পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Q 。 SAASAASAASAAeeASAeAAA AAAA AAAA AAAA AAAA SA AAAAAS AAAAA SAAAAA রাজা বললেন, “যখন সময় হবে, এই ছেলেটির সঙ্গে ঐ মেয়ের বিবাহ হয় এই আমার ইচ্ছা ।” শুনে মন্ত্রী উত্তর দিতে সাহস করলে না, মাথা ষ্ট্রেট করে রইল । o 3 t দেশে সব-চেয়ে যিনি বড় পণ্ডিত রাজ তার কাছে কৌশিককে পড়তে পাঠালেন । যত উচ্চ বংশের ছাত্র ঠার কাছে পড়ে । তার পড়ে রুচির । কৌশিক গেদিন তার পাঠশালায় এল সেদিন অধ্যা পকের মন প্রসন্ন হল না । কিন্তু রাজার ইচ্ছা । সকলের চেয়ে সঙ্কট রুচিরার। কেন ন, ছেলের কানাকালি করে । লজ্জায় তার মুখ লাল হয়, রাগে তার চোখ দিয়ে জল পড়ে । কৌশিক যদি কখনো তাকে পুথি এগিয়ে দেয়, সে পুথি ঠেলে ফেলে। যদি তাকে পাঠের কথা বলে, সে উত্তর করে না । রুচির প্রতি অধ্যাপকের স্নেহের সীমা ছিল না । কৌশিককে সকল বিষয়ে সে এগিয়ে যাবে এই ছিল তার প্রতিজ্ঞ, রুচির ৪ সেই ছিল পণ । মনে হল সেটা খুব সহজেই ঘটবে, কারণ, কৌশিক পড়ে বটে কিন্তু একমনে নয় । তার সাতার কাটুতে মন, তার বনে বেড়াতে মন, সে গান করে, সে যন্ত্র বাজায় । অধ্যাপক তাকে ভৎসন করে’ বলেন, “বিদ্যায় তোমার অন্তরাগ নেই কেন ?" সে বলে, “আমার অঙ্গরাগ শুধু বিদ্যায় নয়, আরও নানা জিনিষে " অধ্যাপক বলেন, “সে-সব অনুরাগ ছাড় ।” সে বলে, “তাহলে বিদ্যার প্রতিও আমার অঙ্গরাগ থাকবে না ।” ്. . . . -l. - = ക - \డి এমনি করে কিছুকাল যায়। * রাজা অধ্যাপককে ডেকে জিজ্ঞাস করলেন, “তোমার ছাত্রের মধ্যে শ্রেষ্ঠ কে ?" অধ্যাপক বললেন, “রুচির ।” রাজ জিজ্ঞাসা করলেন, “আর কৌশিক ?” প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩২৯ Ae eM eeM AM MeM AMAMMAM MeMM MA AAAA AAAA SAAA AAAA SAAAAA S অন্য সকলেও লজ্জ পেলে ! { ২২শ ভাগ, ১ম খণ্ড অধ্যাপক বললেন, “সে যে কিছুই শিপেচে এমন বোধ হয় না ।” রাজা বললেন, “আমি কৌশিকের সঙ্গে রুচির বিবাহ ইচ্ছা করি।” অধ্যাপক একটু হাস্লেন, বললেন, “এ যেন গোধূলির সঙ্গে উষার বিবাহের প্রস্তাব ।” - রাজা মন্ত্রীকে ডেকে বললেন, “তোমার কন্যার সঙ্গে কৌশিকের বিবাঙ্গে বিলঙ্গ উচিত হয় না ।" মন্ত্রী বললে, “মঙ্গরাজ, আমার কন্য। এ বিবাহে অনিচ্ছুক।” রাজা বললেন, “স্ত্রীলোকের মনের ইচ্ছা কি মুখের কথায় বোঝা যায় ?” মন্ত্রী বললে, “তার চোখের জলও যে সাক্ষ্য দিচ্চে ।” রাজা বললেন, “সে কি মনে করে কৌশিক তার অযোগ্য ?” মন্ত্রী বললে, “হুঁ, সেই কথাই বটে।” রাজা বললেন, “আমার সামনে দুজনের বিদ্যার পরীক্ষা গেক । কৌশিকের জয় হলে এই বিবাহ সম্পন্ন হবে।” পরদিন মন্ত্রী রাজাকে এসে বললে, “এই পণে আমার কন্যার মত আছে ।" 8 বিচার-সভা প্রস্তুত । রাজা সিংহাসনে বসে’, কৌশিক তার সিংহাসনতলে । স্বয় অধ্যাপক রুচিকে সঙ্গে করে উপস্থিত হলেন । কৌশিক আসন ছেড়ে উঠে তাকে প্ৰণাম ৪ রুচিকে নমস্কার করূলে । রুচি দুকূপাতও করলে না। কোনোদিন পাঠশালার রীতিপালনের জন্যেও কৌশিক রুচির সঙ্গে তর্ক ফরেনি। অন্ত ছাত্রেরাও অবজ্ঞা করে’ তাকে তর্কের অবকাশ দেয়নি। তাই আজ যখন তার যুক্তির মুখে তীক্ষ্ণ বিদ্রুপ তীরের ফলায় আলোর মত ঝিকমিক করে উঠল, তখন গুরু বিস্মিত হলেন, এবং বিরক্ত হলেন । রুচির কপালে ঘাম দেখা দিল, সে বুদ্ধি স্থির রাখতে পারলে না। কৌশিক তাকে পরাভবের শেষ কিনারায় নিয়ে গিয়ে তবে ছেড়ে দিলে ।