পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• * * * * * פוrי ক্রোধে অধ্যাপকের বাক্রোধ হল, আর রুটির চোখ দিয়ে ধারা বেয়ে জল পড়তে লাগৃল । রাজা মন্ত্রীকে বললেন, এখন বিবাহের দিন স্থির কর । " কৌশিক আসন ছেড়ে উঠে জোড় হাতে রাজাকে বললে, “ক্ষমা করবেন, এ বিবাহ আমি করব না।" • রাজা বিস্মিত হয়ে বললেন, “জয়লব্ধ পুরস্কার গ্রহণ করবে না?" কৌশিক বললে, “জয় আমারই থাকৃ, পুরস্কার অন্যের হাক্ ।" অধ্যাপক বললেন, “মহারাজ, আর এক বছর সময় দিন ; তার পঙ্কর শেষ পরীক্ষ| ” সেই কথাই স্থির হল । & কৌশিক পাঠশাল ত্যাগ করে গেল । কোনোদিন সকালে তাকে বনের ছায়ায়, কোনোদিন সন্ধ্যায় তাকে পাহাড়ের চুড়ার উপর দেখা যায়। এ দিকে রুচির শিক্ষায় অধ্যাপক সমস্ত মন দিলেন । কিন্তু রুচির সমস্ত মন কোথায় ? অধ্যাপক বিরক্ত হয়ে বললেন, “এখনে যদি সতর্ক ন৷ চও, তবে দ্বিতীয়বার তোমাকে লজ্জা পেতে হবে ।” দ্বিতীয়বার লজ্জা পাবার জন্তেই যেন সে তপস্য। করতে লাগল। অপর্ণার তপস্য। যেমন অনশনের, রুচির তপুস্ত তেমনি অনধ্যায়ের। ষড়দর্শনের পুথি তার বন্ধই রইল, এমন কি, কাব্যের পুথিও দৈবাৎ খোলা হয়। অধ্যাপক রাগ করে বললেন, “কপিল-কণাদের নামে শপথ করে বলচি আর কখনো স্ত্রীলোক ছাত্র নেব না । বেদবেদান্তের পার পেয়েছি, স্বীজাতির মন বুঝতে পারলেয়ু না ।” e ২য় সংখ্যা ] পুনরাবৃত্তি ➢¢ፃ M S S AAAAA AAAA AAAA SAAAAA S AAA S AAA S T AAAASAAAAS S AAAA S AAAM S M S M S M S A S A S A AA AMAMMAMMMMMS MMA AMS MA MAMM MM AA AMAAA AAAA AAAA AAAA MM AMeeMMAMAMAMAMAAAA একদা মন্ত্রী এসে রাজাকে বললে, “ভবদন্ত্রর বাড়ি থেকে কন্যার সম্বন্ধ এসেচে। কুলে শীলে ধনে মানে তার অদ্বিতীয়। মহারাজের সম্মতি চাই।" রাজা জিজ্ঞাসা করলেন, “কন্যা কি বলে ?” মন্ত্রী বললে, “মেয়েদের মনের ইচ্ছা কি মুখের কথায় বোঝা যায় ?” রাজা জিজ্ঞাসা করলেন, “তার চোখের জল আজ কি রকম সাক্ষ্য দিচ্চে ?” মন্ত্রী চুপ্‌ করে রইল । يا রাজা তার বাগানে এসে বসলেন । মন্ত্রীকে বললেন, “তোমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দাও।” . রুচির এসে রাজাকে প্রণাম করে দাড়াল । রাজা বললেন, “বংসে, সেষ্ট রামের বনবাসের খেল মনে আছে ?” রুচির স্মিতমুখে মাথা নীচু করে দাড়িয়ে রইল । রাজা বললেন, “আজ সেই রামের বনবাস থেলা আরএকবার দেখতে আমার বড় সাধ ।” রুচির মুখের একপাশে আঁচল টেনে চুপ করে রইল । বাজা' বললেন, “বনও আছে, রামও আছে, কিন্তু শুন্‌চি বংসে, এবার সীতার অভাব ঘটেচে। তুমি মনে করলেই সে অভাব পূরণ হয়।" রুচিরা কোনো কথা ন| বলে রাজার পায়ের কাছে নত হয়ে প্রণাম কবুলে । রাজা বললেন, “কিন্তু বংসে, এবার আমি রাক্ষস সাজতে পারব না ।” রুচিরা স্নিগ্ধ চক্ষে রাজার মুখের দিকে চেয়ে রইল । রাজা বললেন, "এবার রাক্ষস সাজবে তোমাদের অধ্যাপক " ত্রীরবীন্দ্রনাথ ঠাকুর