পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] - বাউল ›ዓQ ംും പൂാറ്.ബ് করিলে লোকেরা এদের পূজা করে, স্তুতি করে, আশীৰ্ব্বাদ লয়, আর নিজের নিজের ভবিষ্যতের কথা জিজ্ঞাসা করে। এদের আসন দালাই লামার নীচে । বৃত্ৰী-লামারা কোন বিশেষ পৰ্ব্ব উপলক্ষে এক-প্রকার আনন্দোৎসবের ব্যবস্থা করেন। ইহার নাম টিজম বা নাচ। নাচের সময় বড় বড় ঢোল, তুরী, নাকাড়, শম্ব বাজান হয়, আর বিচিত্ৰ-বেশী মূর্তিগুলি নানা রঙ্গে নানা ঢঙে নাচিতে থাকে। কেউ মৃত্যু-দেবতা, কেউ দৈত্য ইত্যাদি সাজে। সোনালি জরির কাপড় ও মণিময় অলঙ্কার পরিয়া এই ভয়ঙ্কর মূৰ্ত্তিগুলি স্বদেশীদের আনন্দ ও বিদেশীদের ত্রাস উৎপাদন করে । লামারা নিজেদের ধর্মের মধ্যে স্থানিক দেবতা আর ভূতের পূজা সামিল করিয়া লইয়াছেন, আর এই উৎসবের আয়োজন করিয়া বুরীদের মধ্যে লামা-ধর্মের প্রচারের পথ করিয়া লইয়াছেন । এই জাতির ডাক্তারদের রোগীর অবস্থা ও চালচলন বুঝিয়া চলিতে হয়। বুরীরা ত আর এক জায়গায় স্থির AAAAAA AAAA AAAA AAAAe ee Ae eee SeAeAMA AeMAAAAMSAMAMMAAMAAAS AAAAA AAAAS AAAAA AAA AAAA AAAA AAAA AAAAS AAAAASAAAA থাকে না, আজ যে রোগী এখানে, কাল হয় ত সে চল্লিশ মাইল দূরে পাহাড়ে চলিয়া গিয়াছে। তাই ডাক্তার বেচারাকে আপনার ঔষধের পোটলাপুটলি আউট বা টাটুর উপর চাপাইয়া দিয়া সারা দেশ ঘুরিয়া বেড়াইতে হয় । এদের চিকিৎসা একরকম যাদুগিরি। হয়ত কারু বাতের ব্যারাম ;—তাহাকে ধরিয়া লাঠি দিয়া কয়েক ঘা দিয়া, কোন গাছের রস খাওয়াইয়া, হয়ত কোন পশুর কোন অবয়ব, এমন কি, লোমশ পশুর চামড়া পৰ্য্যন্তও ঔষধের অনুপান ধাৰ্য্য করিয়া চিকিৎসা চলিতে থাকে। এই জাতি মানবের আদিপিতা আদমের সময়কার শান্তি উপভোগ করিতেছে বল যাইতে পারে ; তবে এখনকার সভ্যতার কিরণ এই গভীর অন্ধকারের মধ্যেও ছুটিয়া আসিতেছে।* @ শ্রীরমেশ বস্ব [ এম-এ ]

  • ( “সরস্বতী”—জানুয়ারী, ১৯২১ । )

বাউল 58 গাও গো বাউল তোমার তরল একতারাতে তান তুলে নাম-ভোলা ঐ নীল আকাশের বুকের মাঝে ঢেউ আনি ; দখিন হাওয়া থম্কে দাড়াকৃ, চম্কে শুকুক্‌ কান খুলে স্বপ্নপুরের সেই বাণী। মউল কেন ধরুল আজি পউষ-রাতের আম-বনে ? কোন ফাগুনের স্বপ্ন দেখে জাগল কোকিল চোখ চেয়ে ? শীতের সাবে,শিরিষ শাখে কি যে বাজায় আনমনে 蠍 সেই বারত যাও গেয়ে ! শিশির-খামল-মাঠের পথে চলব তোমার গান শুনে, রাতের ছোয়া লাগবে আমার কঠিন পায়ের চার-পাশে, বনের ছায়া কাপূবে তোমার একুতারাটির তান শুনে, @ চলব আমি তার আশে । বনের ঘন স্বপনখানি বাজবে না কি সেই স্বরে— হাওয়ায় যে গান ঘুমিয়ে আছে প্রাণের মৃদু আহবানে ? বলবে কি সে, এই যে আমি তোমার কাছে, নেই দূরে, ডাকো আমায় কোনখানে ? শোনাও আমায় দূর আকাশের তাষ-বিহীন গান আনি মানস-সরের কলধ্বনি একতারাতে তান তুলে ; চোখ-চলে-না এমন দেশের ছায়ার মতন রূপখানি দেখৃব আমি সব ভুলে । 히8 গাও গে৷ বাউল তোমার অবুঝ একতারাতে তান দিয়ে ব্যথার বনে শম্শনিয়ে লাওক, কঁাপন মন-হর । গায়ের পথে চলবে তুমি—সাথে আমার প্রাণ নিয়ে, হব তোমার পথ-ধরা । শ্ৰীপ্রমথনাথ বিশী