোর্ডের মত লইয়। তবে বিবাহের যোগ্য হইতে পারিবে। - আমাদের সোনার বাংলা দেশে এই রকম কোন আইন পাশ হইলে সৰ্ব্বনাশ হইবে । তাঁহা হইলে অ}র মেয়ের বয়স হইলেই, কানা খেড়ি, শ্মশানের পথে - ধাত্রী পাত্র ধরিয়া, দেশের ধৰ্ম্ম, সমাজের মুখ, এবং নিজের জাতি বাচানো চলিৱে না। আমাদের আইন-মজলিসেওঁ বোধ হয় এইরূপ কোন আইন-প্রস্তাবকারীকে মজলিসে একঘরে হইতে হইবে । - . - জীহেমন্ত চট্টোপাধ্যায় ।