পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেদিন যুদ্ধের খবর ভালো ছিল না। রাজ। বিমৰ্ষ হয়ে বগানে বেড়াতে গেলেন । দেখতে পেলেন প্রাচীরের কাছে গাছতলায় বসে’ খেল কব্‌চে একটি ছোট ছেলে, আর একটি ছোট মেয়ে । রাজ তাদের জিজ্ঞাসা করলেন, “তোমরা কি খেল্‌চ ?” তারা বললে, “আমাদের আজকের খেল। রাম-সীতার বনবাস ।” রাজ"সেখানে বসে’ গেলেন । ছেলেটি বললে, “এষ্ট আমাদের দণ্ডক বন, এখানে কুটার বাচি ।” সে একরাশ ভtঙ ডালপাল খড় ঘাস জুটিয়ে এনে১ে, ভারি ব্যস্ত। আর মেয়েটি শাকপাত" নিয়ে খেলার ইড়িতে বিনা আগুনে •রাধচে ; রাম পাবেন, তারি আয়োজনে সীতার একদণ্ড সময় নেই। রাজা বললেন, “আর ত সব দেখচি, কিন্তু রাক্ষস কোথায়?” ছেলেটিকে মানতে হল তাদের দণ্ডকবনে কিছু কিছু ক্রটি আছে। রাজবললেন, “আচ্ছা, আমি হব রাক্ষস । পুনরাবৃত্তি ২য় সংখ্যা | ছেলেটি তাকে ভালে করে দেলে। তার পরে বললে, “তোমাকে কিন্তু হেরে যেতে হবে।” রাজ বললেন, “আমি খুব ভালো হারতে পারি। পরীক্ষা করে দেখ ।” সেদিন রাক্ষসবধ এতই স্বচারুরূপে হতে লাগল যে, ছেলেটি কিছুতে রাজাকে ছুটি দিতে চায়না । সেদিন এক বেলাতে তাকে দশ-বারোট রাক্ষসের মরণ একল মরুতে হল । মরুতে মৰ্বতে তিনি ইপিয়ে উঠলেন । - ত্রেত যুগে পঞ্চবটীতে ধেমন পার্থী ডেকেছিল সেদিন সেখানে ঠিক তেমনি করেই ডাকৃতে লাগল। ত্রেতাযুগে সবুজ পাতার পর্দাষ পদায় প্রভাত-আলে। যেমন কোমল ঠাটে আপন স্বর বেঁধে নিয়েছিল আজও ঠিক সেই স্বরই বাধলে । ឧទ្ទទេ মন থেকে ভার নেমে গেল। মন্ত্রীকে ডেকে তিনি জিজ্ঞাসা করলেন, “ছেলে মেয়ে দুটি কার ?” মন্ত্রী বললে, “মেয়েটি আম্রষ্ট, নাম রুচিরা। ছেলের নাম কৌশিক, ওর বাপ গরীব ব্রাহ্মণ, দেবপূজা করে দিন চলে ।”